চেন্নাই: দিনের শুরুটা ব্যাট হাতে করেছিলেন আর অশ্বিন (R Ashwin) ও রবীন্দ্র জাডেজা। চেন্নাইয়ে ভারত-বাংলাদেশের প্রথম টেস্টের (IND vs BAN 1st Test) দ্বিতীয় দিনের শেষে ক্রিজ ছাড়লেন ঋষভ পন্থ ও শুভমন গিল। মাঝে যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) বিধ্বংসী বোলিংয়ে বাংলাদেশ ইনিংস মাত্র ১৪৯ রানেই শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় দিনশেষে ম্যাচের রাশ যে সম্পূর্ণভাবে ভারতের হাতে, তা বলাই বাহুল্য।


ভারতীয় দল এই দিনটা শুরু করেছিল ৩৩৯ রানে ছয় উইকেট থেকে। দিনের শুরুতেই রবীন্দ্র জাজেজা ৮৬ রানে ফেরেন। আর অশ্বিনও বেশিক্ষণ টিকতে পারেননি। দ্বিতীয় দিন সকালে তাসকিন আমেদের ঝাঁঝালো বোলিংয়ে ভারতীয় দল ৩৭৬ রানে অল আউট হয়ে যায়। যশপ্রীত বুমরাকে আউট করে নিজের পাঁচ উইকেট পূরণ করেন হাসান মামুদ। প্রথম বাংলাদেশি বোলার হিসাবে ভারতের মাটিতে পাঁচ উইকেট নিলেন তিনি। তবে ব্যাট করতে নেমে বাংলাদেশও শুরুটা ভাল করতে পারেনি। প্রথম ওভারেই শাদমানকে ফেরান বুমরা। আকাশ দীপ পর পর বলে মোমিনুলকে শূন্য ও জাকির হাসানকে তিন রানে ফেরালে লাঞ্চের আগেই তিন উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।


 






 


 


বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলাশেষে ভারত আপাতত ৩০৮ রানে এগিয়ে রয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: বিশ্বজয়ী ভারতীয় কোচেরা এবার রাজস্থানে, ফের দ্রাবিড়ের সঙ্গে জুটি বাঁধছেন বিক্রম রাঠৌর