মুম্বই: আইপিএলের (IPL) নিলামের নিয়মকানুন ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দেওয়া হয়েছে, সর্বোচ্চ ৬ জন ক্রিকেটারকে রিটেন করা যাবে। ৩১ অক্টোবরের মধ্যে দশ দলকেই জানিয়ে দিতে হবে যে, কাদের রিটেন করছে তারা।


শোনা যাচ্ছে, হার্দিক পাণ্ড্যকে ১৮ কোটি টাকা দিয়ে রিটেন করতে চায় মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মাকে সরিয়ে গত আইপিএলে যাঁর হাতে দলের নেতৃত্বভার তুলে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তবে হার্দিক ১৮ কোটি টাকা পাওয়ার মতো ক্রিকেটার কি না, তা নিয়ে প্রশ্ন তুললেন আইপিএল জয়ী কোচ টম মুডি।


নিলামের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে আইপিএলের মেগা নিলামের আসর বসবে। সকলের নজর সেদিকেই। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, গত বছরের দল থেকে ছ'জনকে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। তার মধ্যে পাঁচজন ক্যাপড প্লেয়ার হতে হবে। দু'জন আনক্যাপড প্লেয়ার থাকতে পারেন। ক্রিকেটার কেনার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বোচ্চ ১২০ কোটি টাকা করা হয়েছে।






গত আইপিএলে দশ দলের মধ্যে সকলের নীচে শেষ করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এবার ঘুরে দাঁড়াতে চাইবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। অধিনায়ক বদলের পর বিতর্কে যেন মুম্বই ইন্ডিয়ান্সের মাঠের পারফরম্যান্সেও প্রভাব পড়েছিল। শোনা যাচ্ছে, মুম্বইয়ের জার্সিতে পরের আইপিএলে নাও থাকতে পারেন রোহিত। হার্দিককে রিটেন করা হবে। এছাড়াও যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ ও তিলক বর্মাকে রিটেন করা হতে পারে বলে খবর।


১৮ কোটি টাকা দিয়ে দু'জন ক্রিকেটারকে রিটেন করা যাবে। দু'জনকে ১৪ কোটি টাকায় ও একজনকে ১১ কোটি টাকায় রাখা যাবে। জানা গিয়েছে, হার্দিকের আগে বুমরাকে রিটেন করবে মুম্বই। পাঁচবারের চ্যাম্পিয়নদের দ্বিতীয় পছন্দ হার্দিক। তবে হার্দিককে ১৮ কোটি টাকার বিশাল অঙ্ক দিয়ে রাখা উচিত হবে কি না তা নিয়ে জোরাল প্রশ্ন তুললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার টম মুডি। যিনি কোচ হিসাবে আইপিএল জিতেছেন। মুডির মতে, গত বছরের পারফরম্যান্সের ভিত্তিতে তাঁর পেছনে এত টাকা খরচ করা উচিত হবে না। মুডি বলেছেন, 'আইপিএলের আগের মরশুমে যা হয়েছে, আমার মনে হয় রোহিত নিজেই থাকতে চাইবে না। আমি হলে বুমরা এবং সূর্যকুমারকে ১৮ কোটি দিয়ে রিটেন করতাম। হার্দিককে ১৪ কোটিতে নিতাম। ওর পারফরম্যান্স, ফর্ম এবং ফিটনেসের ওপর নির্ভর করবে সব কিছু। সবদিক বিবেচনা করার পরও কি হার্দিককে ১৮ কোটি দিয়ে নেওয়া উচিত? হার্দিক কি এত দামের যোগ্য?'


আরও পড়ুন: পরের ওয়ান ডে বিশ্বকাপেও অধিনায়ক থাকছেন? রোহিতকে দেখেই আব্দার জনতার, দেখুন ভিডিও