করাচি: কেউই হয়তো প্রত্যাশা করেননি। আচমকা সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে হকচকিয়ে গিয়েছেন।


পাকিস্তানের সীমিত ওভারের নেতৃত্ব ছাড়লেন বাবর আজ়ম (Babar Azam)। তারকা ব্যাটার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নেতৃত্ব ছাড়ার কথা ঘোষণা করেছেন। বুধবার তিনি জানিয়েছেন, পাকিস্তানের ওয়ান ডে ও টি-২০ দলের অধিনায়ক হিসাবে তাঁকে আর দেখা যাবে না। বাবর এ-ও জানিয়েছেন যে, সেপ্টেম্বর মাসেই তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board) ও দলকে এ ব্যাপারে জানিয়ে দিয়েছিলেন।


বাবর জানিয়েছেন, নেতৃত্বের ভার তাঁকে কাবু করে ফেলছিল এবং এবার তিনি পুরোপুরি ব্যাটিংয়ে মনোনিবেশ করতে পারবেন। আইসিসি-র ব্যাটারদের টেস্ট ব়্যাঙ্কিংয়ে প্রথম দশের বাইরে বেরিয়ে গিয়েছেন বাবর। তারপরই তাঁর এই ঘোষণা।


বুধবার গভীর রাতে এক্স হ্যান্ডলে বাবর লিখেছেন, 'প্রিয় সমর্থকেরা, আজ আপনাদের সঙ্গে কিছু খবর ভাগ করে নেব। আমি পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব ছাড়ছি। যেমন গত মাসেই পিসিবি ও টিম ম্যানেজমেন্টকে আমি জানিয়েছিলাম।'


এক বছরেরও কম সময়ে এ নিয়ে দুবার নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন বাবর। গত বছর অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্সের পর তিন ধরনের ফর্ম্যাটেই জাতীয় দলের নেতৃত্ব ছেড়েছিলেন বাবর। তবে চলতি বছরের গোড়ায় ফের বাবরকে নেতৃত্বে ফেরানো হয়। বাবরের পরিবর্তে যাঁকে টি-২০ দলের অধিনায়ক করা হয়েছিল, সেই শাহিন শাহ আফ্রিদিকে মাত্র একটা সিরিজের পরই টি-২০ দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। বাবরকে ফের অধিনায়ক করা নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন সতীর্থ ইমাদ ওয়াসিম।


তবে টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের খারাপ পারফরম্যান্সের পর পাকিস্তান শিবিরে বিভাজনের জল্পনা মাথাচাড়া দেয়। এমনকী, ড্রেসিংরুমে হাতাহাতি হয়েছিল বলেও খবর ছড়ায়। ফের সীমিত ওভারের ক্রিকেটের নেতৃত্ব ছাড়লেন বাবর।


 




বাবর বিবৃতিতে বলেছেন, 'এই দলের নেতৃত্ব দেওয়া সম্মানের। তবে নেতৃত্ব ছেড়ে নিজের খেলায় মন দেওয়ার সময় এসেছে। নেতৃত্ব আমার কাছে দারুণ এক অভিজ্ঞতা, তবে তাতে খুব চাপ বাড়ে। আমি নিজের পারফরম্যান্সে গুরুত্ব দিতে চাই। ব্যাটিং উপভোগ করতে চাই। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাতে চাই। তাতেই আমি আনন্দ পাই।'


আরও পড়ুন: বেঙ্গল প্রো টি-২০-তে নজর কেড়েছিলেন, তরুণ ক্রিকেটারের মৃত্যুতে ময়দানে শোকের ছায়া






আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।