মুম্বই: টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। চেন্নাই টেস্টে ২৮০ রানে বিশাল ব্যবধানে জয়। পরে কানপুরে টেস্টে ২ দিনে রোহিত ব্রিগেড একপ্রকার হেলায় হারিয়ে দিয়েছে টাইগার বাহিনীকে। এবার লক্ষ্য টি টোয়েন্টি সিরিজ। আগামী ৬ অক্টোবর রবিবার সিরিজের প্রথম ম্য়াচে গোয়ালিওরে খেলতে নামবে ২ দল। এরপর আরও বাকি ২ টো ম্য়াচ রয়েছে।


এখনও পর্যন্ত কুড়ির ফর্ম্য়াটে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১৪ বার মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। প্রায় একপেশে লড়াই হয়েছে যে তা কিন্তু পরিসংখ্যান দেখলেই স্পষ্ট। মোট ১৩ বার ভারতীয় ক্রিকেট দল জয় ছিনিয়ে নিয়েছে। ২০১৯ সালে একমাত্র একটি টি-টোয়েন্টি ম্য়াচ হেরেছিল ভারত বাংলাদেশের বিরুদ্ধে। রোহিত শর্মার নেতৃত্বাধীন সেই ভারতীয় ক্রিকেট দল দিল্লিতে নিজেদের ঘরের মাঠেই বাংলাদেশের বিরুদ্ধে হেরে গিয়েছিল। সেই ম্য়াচে ১৪৮ রানের লক্ষ্যমাত্রা বাংলাদেশের বিরুদ্ধে রেখেছিল ভারত। যা তাড়া করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।


তবে ভারতীয় দলের হেড কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পরই কেকেআর ক্রিকেটারদের পারফরম্যান্সের পুরস্কার দিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজের দলে সুযোগ পেলেন কলকাতা নাইট রাইডার্সের তিন ক্রিকেটার। রিঙ্কু সিংহ ছাড়াও দলে ডাক পেলেন হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী। মনে করা হচ্ছে, কেকেআরের প্রাক্তন মেন্টর গম্ভীরের মত নিয়েই তাঁদের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।


সেই এক্সপ্রেস পেসারকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে। গম্ভীর নিজে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর থাকাকালীন ময়ঙ্ককে কাছ থেকে দেখেছেন। পাশাপাশি ভারতীয় দলের বর্তমান জোরে বোলিং কোচ মর্নি মর্কেল এর আগে লখনউয়ের বোলিং কোচ ছিলেন এবং ময়ঙ্ককে ভালমতোই চেনেন। ময়ঙ্কের অন্তর্ভুক্তির নেপথ্যেও তাঁদের মত নেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে।


টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর কুড়ির ফর্ম্য়াট থেকে সরে দাঁড়িয়েছিলেন রোহিত শর্মা। এরপরই সূর্যকুমার যাদবকে পাকাপাকি টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ভারতের অধিনায়ক নির্বাচিত করা হয়। এরপরই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ৩-০ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ভারতীয় ক্রিকেট দল। এরপর বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও সূর্যকুমারকেই অধিনায়ক বেছে নেওয়া হয়েছে। এর থেকেই পরিষ্কার যে সূর্যকুমার যাদবকেই পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য় ভারতীয় দলের অধিনায়ক হিসেবে বিবেচনা করা হচ্ছে।