নয়াদিল্লি: দরজায় কড়া নাড়ছে আইপিএলের নিলাম (IPL Auction)। কতজন প্লেয়ার রিটেন করা যাবে, সেই নিয়মও স্পষ্ট করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তারপর থেকেই নিলামের অঙ্ক কষা শুরু করে দিয়েছে সব দল। কোন প্লেয়ারকে রাখা হবে, আর কোন প্লেয়ারকে ছেড়ে দেওয়া হবে, তা নিয়ে নীল নকশা কষছে দশ দল।
আর এর মাঝেই ঝড় তুলল ঋষভ পন্থের (Rishabh Pant) একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। যা নিয়ে জল্পনা শুরু হয়েছে, তাহলে কি দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব ছাড়ছেন পন্থ? এমনকী, তিনি দিল্লি ক্যাপিটালস ছেড়ে নতুন কোনও দলে যাবেন কি না, তা নিয়েও জোর চর্চা।
শুক্রবার মাঝরাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন পন্থ। যা তাঁর আইপিএল ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি করে দিয়েছে। প্রশ্ন উঠে গিয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায়দের দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব কি ছেড়ে দিতে চলেছেন পন্থ?
কী এমন লিখেছেন পন্থ? সোশ্যাল মিডিয়ায় লিকেছেন, 'যদি নিলামে যেতে হয়, তা হলে বিক্রি হতে পারি বা অবিক্রিত থাকতে পারি। বিক্রি হলে কত টাকায় হব?' পন্থের এই মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে জল্পনা। তা হলে কি পন্থকে রাখবে না দিল্লি কর্তৃপক্ষ? সেই ইঙ্গিত পেয়েই কি ভক্তদের মতামত চাইছেন রুরকির উইকেটকিপার ব্যাটার। অধিনায়ককে নিলামে তোলার কথা ভাবছে দিল্লি ক্যাপিটালস? নাকি পন্থ নিজেই আর দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে চাইছেন না?
এবার আইপিএলের মেগা নিলাম হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানিয়েছে, দশ দল সব মিলিয়ে সর্বোচ্চ ছ'জন করে ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। সর্বোচ্চ পাঁচ জন ক্যাপড ক্রিকেটারকে ধরে রাখা যাবে নিলামের আগে। সর্বোচ্চ দু'জন আনক্যাপড প্লেয়ারকে ধরে রাখা যাবে। নিয়ম অনুযায়ী রিটেন করা এক জন ক্রিকেটার সর্বোচ্চ ১৮ কোটি টাকা পেতে পারেন। তেমনই দিল্লি ক্যাপিটালস পন্থকে রেখে দিলে সর্বোচ্চ ১৮ কোটি টাকা পাবেন তিনি। তবে নিলামের তালিকায় তাঁর নাম থাকলে, আইপিএলের একাধিক দলের কোচ-কর্তৃপক্ষ তাঁকে পেতে ঝাঁপাবেন। সে ক্ষেত্রে পন্থের দাম ১৮ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। সেই জন্যই কি সকলের মতামত চেয়েছেন পন্থ?
আগামী ৩১ অক্টোবরের মধ্যে দশ দলকে জানিয়ে দিতে হবে, তারা কোন ক্রিকেটারদের ধরে রাখতে চায় তারা। নিলামের সময় রাইট টু ম্যাচ নিয়মের মাধ্যমে সর্বোচ্চ ২ জন ক্রিকেটারকেও ধরে রাখার সুযোগ থাকবে। দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ হয়তো পন্থকে হাতছাড়া করতে চাইবে না। তিনি শুধু দলের অধিনায়কই নন, ম্যাচ উইনারও। সৌরভও অত্যন্ত স্নেহ করেন পন্থকে।
তার পরেও কি দল ছাড়তে পারেন পন্থ? জল্পনা বাড়িয়ে দিল পন্থের পোস্ট।
আরও পড়ুন: ইডেন থেকে সরে গেল রঞ্জি ট্রফির ম্যাচ! কোথায় খেলতে হবে বাংলা দলকে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।