India vs England LIVE: ১৪২ রানে দুরমুশ ইংল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টগবগ করছে ভারত
ভারত বনাম ইংল্যান্ড LIVE updates: তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল ভারত। আমদাবাদেও ১৪২ রানে হারাল ইংল্যান্ডকে।
ভারতের ৩৫৬ রানের জবাবে ২১৪ রানে অল আউট ইংল্যান্ড। ১৪২ রানে ম্যাচ জিতে ৩-০ ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতে নিল ভারত।
হর্ষিতের বলে বোল্ড হ্যারি ব্রুক (১৯)। ৯ রানে আউট লিভিংস্টোন। হার্দিক ফেরালেন আদিল রশিদকে। ৩১ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ১৭৯/৮।
অক্ষরের বলে আউট জো রুট। জস বাটলারকে ফেরালেন হর্ষিত। ২৫ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ১৫৪/৫।
টম ব্যান্টনকে (৩৮) ফেরালেন কুলদীপ। ২০ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ১৩৩/৩।
ফের অর্শদীপের ধাক্কা। ২৩ রান করে ফিরলেন সল্ট। স্লো বাউন্সারের শিকার। ইংল্যান্ডের স্কোর ৯ ওভারে ৮৪/২।
২২ বলে ৩৪ রান করে ফিরলেন ডাকেট। ঘাতক অর্শদীপ সিংহ। ৭ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৬১/১।
ইনিংসের শেষ ওভারে পড়ল দুই উইকেট। শেষ বলে ৩৫৬ রানে অল আউট হল ভারতীয় দল। শেষ ১০ ওভারে ৮১ রান তুলেছে টিম ইন্ডিয়া। ম্যাচ জিততে ইংল্যান্ডের সামনে এই মাঠে রেকর্ড রানের লক্ষ্য।
ভাল ছন্দে দেখাচ্ছিল কেএল রাহুলকে। তবে শাকিব মামুদের নিখুঁত ইয়র্কারে সাজঘরে ফিরতে হল তাঁকে। ২৯ বলে ৪০ রানে এলবিডব্লুতে সাজঘরে ফিরতে হল তাঁকে। ৪৭ ওভার শেষে ভারতের স্কোর ৩৩৪/৭।
৪৩ তম ওভারে পাঁচ উইকেট হারিয়ে তিনশো রানের গণ্ডি পার করল ভারতীয় দল। বর্তমানে ক্রিজে অক্ষর ও রাহুল ব্যাট করছেন। ৪০০ রানের গণ্ডি পার করতে পারবে ভারত?
এক অনবদ্য স্পেল শেষ হল। ম্যাচে নিজের শেষ বলেও উইকেট পেলেন আদিল রশিদ। পরপর দুই ছক্কা হজম করার পর হার্দিককে ১৭ বলে বোল্ড করেন আদিল রশিদ।
দুরন্ত ছন্দ খেলছিলেন, তবে লেগ সাইডের বলে খোঁচা দিয়ে ৬৪ বলে ৭৮ রান করে আউট হলেন শ্রেয়স। তৃতীয় সাফল্য পেলেন আদিল রশিদ।
সেঞ্চুরি করার পর আর বেশিদূর এগোতে পারলেন না শুভমন। আদিল রশিদের বলে ১১২ রানে আউট হলেন তিনি। ৪৩ বলে হাফসেঞ্চুরি পূরণ করে ফেলেছেন শ্রেয়স আইয়ার। ৩৭ ওভার শেষে ভারতের স্কোর ২৪৬/৩।
৯৫ বলে নিজের কেরিয়ারের সপ্তম ওয়ান ডে সেঞ্চুরি পূরণ করলেন শুভমন গিল। দুরন্ত ফ্লিক শটে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ করলেন তিনি।
অর্ধশতরানের গণ্ডি পার করেই সাজঘরে ফিরলেন বিরাট। সেই আদিল রশিদের বলেই (পঞ্চমবার) খোঁচা দিয়ে ৫২ রানে আউট হলেন কোহলি।
