India vs Bangladesh 3rd T20I Live: নিজামের শহরে ১৩৩ রানে বাংলাদেশকে দুরমুশ করে ৩-০ ব্যবধানে টি-২০ সিরিজ জিতে নিল ভারত

India vs Bangladesh Score Live: মাহমুদুল্লাহর শেষ ম্যাচে লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হল বাংলাদেশ ক্রিকেট দলকে। ভারতের মাটিতে টেস্টের পর টি-২০ সিরিজেও হার বাংলাদেশের।

ABP Ananda Last Updated: 12 Oct 2024 10:42 PM
India vs Bangladesh Score Live: ১৩৩ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতল ভারত

হাফসেঞ্চুরি করেও দলের হার এড়াতে পারলেন না তৌহিদ হৃদয়। ৪২ বলে ৬৩ রানে অপরাজিত রইলেন তিনি। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ আটকে গেল ১৬৪/৭ স্কোরে। ১৩৩ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতল ভারত।

IND vs BAN Live: ১৫ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ১৩৩/৫

২৫ বলে ৪২ রান করে ফিরলেন লিটন দাস। ৮ রান করে ফিরলেন মাহমুদুল্লাহ। ১৫ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ১৩৩/৫।

India vs Bangladesh 3rd T20I Live: ৯ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৮৬/৩

শান্তকে ফেরালেন রবি বিষ্ণোই। ৯ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৮৬/৩।

India vs Bangladesh Score Live: তানজিদ হাসানকে (১৫ রান) ফেরালেন ওয়াশিংটন সুন্দর

তানজিদ হাসানকে (১৫ রান) ফেরালেন ওয়াশিংটন সুন্দর। ৪ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৩৯/২।

IND vs BAN Live: প্রথম বলেই পারভেজ হোসেন ইমনকে ফেরালেন ময়ঙ্ক

প্রথম বলেই পারভেজ হোসেন ইমনকে ফেরালেন ময়ঙ্ক যাদব। ১ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৫/১।

India vs Bangladesh 3rd T20I Live: ২০ ওভারে ভারত তুলল ২৯৭/৬

১৮ বলে ৪৭ রান হার্দিকের। ২০ ওভারে ভারত তুলল ২৯৭/৬। কোনও টেস্ট খেলিয়ে দেশের টি-২০ ক্রিকেটে এটাই সর্বোচ্চ রান। বাংলাদেশের বোলিং তছনছ।

IND vs BAN Live: ১৩ বলে ৩৪ রান করে ফিরলেন রিয়ান পরাগ

১৩ বলে ৩৪ রান করে ফিরলেন রিয়ান পরাগ। ১৫ বলে ৩৭ রান করে ক্রিজে হার্দিক। ১৮.৪ ওভারে ভারতের স্কোর ২৭৬/৪। টি-২০ ক্রিকেটে ভারতের সর্বোচ্চ স্কোর।

India vs Bangladesh Score Live: ১৬ ওভারের শেষে ভারতের স্কোর ২৩৪/৩

রিশাদকেি নির্মমভাবে এক ওভারে পাঁচ ছক্কা হজম করার তিক্ত অভিজ্ঞতা উপহার দিলেন স্যামসন। মাত্র ৪০ বলে সেঞ্চুরি। ৪৭ বলে ১১১ রান করে যখন ফিরলেন, রানের পাহাড়ে ভারত। ৩৫ বলে ৭৫ করে আউট সূর্যকুমার। ১৬ ওভারের শেষে ভারতের স্কোর ২৩৪/৩।

India vs Bangladesh 3rd T20I Live: ৪০ বলে সেঞ্চুরি স্যামসনের

৪০ বলে সেঞ্চুরি স্যামসনের। হাফসেঞ্চুরি করে ক্রিজে সূর্যকুমার। ১২.১ ওভারে ভারতের স্কোর ১৮৩/১।

India vs Bangladesh 3rd T20I Live: ১০ ওভারের শেষে ভারতের স্কোর ১৫২/১

রিশাদ হোসেনের এক ওভারে ৫ ছক্কা স্যামসনের। ১০ ওভারের শেষে ভারতের স্কোর ১৫২/১।

India vs Bangladesh Score Live: মাত্র ২২ বলে হাফসেঞ্চুরি স্যামসনের

রিশাদকে ছক্কা মেরে হাফসেঞ্চুরি স্যামসনের। মাত্র ২২ বলে হাফসেঞ্চুরি করলেন। ৮ ওভারের শেষে ভারতের স্কোর ১১৩/১।

