হায়দরাবাদ: গত ছয় মাসে কতকিছুই না দেখেছেন। আইপিএলে নিজের দেশের মানুষের মুখে বিদ্রুপ। নিজের ফ্র্যাঞ্চাইজির হয়ে ঘরের মাঠে খেলতে নেমেই ট্রোলের শিকার। সোশ্য়াল মিডিয়ায় তাঁকে নিয়ে হাজারো মিম। ব্যক্তিগত জীবনে উথাল পাথাল ঝড়। সম্পর্কে ভাঙন। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সবকিছুর জবাব দেওয়া নিজের পারফরম্য়ান্সের মাধ্যমে। এবার বাংলাদেশের বিরুদ্ধে টি-টােয়েন্টি সিরিজে ব্যাটে-বলে বাজিমাত করে সিরিজ সেরার পুরস্কার। হার্দিক পাণ্ড্য ম্য়াচের পর সবকিছুর জন্যই ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছেন। আগের থেকে এই হার্দিক যে অনেক পরিণত তা বারবার বুঝিয়ে দিচ্ছিলেন নিজের বক্তব্যের মধ্যে দিয়েই। 


সিরিজ সেরার পুরস্কার হাতে নিয়ে অধিনায়ক সূর্যকুমার যাদব ও কোচ গৌতম গম্ভীরের প্রতি কৃতজ্ঞতা জানালেন বঢোদরার অলরাউন্ডার। হার্দিক বলেন, ''আমি অধিনায়ক ও কোচকে ধন্যবাদ জানাতে চাই। ওঁরা যে স্বাধীনতা দিয়েছে। তাতেই সাফল্য এসেছে। গোটা দলে হিসেবে আমরা ভাল পারফর্ম করেছি। আমি খেলাটা সবসময় উপভোগ করি। মাঠে নেমে সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। নিজেকে উজার করে দিতে চেয়েছি। ড্রেসিংরুমের পরিবেশ যদি ভাল হয়, তবে পারফরম্য়ান্সেও তার প্রভাব পড়ে। এমন পরিবেশে নিজের আরও বেশি করে ভাল পারফর্ম করার মনোবল বেড়ে যায়।''


নিজের পারফরম্য়ান্সের প্রসঙ্গে হার্দিক বলেন, ''আমার শরীর এখন আগের থেকে অনেক বেশি ফিট। অনেক বেশি তরতাজা। ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছি। মানসিক ভাবেও ঠিক জায়গায় রয়েছি। সব মিলিয়ে বেশ উপভোগ করছি।''


 






ম্য়াচে দলের সাফল্যের পর ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব গোটা দলকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। আর অধিনায়ক সূর্য তো উচ্ছ্বসিত। তিনি বলেন, 'আমার মনে হয় দল হিসেবে আমরা দুর্দান্ত পারফর্ম করতে পেরেছি। আমি সিরিজ শুরুর আগেই বলেছিলাম যে আমি একটা ব্য়ক্তিস্বার্থহীন দল চাই। যেখানে সবসময় নিজের স্বার্থের আগে দলের কথা ভাবা হবে। আমরা সবসময় একে অপরের সাফল্য উপভোগ করেছি। মাঠের ভেতর হোক বা মাঠের বাইরে সবাই সবার পাশে থাকার চেষ্টা করেছি।'


কোচ গৌতম গম্ভীর? তিনি কোনওদিনই বাড়তি উচ্ছ্বাস প্রকাশ করেন না। দলের দুরন্ত জয়ের পর নিজের সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের কোচ লেখেন, 'আ ট্যুর দে ফোর্স।'