লিডস: ভারতের টেস্ট দলের (India vs England) অধিনায়ক হিসাবে অভিষেকের মঞ্চেই কঠিন পরীক্ষা অধিনায়ক শুভমন গিলের (Shubman Gill)। কারণ, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই টস হারলেন গিল। টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠালেন বেন স্টোকস (Ben Stokes)। ইংরেজ অধিনায়ক যে পেস অস্ত্রের সামনে ভারতীয় ব্যাটিংয়ের পরীক্ষা নিতে চান, বলা বাহুল্য।

প্রথম টেস্টের দল নির্বাচনে সাহসী সিদ্ধান্ত নিল ভারত। কারণ, চার পেসারে দল সাজানো হল। যাঁদের মধ্যে তিনজন বিশেষজ্ঞ ফাস্টবোলার - যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ। সঙ্গে একজন পেসার অলরাউন্ডার - শার্দুল ঠাকুর। মুম্বইয়ের জোরে বোলারের ব্যাটের হাতও ভাল। ব্যাটিং অর্ডারের নীচের দিকে ব্যাট হাতে কার্যকরী ভূমিকা নিতে পারেন। স্পিনার অলরাউন্ডার হিসাবে খেলানো হচ্ছে রবীন্দ্র জাডেজাকে।

চমক রয়েছে ভারতের ব্যাটিং অর্ডারে। কারণ, অভিষেক হচ্ছে সাই সুদর্শনের। ঘরোয়া ক্রিকেটে ও আইপিএলে ভাল পারফরম্যান্সের পুরস্কার পেলেন তামিলনাড়ুর তরুণ। ব্যাটিং অর্ডারের তিন নম্বর যে জায়গা নিয়ে আলোচনা হচ্ছিল, যেখানে কাকে খেলানো হবে তা সাফ বোঝা যাচ্ছিল না, সেই জায়গাতেই সুদর্শনকে খেলানোর সিদ্ধান্ত নিল টিম ম্যানেজমেন্ট। প্রথম শ্রেণির ক্রিকেটে সুদর্শনের ব্যাটিং গড় ৩৯.৯৩। পরিসংখ্যান বলছে, প্রথম শ্রেণির ক্রিকেটে চল্লিশের নীচে গড় থাকা কোনও ক্রিকেটারকে শেষবার ভারতের জার্সিতে অভিষেক ঘটাতে দেখা গিয়েছিল ১৯৮৭-৮৮ মরশুমে। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সেবার অভিষেক হয়েছিল তামিলনাড়ুরই ডব্লিউ ভি রামনের। ৩৭ বছর পর ফের সেই ঘটনার সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা।

 

করুণ নায়ার খেলবেন ৬ নম্বরে। ২০১৭ সালে শেষ ভারতের হয়ে খেলেছেন। আট বছর পর দলে ফিরলেন। মাঝের এই আট বছরে ৭৭টি টেস্ট ম্যাচ খেলে ফেলেছে ভারত।

প্রত্যাশামতোই ইনিংস ওপেন করছেন রাহুল ও যশস্বী। চারে খেলবেন শুভমন।

ভারতের প্রথম একাদশ - কে এল রাহুল, যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), করুণ নায়ার, রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ।

ইংল্যান্ডের প্রথম একাদশ - জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোশ টাং এবং শোয়েব বশির।