India vs Bangladesh: একমাত্র প্রস্তুতি ম্যাচে পন্থ, হার্দিকের ব্যাটিং এবং অলরাউন্ড বোলিংয়ে বাংলাদেশকে হারাল ভারত
T20 World Cup 2024 Ind vs Ban: নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে মুখোমুখি ভারত ও বাংলাদেশ।
নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটের বিনিময়ে ১২২ রানেই থেমে গেল বাংলাদেশের লড়াই। ৬০ রানের বিরাট ব্যবধানে জয় পেল ভারতীয় দল।
পরপর দুই ওভারে দুই সাফল্য পেল ভারত। হৃদয়কে ১৩ রানে ফেরালেন অক্ষর পটেল। হার্দিকের বলে ১৭ রানে আউট হন তানজ়িদ হাসান। অর্ধশতরানের আগেই আধা বাংলাদেশ দল সাজঘরে ফিরে গেল। ইনিংসের মাঝপথে ১০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪৬/৫।
পাওয়ার প্লের ছয় ওভারে ভারতীয় বোলারদের দাপটে কোণঠাসা বাংলাদেশ। বাংলা টাইগাররা তিন উইকেটের বিনিময়ে মাত্র ২৭ রান তুলল।
আগের বলেই হাত ফস্কে বল উড়ে গিয়েছিল মহম্মদ সিরাজের হাত থেকে। ঠিক পরের বলেই বাংলাদেশ অধিনায়ককে ফেরালেন তিনি। সিরাজের গতিতে পরাস্ত হলেন নাজমুল হোসেন শান্ত। ১০ রানেই তিন উইকেট হারিয়ে ফেলল বাংলাদেশ।
ইনিংসের শুরুতেই অর্শদীপ সিংহের আগুনে বোলিং। দুই উইকেট পেলেন বাঁ-হাতি ফাস্ট বোলার। এক রানে ফেরালেন তানজ়িদ হাসানকে। লিটন দাসকেও ছয় রানে বোল্ড করেন তিনি। তিন ওভার শেষে বাাংলাদেশের স্কোর ৯/২।
২০ ওভার শেষে ১৮২ রানে ইনিংস শেষ করল ভারতীয় দল। ইনিংসের শেষ ওভারে উঠল মাত্র সাত রান। ২৩ বলে ৪০ রানে অপরাজিত রইলেন হার্দিক পাণ্ড্য।
ভারতকে শেষ দুই ওভারে রানের গতি বাড়াতে দেয়নি বাংলাদেশ। ১৮ ও ১৯ নম্বর ওভারে যথাক্রমে ছয় ও ১০ রান উঠল। ১৯ ওভার শেষে ভারতের স্কোর ১৭৫/৫।
জাতীয় দলের জার্সি গায়ে চাপেই ছন্দে পন্থ। ৩২ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন তিনি। তবে চার মেরে হাফসেঞ্চুরি পূরণ করেই রিটায়ার আউট হলেন পন্থ। ১২তম ওভারে দুই উইকেট হারিয়ে শতরানের গণ্ডিও পার করে ফেলল ভারত। ১২ ওভার শেষে ভারতের স্কোর ১০৬/৩।
পাওয়ার প্লের শেষ ওভারে উঠল ২২ রান। শাকিব আল হাসানকে তিন ছক্কা হাঁকালেন তিনি। তবে ঠিক পরের ওভারেই মাহমুদুল্লার বিরুদ্ধে বড় শট মারতে গিয়ে ২৩ রানে সাজঘরে ফিরতে হল ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে। ৫৯ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারতীয় দল।
ওপেনিংয়ে নেমে নজর কাড়তে পারলেন না সঞ্জু স্যামসন। মাত্র এক রানে তাঁকে সাজঘরে ফেরত পাঠালেন শরিফুল ইসলাম। ১১ রানে প্রথম উইকেট হারাল টিম ইন্ডিয়া। ক্রিজে নতুন ব্যাটার ঋষভ পন্থ।
শুরুতেই চমক। রোহিতের সঙ্গে ওপেন করতে যশস্বী জয়সওয়াল নয়, বরং ব্যাটে নামলেন সঞ্জু স্যামসন। ১ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে পাঁচ রান।
আশঙ্কা ছিলই। সেই আশঙ্কাই সত্যি হল। বিরাট কোহলি ভারতের একমাত্র অনুশীলন ম্যাচে খেলতে নামছেন না। টসের সময় জানিয়ে দিলেন ভারতীয় অধিনায়ক রোহিত।
বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে টস জিতলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।
বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (IND vs BAN) একমাত্র অনুশীলন ম্য়াচ তো বটেই, নাসাউ স্টেডিয়ামেই বসবে ভারত বনাম পাকিস্তান, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মেগা ডুয়েলের আসর। তাই এই মাঠ এবং মাঠের পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে তৎপর রোহিত। প্রস্তুতি ম্যাচে সেই লক্ষ্যেই মাঠে নামবে টিম ইন্ডিয়া। তিনি বলেন, 'এর আগে তো আমরা এখানে কোনদিন খেলেনি, তাই সবার আগে পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ারই চেষ্টা করছি। ৫ জুন আমাদের প্রথম ম্যাচের সময় পরিবেশ, পরিস্থিতি কেমন হতে পারে, সেটা বোঝার চেষ্টা করব। বিষয়টা এই মাঠের পিচ, পরিবেশ, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ছন্দ খুঁজে পাওয়াটা জরুরি।'
সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশ তারকা শাকিব আল হাসান নেতা রোহিত তো বটেই, ব্যাটার রোহিতের প্রতিও নিজের মুগ্ধতা ব্যক্ত করে বলেন, 'শেষ কয়েক বছরে ও যেভাবে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছে, তা প্রশংসনীয়। অধিনায়ক হিসাবে ওর রেকর্ড দুরন্ত। আমার মনে হয় দলের সকলেই নেতা রোহিতকে কিন্তু অত্যন্ত শ্রদ্ধা করে। পাশাপাশি ওর নিজের একার দক্ষতায় বিপক্ষের হাত থেকে জয় নিয়ে নিতে পারে, ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।'
প্রেক্ষাপট
নিউ ইয়র্ক: ম্যাচ মাত্র একটি। প্রশ্ন অনেক। কে হবেন ওপেনার হিসাবে রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গী? ডেথ ওভারে বোলিং করবেন কে? মহম্মদ শামির অনুপস্থিতিতে দ্বিতীয় প্রধান জোরে বোলার কে? স্পিন বিভাগে কাকে কাকে দেখা যাবে?
টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ডঙ্কা বেজে গিয়েছে। ২ জুন শুরু হচ্ছে টুর্নামেন্ট। ৫ জুন আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ভারতের অভিযান। আর সেই টুর্নামেন্টের আগে একটি মাত্র প্রস্তুতি ম্যাচ পাচ্ছে ভারত। ১ জুন, শনিবার, বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলবেন রোহিত শর্মারা। যে ম্যাচ থেকে একাধিক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
আইপিএলে বেশ কয়েক মরশুম ধরেই ইনিংস ওপেন করছেন বিরাট কোহলি। দুর্দান্ত সাফল্যও পাচ্ছেন। এবারও তিনি আইপিএলে অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিয়েছেন। তারপর থেকেই রোহিত শর্মার সঙ্গে কোহলির ইনিংস ওপেন করার সম্ভাবনা মাথাচাড়া দিচ্ছে। তবে প্রস্তুতি ম্যাচে সম্ভবত খেলতে পারবেন না কোহলি। যেহেতু তিনি পরে দেশ থেকে মার্কিন মুলুকের দিকে রওনা হয়েছেন। প্রস্তুতি ম্যাচে সম্ভবত ইনিংস ওপেন করবেন যশস্বী জয়সওয়াল। তিনি মুখিয়ে থাকবেন ভাল কিছু করে প্রথম একাদশে ঢোকার দাবি জানিয়ে রাখতে। একইভাবে অর্শদীপ সিংহ, মহম্মদ সিরাজরা চাইবেন বল হাতে প্রমাণ করতে। যাতে প্রথম ম্যাচে যশপ্রীত বুমরার সঙ্গী হিসাবে নিজের জায়গা পাকা করে নেওয়া যায়।
বিরাট হয়তো প্র্যাক্টিস ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন। তবে তিনি বিশ্রাম নিলে ১৫ সদস্যের দলে ওয়ার্ম আপ ম্য়াচের জন্য ১৪ ক্রিকেটারকে পাওয়া যাবে। যেহেতু এই ম্যাচ আইসিসি-র তকমা পাওয়া আন্তর্জাতিক ম্যাচ নয়, তাি ঘুরিয়ে ফিরিয়ে ১৪ জনকেই খেলানো যাবে।
অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়কে ঠিক করতে হবে, শিবম দুবে, নাকি যশস্বী, কাকে খেলানো হবে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে। রোহিত ও কোহলি ওপেন করলে সুযোগ বেশি শিবমের। যিনি মিডিয়াম পেস বলও করতে পারেন।
বাংলাদেশের বিরুদ্ধে যে পিচে খেলা হবে, তা অপেক্ষাকৃত মন্থর। বাংলাদেশের স্পিনারদের বিরুদ্ধে পরীক্ষা ভারতীয় ব্যাটিংয়ের। শেষ হাসি হাসবে কোন দল?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -