IND vs ENG 1st Test Live: পোপের অপরাজিত শতরান, তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ৩১৬/৬ বোর্ডে তুলল ভারত

IND vs ENG Day 3 Live: প্রথম টেস্টের তৃতীয় দিনের ভারতের ৪২১/৭ থেকে নিজেদের ব্যাটিং শুরু করবে। দিনের শুরুতে টিম ইন্ডিয়া এগিয়ে ১৭৫ রানে।

ABP Ananda Last Updated: 27 Jan 2024 06:45 PM
IND vs ENG Live: অপরাজিত ওলি পোপ

দ্বিতীয় ইনিংসে ১২৬ রানের লিড নিল ইংল্য়ান্ড। ১৪৮ রান করে অপরাজিত ওলি পোপ। 

IND vs ENG Live Updates: চা পানের বিরতি

দ্বিতীয় সেশনে ৮৩ রানের বিনিময়ে চার উইকেট হারাল ইংল্যান্ড। চা পানের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ১৭২/৫। বর্তমানে অলি পোপ ৬৭ ও বেন ফোকস দুই রানে অপরাজিত ছিল।

IND vs ENG Live: স্বপ্নের বলে স্টোকস আউট

স্বপ্নের বলে স্টোকসের অফস্টাম্প উড়িয়ে দিলেন আর অশ্বিন। মাত্র ছয় রানেই ফিরতে হল ইংল্যান্ডের অধিনায়ককে। ১৬৩ রানে পঞ্চম উইকেট হারাল ইংল্যান্ড।

IND vs ENG Live Updates: বেয়ারস্টো আউট

প্রথম ইনিংসে তাঁর উইকেট ছিটকে দিয়েছিলেন অক্ষর। দ্বিতীয় ইনিংসে জনি বেয়ারস্টোকে বোল্ড করলেন রবীন্দ্র জাডেজা। ১৪০ রানে চতুর্থ উইকেট হারাল ইংল্যান্ড। তবে অলি পোপ ভাল ছন্দে রয়েছেন। তিনি নিজের অর্ধশতরান পূরণ করে ফেলেছেন। ২৯ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১৪৯/৪।

IND vs ENG Live: ছন্দে বুমরা

ডাকেটের পর ফের এক সাফল্য বুমরার। বল হাতে চার উইকেট নিলেও, ম্যাচে দ্বিতীয়বার ব্যাট হাতে বড় ইনিংস গড়তে ব্যর্থ জো রুট। ছয় রানে ফিরলেন তিনি। বর্তমানে ২৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১২৫/৩। পোপ আপাতত ৩৭ রানে ব্যাট করছেন, বেয়ারস্টো খেলছেন চার রানে

IND vs ENG Live Updates: বুমরার বদলা

বুমরার গত ওভারে ভাগ্যের জোরে রক্ষা পান ডাকেট। তবে এবার রক্ষা পেলেন না তিনি। ডাকেটের অফ স্টাম্প ভেঙে দিলেন বুমরা। ৪৭ রানে ফিরতে হল ইংল্যান্ড ওপেনারকে। ১১৩ রানে দ্বিতীয় উইকেট হারাল ইংল্যান্ড।

IND vs ENG Live: সুযোগ নষ্ট

বেন ডাকেটের বিরুদ্ধে এলবিডব্লুর জোরাল আপিল উঠে বুমরার বলে। আম্পায়ার তাঁকে নট আউট দেন। ভারতও ডিআরএস নেয়নি। তবে রিপ্লে স্পষ্ট দেখা যায় বল লেগ স্টাম্পে লাগছে। অর্থাৎ ডিআরএস নিলে সেট ডাকেটকে সাজঘরে ফিরতে হত। বড় সুযোগ হাতছাড়া করল ভারত। ইংল্যান্ডের হয়ে ডাকেট ৩৯ রান এবং অলি পোপ ২৩ রানে অপরাজিত রয়েছেন। ইংল্যান্ডের স্কোর ৯৭/১। 

IND vs ENG Live Updates: মধ্যাহ্নভোজের বিরতি

তৃতীয় দিনের প্রথম সেশনটা ইংল্যান্ডের দখলেই গেল। ভারতকে মাত্র ১৫ রানে গুটিয়ে দিয়ে। সেশনশেষে ইংল্যান্ড এক উইকেটের বিনিময়ে ৮৯ রান তুলল। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারত আপাতত ১০১ রানে এগিয়ে।

IND vs ENG Live: প্রথম সাফল্য

দুরন্ত ছন্দে ব্যাটিং করা জ্যাক ক্রাউলিকে ফিরিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন আর অশ্বিন। ৩১ রানে ক্রাউলিকে ফেরালেন তারকা অফস্পিনার। ৪৪ রানে ভাঙল ইংল্যান্ডের ওপেনিং পার্টনারশিপ। ১০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৪৯/১।   

IND vs ENG Live Updates: অল আউট

সাম্প্রতিক সময়ে ভারতের লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতা বেশ কয়েকবার চোখে পড়েছে। এদিনও তেমনটাই হল। শূন্য রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে ৪৩৬ রানেই শেষ হয়ে গেল ভারতের ইনিংস। ৮৭ রান করলেন জাডেজা, অক্ষরের সংগ্রহ ৪৪। ১৯০ রানে এগিয়ে ভারত।  

IND vs ENG Live: মন্থর শুরু

দিনের শুরুটা বেশ দেখেশুনে মন্থর গতিতেই করেছে ভারতীয় দল। এখনও পর্যন্ত ছয় ওভারে মাত্র ছয় রান তুলেছে টিম ইন্ডিয়া। 

IND vs ENG Live Updates: ১৭৫ রানে এগিয়ে ভারত

তৃতীয় দিনের শুরুতে প্রথম ইনিংসে ইংল্যান্ডের থেকে ১৭৫ রানে এগিয়ে রয়েছে ভারত। রবীন্দ্র জাডেজা ৮১ ও অক্ষর পটেল ৩৫ রানে ক্রিজে উপস্থিত রয়েছেন। ভারতের স্কোর ৪২১/৭। 

প্রেক্ষাপট

হায়দরাবাদ: নিজামের শহর কি এক ডাকাবুকো রাজপুতের কব্জায় চলে গেল! যিনি ঘোড়া ছোটান। ফার্ম হাউসে রয়েছে অশ্বশালা। তলোয়ারবাজি করেন। এবং একটু আধটু ক্রিকেটও খেলেন।


তিনি, রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। হায়দরাবাদে বল হাতে প্রথম ইনিংসে নিয়েছিলেন তিন উইকেট। যার মধ্যে ছিল ইংল্যান্ডের সেরা ব্যাটার জো রুটের (Joe Root) উইকেটও। ব্যাট হাতেও সমান দাপট রাজপুত জাডেজার। সৌরাষ্ট্রের ক্রিকেটার ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষে ৮১ রানে অপরাজিত। প্রথম ইনিংসে ভারত তুলেছে ৪২১/৭। জাডেজার সঙ্গে ক্রিজে রয়েছেন অক্ষর পটেল। ৩৫ রানে অপরাজিত তিনি। ইংল্যান্ডের প্রথম ইনিংসের স্কোরের চেয়ে এখনই ১৭৫ রানে এগিয়ে গিয়েছে ভারত। চালকের আসনে টিম ইন্ডিয়াই। সব কিছু ঠিকঠাক চললে এই ম্যাচ বাঁচানোই এখন ইংল্যান্ড শিবিরের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.