হায়দরাবাদ: টেস্ট সিরিজের পর বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও ঝুলিতে পুরে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। প্রথম দুটো টি-টোয়েন্টিতেই সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে একপেশে লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। দিল্লিতে দ্বিতীয় ম্য়াচে পাওয়ার প্লে-তে ৩ উইকেট খোয়ালেও বাংলাদেশের বিরুদ্ধে কুড়ির ফর্ম্য়াটের ইতিহাসে সর্বাধিক রান বোর্ডে তুলেছিল টিম ইন্ডিয়া। নীতিশ ও রিঙ্কুর ১০৮ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। যা ভারতীয় দলের বোর্ডে ২২২ রান তুলতে সাহায্য করেছিল। নিজের দ্বিতীয় টি -টোয়েন্টিতে ৩৪ বলে ৭৪ রানের ইনিংস খেলে ও ২ উইকেট নিয়ে ম্য়াচের সেরা হয়েছিলেন নীতিশ রেড্ডি। আজ তৃতীয় ম্য়াচে কখন কোথায় দেখবেন ভারত-বাংলাদেশ দ্বৈরথ?


কারা মুখোমুখি হবে?


টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্য়াচে মুখোমুখি হবে ভারত বনাম বাংলাদেশ


কোথায় ম্যাচ?


ম্য়াচটি হবে হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে


কখন শুরু?


ম্যাচ শুরু হবে শনিবার ১২ অক্টোবর, সন্ধে ৭ থেকে


কোথায় দেখবেন ম্যাচ?


ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্য়াচটি স্পোর্টস 18 নেটওয়ার্কে দেখতে পাওয়া যাবে টিভিতে


অনলাইনে কীভাবে দেখবেন ম্য়াচ?


টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও সিনেমায় দেখা যাবে এই খেলাটি


প্রথম দুটো ম্য়াচে জেতা ও সিরিজ জেতার পর তৃতীয় টি-টোয়েন্টিতে হয়ত কিছু বদল হতে পারে ভারতীয় একাদশে। প্রথম দুটো ম্য়াচে খেলেছিলেন ময়ঙ্ক ও বরুণ চক্রবর্তী। সিরিজে রিজার্ভে রয়েছেন রবি বিষ্ণোই। তিনি হয়ত এই ম্য়াচে খেলতে পারেন। অন্যদিকে ময়ঙ্ক অভিষেকে দারুণ পারফর্ম করেছিলেন। এবার হয়ত তাঁকে বিশ্রাম দিয়ে শেষ টি-টোয়েন্টিতে হর্ষিত রানাকে খেলানো হতে পারে। আরও একটি বদল হতে পারে ভারতীয় একাদশে। পরপর দুটো ম্য়াচেই ব্যর্থ হওয়া সঞ্জু স্যামসনকে হয়ত বসানো হতে পারে। তাঁর বদলে খেলানো হতে পারে জিতেশ শর্মাকে। 


এদিকে বাংলাদেশের হয়ে শেষবার টি-টোয়েন্টি ম্য়াচ খেলতে নামবেন মাহমুদুল্লাহ রিয়াদ। চলতি সিরিজের মাঝেই ৩৮ বছরের অভিজ্ঞ এই ব্যাটার জানিয়েছিলেন এই সিরিজের পর আর কোনও টি-টোয়েন্টি ম্য়াচে দেশের জার্সিতে খেলতে নামবেন না। নিজে ব্যাট হাতেও খুব একটা আহামরি পারফরম্য়ান্স মাহমুদুল্লাহ করতে পারেননি চলতি সিরিজে। আজকের শেষ ম্য়াচে তাই মাহমুদুল্লাহ চাইবেন ভাল পারফর্ম করতে। বাংলাদেশ শিবিরও চাইবে শেষ ম্য়াচে জয় ছিনিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের ফেয়ারওয়েলকে স্মরণীয় করে রাখতে।