হায়দরাবাদ: বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি বলা হয় তাঁকে (India vs Bangladesh)। তিনি, মাহমুদুল্লাহ রিয়াধ। হায়দরাবাদে ভারতের বিরুদ্ধে শেষ টি-২০ ম্যাচ খেলেই যিনি ক্রিকেটের এই ফর্ম্যাটকে বিদায় জানাচ্ছেন।


মাহমুদুল্লাহ হয়তো কল্পনাও করতে পারেননি যে, তাঁর অবসরের ম্যাচেই এভাবে ভারতীয় ব্যাটারদের সামনে বেইজ্জত হতে হবে তাঁর দেশের বোলিংকে। তিনি নিজে ১ উইকেট নিলেও ২ ওভারে খরচ করবেন ২৬ রান। 


নিজামের শহরে বাংলাদেশের বোলিংকে বেআব্রু কতরে ছাড়লেন সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য, রিয়ান পরাগরা। বাংলাদেশের বিরুদ্ধে রেকর্ড রান তুলল ভারত। টি-২০ ক্রিকেটে যেটা ভারতেরও সর্বোচ্চ স্কোর। ২০ ওভারে ভারত তুলল ২৯৭/৬। 


২০১৭ সালে ইনদওরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০ ওভারে ২৬০/৫ তুলেছিল ভারত। সেটাই এতদিন ছিল টি-২০ ক্রিকেটে ভারতের সর্বোচ্চ স্কোর। সেই রেকর্ড ভেঙে গেল শনিবার।


বাংলাদেশ বোলিংকে ছারখার করলেন সঞ্জু স্যামসন ও সূর্যকুমার। ২২ বলে হাফসেঞ্চুরি করেন কেরলের ক্রিকেটার স্যামসন। রিশাদ হোসেনের এক ওভারে পাঁচ ছক্কা মারেন স্যামসন। অল্পের জন্য রক্ষা পেল যুবরাজ সিংহের এক ওভারে ছয় ছক্কার নজির। মাত্র ৪০ বলে সেঞ্চুরি করেন স্যামসন। ৪৭ বলে ১১১ রান করেন তিনি। 


স্যামসন যদি প্রবল ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়েন বাংলাদেশ শিবিরে, তা হলে ভয়ঙ্কর সামুদ্রিক ঝড় হারিকেনের মতো দুঃস্বপ্ন নিয়ে হাজির হলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার। ২৩ বলে হাফসেঞ্চুরি করেন। শেষ পর্যন্ত ৩৫ বলে ৭৫ রান করেন স্কাই।


যোগ্য সঙ্গত করলেন হার্দিক ও রিয়ানও। মাত্র ১৮ বলে ৪৭ রান হার্দিকের। তাঁর মারা একটি হেলিকপ্টার শট মাঠের বাইরে আছড়ে পড়ে। দলের রানের গতি বাড়াতে গিয়ে হাফসেঞ্চুরি ফেলে এলেন। ১৩ বলে ৩৪ রান রিয়ান পরাগের।


 






হায়দরাবাদে একের পর এক রেকর্ড ভাঙল ভারত। কোনও টেস্ট খেলিয়ে দেশের করা এটাই সর্বোচ্চ টি-২০ স্কোর। এর আগে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ২৭৮/৩ তুলেছিল আফগানিস্তান। সেই রেকর্ড ভেঙে নতুন নজির গড়ল ভারত। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অবশ্য সর্বোচ্চ রান নেপালের। মঙ্গোলিয়ার বিরুদ্ধে তারা তুলেছিল ৩১৪/৩। তারপরই ভারতের শনিবারের স্কোর।


আরও পড়ুন: আইপিএলে দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন ঋষভ পন্থ? কেন এমন পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়?





আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।