India vs England Test Live: ষষ্ঠ উইকেটে ৯৯ রানের লড়াকু পার্টনারশিপ, সেঞ্চুরি হাঁকালেন গিল, ৩১০/৫ দিনশেষ করল ভারত

India vs England 2nd Test: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের সিরিজ়ে আপাতত ০-১ পিছিয়ে থেকেই এজবাস্টনে মাঠে নামছে ভারতীয় দল।

ABP Ananda Last Updated: 02 Jul 2025 11:10 PM

প্রেক্ষাপট

বার্মিংহাম: নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে নতুন অধ্যায়, নতুন যুগের আগমন। ভারতীয় টেস্ট ক্রিকেটে শুভমন গিলজমানা শুরুটা কেমনভাবে হয়, তা দেখার অপেক্ষায় ছিলেন সকল ভারতীয় ক্রিকেটপ্রেমী। শুরুটা মন্দ হয়না, পাঁচ পাঁচটি...More

India vs England Test Live: টানটান দিনের খেলা শেষ

দুই উইকেট হারালেও, দিনের শেষ সেশনে উঠল ১২৮ রান। শুভমন গিল ও রবীন্দ্র জাডেজা ৯৯ রানের লড়াকু এক পার্টনারশিপে ভারতীয় দলকে চাপের মুখ থেকে রক্ষা করলেন। দিনশেষে ভারতের স্কোর ৩১০/৫।