ম্যাঞ্চেস্টার: অধিনায়ক হিসেবে চলতি টেস্ট সিরিজে এজবাস্টনে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছিলেন শুভমন গিল। নিজে ব্যাট হাতেও ছন্দে রয়েছেন ডানহাতি ব্য়াটার। এবার ম্য়াঞ্চেস্টারে নতুন মাইলস্টোন ছোঁয়ার হাতছানি রয়েছে পঞ্জাব তনয়ের সামনে। আন্তর্জাতিক ক্রিকেটে ৬ হাজার রান পূরণ করার হাতছানি রয়েছে গিলের সামনে।
চলতি সিরিজে প্রথম দুটো টেস্টেই বড় রান করেছিলেন গিল। এজবাস্টনে দুটো ইনিংসে করেছিলেন যথাক্রমে ২৬৯ ও ১৬১ রান। কিন্তু লর্ডসে ব্যর্থ হয়েছিলেন তিনি। এখনও পর্যন্ত ৬ ইনিংসে মোট ৬০৭ রান করেছেন। ১০১.০৬ গড়ে ব্যাটিং করেছিলেন। ঋষভ পন্থ ৪৩৫ রান করেছিলেন। জেমি স্মিথ ৪১৫ রান করেছেন এখনও পর্যন্ত এই টেস্ট সিরিজে।
নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে শুভমন এখনও পর্যন্ত ৫৮৫৩ রান করেছেন। ৪৬.৪৫ গড়ে ব্যাটিং করেছেন তিনি। মোট ১৭টি সেঞ্চুরি ও ২৫টি অর্ধশতরান হাঁকিয়েছেন। ৬ হাজার রান পূরণ করার থেকে এখনও ১০৭ রান দূরে রয়েছেন গিল। যা ওল্ড ট্র্যাফোর্ডে একটা বড় সেঞ্চুরিই সেই মাইলস্টোন ছোঁযার রাস্তা সহজ করে দিতে পারে।
এখনও পর্যন্ত ৩৫টেস্টে খেলতে নেমে ২৫০০ রান করেছেন। ৪১.৬৬ গড়ে ব্যাটিং করেছেন ভারত অধিনায়ক। টেস্টে আটটি সেঞ্চুরি রয়েছে তাঁর নামের পাশে। এছাড়া সাতটি অর্ধশতরান করেছেন। টেস্টে গিলের ব্যক্তিগত সর্বোচ্চ রান ২৬৯।
ওয়ান ডে ফর্ম্য়াটে ৫৫ ম্য়াচে খেলতে নেমে ২৭৭৫ রান করেছেন গিল। ৫৯.০৪ গড়ে ব্যাটিং করেছেন। আটটি সেঞ্চুরি ও ১৫টি অর্ধশতরান হাঁকিয়েছেন গিল। ওয়ান ডে ফর্ম্য়াটে গিলের ব্য়ক্তিগত সর্বোচ্চ রান ২০৮। এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ২১টি ম্যাচে ৫৭৮ রান করেছেন। ৩০.৪২ গড়ে ব্যাটিং করেছেন। একটি সেঞ্চুরি ও তিনটি অর্ধশতরান হাঁকিয়েছেন।
ম্যাচে তিন ম্যাচে ফলাফল যাই হোক না কেন, হাড্ডাহাড্ডি লড়াইয়ে দর্শকদের ভরপুর মনোরঞ্জন হয়েছে। এবার ম্যাঞ্চেস্টারে তৈরি হচ্ছে আরেকটি মেগা দ্বৈরথের মঞ্চ। ভারতীয় ক্রিকেট দলের একাদশ এখনও ঘোষণা করা না হলেও ম্যাচের আগে ইংল্যান্ড একাদশ ঘোষণা করে দিয়েছে। দলে বহু বছর পর ফিরছেন লিয়াম ডসন। প্রাথমিকভাবে ব্যাটার হিসাবে কেরিয়ার শুরু করা ডসনই ইংল্যান্ডের একমাত্র স্পিনার। তাঁর আগমনে যে ইংল্যান্ডের ব্যাটিংটা আরও মজবুত হচ্ছে, তা বলাই বাহুল্য। অপরদিকে, জোফ্রা আর্চার নিজের কামব্যাক ম্যাচেই দুরন্ত পারফর্ম করেছেন। জো রুটও গত ম্যাচে শতরান হাঁকিয়ে ফর্মে ফিরেছেন। সব মিলিয়ে ইংল্যান্ড দল বেশ ভাল জায়গায়ই আছে বলে ধরাই যায়।