India vs Bangladesh Live Updates: বাংলাদেশকে ফের দুরমুশ করবে ভারত, নাকি চমক শান্ত-শাকিবদের? কানপুর টেস্টের লাইভ আপডেট

India vs Bangladesh 2nd Test Scorecard Live Update: ম্যাচে বৃষ্টির পূর্বভাস রয়েছে। বৃহস্পতিবার ম্যাচের আগের দিনও বৃষ্টি হয়েছে। যে কারণে প্র্যাক্টিসে বিঘ্ন ঘটে। মাঠ ঢাকা পড়ে প্লাস্টিকের কভারে।

ABP Ananda Last Updated: 27 Sep 2024 08:30 AM

প্রেক্ষাপট

কানপুর: চেন্নাইয়ে প্রথম টেস্টে তিনদিনের সামান্য় কিছু বেশি সময়ে বাংলাদেশকে ২৮০ রানের বিরাট ব্যবধানে চুরমার করেছিল ভারত (India vs Bangladesh)। সিরিজে এগিয়ে গিয়েছিল ১-০ ব্যবধানে। সিরিজে ০-১ পিছিয়ে রয়েছেন নাজমুল হোসেন শান্তরা।...More