হায়দরাবাদ: ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজে বৃষ্টি তাল কেটেছিল দ্বিতীয় টেস্টে। মাত্র ২ দিন খেলা সম্ভব হয়েছিল। যদিও তাতেই বাংলাদেশকে দ্বিতীয় ম্য়াচেও হারিয়ে সিরিজে পকেটে পুরে নিয়েছিল ভারত। টি-টােয়েন্টি সিরিজে এখনও পর্যন্ত প্রথম দুটো ম্য়াচে বৃষ্টি বাধা আসেনি। কিন্তু আজ শনিবার সিরিজের তৃতীয় ম্য়াচে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে। ম্য়াচের আগে সেখানকার আবহাওয়ার পূর্বাভাস থেকে শুরু করে পিচের প্রকৃতি কেমন, তা একবার জেনে নেওয়া যাক -


শনিবার ম্য়াচের সময় হায়দরাবাদে ৮০ শতাংশ বৃষ্টির পূর্বাভাষ রয়েছে। এমনকী পিচ নির্মাতাদের মতে এখানে যে অধিনায়কই টস জিতবেন, তাঁর চোখ বন্ধ করে আগে ফিল্ডিং নেওয়া উচিত। আইপিএলের সময় এমটা দেখা গিয়েছে যে আগে যে দল ব্যাটিং করেছে তারা বিশাল রান বোর্ডে তুলতে পেরেছিল। কিন্তু শনিবারের আবহাওয়ার যা পূর্বাভাস তাতে পরে ব্যাটিং করাটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করছেন পিচ নির্মাতারা। সকাল থেকেই হায়দরাবাদের আকাশ মেঘাচ্ছন্ন। 


 






আগে বোলিং নিতে হলে এমনও হতে পারে যে তিন পেসারকেই খেলাতে পারে ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট। সেক্ষেত্র অর্শদীপ সিংহের সঙ্গে ময়ঙ্ক যাদব তো থাকছেনই, সুযোগ পেতে পারেন প্রথমবার কেকেআরের হর্ষিত রানাও। 


ভারত-বাংলাদেশ তৃতীয় টি-টোয়েন্টি ম্য়াচের পর ফের ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ফর্ম্য়াট ভারত খেলবে আগামী বছর। তার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের টেস্ট সিরিজ ও অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাওস্কর ট্রফি খেলতে যাবে রোহিত শর্মার দল। চলতি বছরের শেষ টি-টোয়েন্টি ম্য়াচটি জিততে মরিয়া থাকবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন তরুণ ভারতীয় দল


এদিকে বাংলাদেশের হয়ে শেষবার টি-টোয়েন্টি ম্য়াচ খেলতে নামবেন মাহমুদুল্লাহ রিয়াদ। চলতি সিরিজের মাঝেই ৩৮ বছরের অভিজ্ঞ এই ব্যাটার জানিয়েছিলেন এই সিরিজের পর আর কোনও টি-টোয়েন্টি ম্য়াচে দেশের জার্সিতে খেলতে নামবেন না। নিজে ব্যাট হাতেও খুব একটা আহামরি পারফরম্য়ান্স মাহমুদুল্লাহ করতে পারেননি চলতি সিরিজে। আজ শেষ ম্য়াচে ভাল পারফর্ম করে তা স্মরণীয় করে রাখতে পারেন কি না অভিজ্ঞ এই ব্য়াটার, তা দেখার।