IND vs BAN Live: পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে ভারতের স্কোর ৮২/০

বিধ্বংসী ব্যাটিং স্যামসন ও সূর্যর। পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে ভারতের স্কোর ৮২/০। ১৩ বলে ৩৫ রানে অপরাজিত সূর্য। ১৯ বলে ৩৭ রানে ক্রিজে স্যামসন।

India vs Bangladesh 3rd T20I Live: ৫ ওভারের শেষে ভারতের স্কোর ৬৩/১

৪ রান করে ফিরলেন অভিষেক। ১৭ বলে ৩৬ রানে ক্রিজে স্যামসন। সঙ্গে সূর্যকুমার যাদব। ৫ ওভারের শেষে ভারতের স্কোর ৬৩/১। 

India vs Bangladesh 3rd T20I Live: ২ ওভারের শেষে ভারতের স্কোর ২৩/০

তাস্কিনের এক ওভারে চারটি বাউন্ডারি স্যামসনের। ২ ওভারের শেষে ভারতের স্কোর ২৩/০।

India vs Bangladesh Score Live: ১ ওভারের শেষে ভারতের স্কোর ৭/০

ভারতের হয়ে ইনিংস ওপেন করলেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। মেহেদি হাসান মিরাজের স্পিন দিয়ে আক্রমণ শুরু বাংলাদেশের। ১ ওভারের শেষে ভারতের স্কোর ৭/০।

India vs Bangladesh 3rd T20I Live: অর্শদীপ সিংহের পরিবর্তে একাদশে সুযোগ রবি বিষ্ণোইকে

বাংলাদেশের বিরুদ্ধে নিয়মরক্ষার শেষ টি-২০ ম্যাচে ভারতীয় দলে একটি পরিবর্তন। অর্শদীপ সিংহের পরিবর্তে একাদশে সুযোগ রবি বিষ্ণোইকে। টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের।

প্রেক্ষাপট

হায়দরাবাদ: বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি তিনি। শনিবার হায়দরাবাদে বাংলাদেশের জার্সিতে শেষ টি-২০ ম্যাচ খেলবেন মাহমুদুল্লাহ (Mahmudullah)। দিল্লি ম্যাচের আগেই ১৪০ টি-২০ ম্যাচ খেলা ক্রিকেটার জানিয়ে দিয়েছিলেন, চলতি সিরিজই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তাঁর শেষ সিরিজ। দিল্লিতে ৪১ রান করে তিনি দলের সর্বোচ্চ স্কোরার। তবে সম্প্রতি ফর্ম আর বয়স নিয়ে প্রশ্নের মুখে পড়ছিলেন। হায়দরাবাদে ভাল কিছু করেই শেষ করতে চেয়েছিলেন নিজের টি-২০ কেরিয়ার।


তবু শেষ ম্যাচেও হার হজম করতে হল মাহমুদুল্লাহকে। নিজামের শহরে ১৩৩ রানে বাংলাদেশকে দুরমুশ করে ৩-০ ব্যবধানে টি-২০ সিরিজ জিতে নিল ভারত।


তবে ভারতের নতুন টি-২০ দলকে অপ্রতিরোধ্য দেখাচ্ছে। দ্বিতীয় টি-২০ ম্যাচে শুরুতেই ৩ উইকেট হারানোর পরেও বাংলাদেশের বিরুদ্ধে সর্বোচ্চ স্কোর তুলেছিল ভারত। নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) ও রিঙ্কু সিংহের (Rinku Singh) ব্যাটের ঝড়ে আক্রান্ত হয়েছিল বাংলাদেশ। তাদের যন্ত্রণা বাড়ান হার্দিক পাণ্ড্য ও রিয়ান পরাগ। বিধ্বংসী ইনিংস খেলে যান। ভারতের ২২২ ান তাড়া করতে নেমে মাত্র ১৩৫/৯ স্কোরে আটকে যায় বাংলাদেশ।


প্রথম দুই ম্যাচে কোনও পরিবর্তন করেনি ভারত। তৃতীয় ম্যাচে ঘুরিয়ে ফিরিয়ে কাউকে সুযোগ দেওয়া হয় কি না, তা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। সিরিজে বাংলাদেশের কাছে এখনও পর্যন্ত একমাত্র আশার আলো বলতে পেসারদের ফর্ম। তাস্কিন আমেদ, মুস্তাফিজুর রহমান, তাঞ্জিম হাসান সাকিব - সকলেই উইকেট তুলছেন। তবে স্পিনারদের ফর্ম চিন্তায় রাখবে শান্তদের।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.