কানপুর: বাংলাদেশের বিরুদ্ধে কার্যত মরা ম্যাচে প্রাণ ফিরিয়ে এনেছেন ভারতীয় (India vs Bangladesh) ব্যাটাররা। ঝোড়ো ব্যাটিং করে একের পর এক রেকর্ড গড়েছেন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি (Virat Kohli), কে এল রাহুলরা।
তবে তার মধ্যেও আলাদা মাইলফলক তৈরি করলেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রান পূর্ণ করলেন ভারতীয় ব্যাটার। এবং সেটাও ক্রিকেটের ইতিহাসে দ্রুততম হিসাবে। ভেঙে দিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) রেকর্ড।
৩৫ বছরের বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে ৫৯৪ ইনিংসে ২৭ হাজার রান সম্পূর্ণ করলেন। সচিন যে কীর্তি স্পর্শ করেছিলেন ৬২৩ ইনিংসে। ২০০৭ সালে এই মাইলফলক স্পর্শ করেছিলেন সচিন।
গোটা বিশ্বে মাত্র ৪ জন ক্রিকেটারের আন্তর্জাতিক মঞ্চে ২৭ হাজার রান করার নজির রয়েছে। কোহলি ছাড়াও এই নজির গড়েছেন সচিন, রিকি পন্টিং (Ricky Ponting) ও কুমার সঙ্গকারা (Kumar Sangakkara)।
ক্রিকেটের তিন ফর্ম্যাটে কোহলির যা ধারাবাহিকতা, তাতে তাঁর ভক্ত, অনুরাগীরা নিশ্চিত ছিলেন যে, এই রেকর্ড গড়া স্রেফ সময়ের অপেক্ষা। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দ্রুততম হিসাবে ২৫০০০ রান ও সে বছরেরই অক্টোবরে দ্রুততম হিসাবে ২৬০০০ রান করেছিলেন কোহলিই।