India vs England Test Live: বুমরার বোলিং দৌরাত্ম্যের পর ব্যাট হাতে ছন্দে রাহুল, তৃতীয় দিনশেষে ভারতের স্কোর ৯০/২

India vs England Live: দ্বিতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডের স্কোর তিন উইকেটের বিনিময়ে ২০৯ রান। ভারতের থেকে আপাতত ২৬২ রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড।

ABP Ananda Last Updated: 22 Jun 2025 10:49 PM

প্রেক্ষাপট

লিডস: মসিরিজ শুরুর অনেক আগে থেকেই বলা হচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পাঁচ টেস্টের সবকটিতে খেলতে পারবেন না যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তিন বা চারটি টেস্টে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে তাঁকে।তবে...More

IND vs ENG Test Live Updates: খেলা শেষ

বৃষ্টির জন্য বাড়তি আধ ঘণ্টা খেলা সম্ভব হল না। থামল ম্যাচ। দিনশেষে ভারতের স্কোর দুই উইকেটে ৯০ রান। রাহুল ৪৭ ও গিল
ছয় রানে ক্রিজে রয়েছেন। দ্বিতীয় ইনিংসে আপাতত ৯৬ রানে এগিয়ে ভারত।