৫০ বলে নিজের কেরিয়ারের ৭৩তম হাফসেঞ্চুরি পূরণ করলেন কোহলি। ৫১ বলে অর্ধশতরান পূরণ করেছেন শুভমন গিলও। শতরানের গণ্ডি পার করে গিয়েছে ভারত। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ১২০/১।
দারুণ ছন্দে দেখাচ্ছে কোহলি ও গিলকে। বর্তমানে ৪৫ বলে ৪৭ রানে ব্যাট করছেন গিল। বিরাট কোহলি ৪৩ বলে ৩৯ রানে খেলছেন। জলপানের বিরতিতে ১৫ ওভারে ৯৪ রানে এক উইকেট।
১০ ওভারে এক উইকেট ৫০ রানের গণ্ডি পার করল ভারত। গিল ২৯ ও কোহলি ১৮ রানে ব্যাট করছেন। বর্তমানে ভারতের স্কোর ৫২/১।
চলল না রোহিতের ব্যাট। মার্ক উডের বলে মাত্র এক রানে সাজঘরে ফিরলেন ভারতীয় অধিনায়ক। তিন ওভার শেষে ভারতের স্কোর ১২/১।
ভারতীয় দলে একাধিক বদল। মহম্মদ শামি ও রবীন্দ্র জাডেজাকে বিশ্রাম দেওয়া হয়েছে। কুলদীপ ও অর্শদীপ সিংহ দলে এলেন। বরুণ চক্রবর্তীর হালকা চোট রয়েছে তাই ওয়াশিংটন সুন্দরও একাদশে সুযোগ পেয়েছেন।
টস জিতলেন জস বাটলার। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রথমে বোলিং করে দেখে নিতে চান তিনি। রোহিত এমনিও টস জিতে প্রথমে ব্যাটিং করতেন বলে জানান তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ এটাই। অর্শদীপ সিংহ প্রথম দুই ম্যাচে সুযোগ পাননি। সিরিজ় এমনিই জিতে গিয়েছে ভারত। এই ম্যাচে তাঁকে তাই পরখ করে একবার দেখা হতেই পারে।
প্রেক্ষাপট
আমদাবাদ: দেড় বছর আগে যেখানে বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল ভারতীয় দল সেই মাঠে ম্যাচ শেষে চোখের জলে মাঠ ছাড়তে হয়েছিল বিরাট কোহলি, রোহিত শর্মাদের। বিশ্বকাপের ফাইনালে পরাজিত হয়েছিল ভারত। সেই মাঠেই আবার দেড় বছর পর ফিরছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। এবার লক্ষ্য ভিন্ন।
ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ়ের প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ় নিজেদের নামে করে ফেলেছে ভারতীয় দল। সিরিজ়ের শেষ ম্যাচে (IND vs ENG 3rd ODI) লক্ষ্য জস বাটলারের দলকে হোয়াইটওয়াশ করা। গত ম্যাচে কটকের ২২ গজে রোহিতের ব্যাটে সেই পুরনো ফর্ম দেখতে পাওয়া গিয়েছে। দুরন্ত শতরান হাঁকিয়ে ম্য়াচের সেরাও নির্বাচিত হয়েছিলেন 'হিটম্য়ান'। ভারতও পরপর দুটো ওয়ান ডে ম্য়াচ জিতে সিরিজও পকেটে পুরে নিয়েছে।
আদতে নিয়মরক্ষার ম্য়াচও বলা চলে ভারতের জন্য। তবে টিম ইন্ডিয়া চাইবে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরুর আগে জয় দিয়েই দ্বিপাক্ষিক সিরিজ শেষ করতে। এদিকে কটকে ফর্মে ফেরার পর এবার আমদাবাদেও নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা। একদিকে যেমন রোহিত আর ১৩ রান করলেই ওয়ান ডেতে ১১ হাজার রান পূরণ করবেন, তেমনই আর একটা সেঞ্চুরি আসলেই আন্তর্জাতিক ক্রিকেটে শতরানেক হাফসেঞ্চুরিও পূরণ হয়ে যাবে তাঁর। তাই এই ম্যাচে কিন্তু তাঁর দিকে নজর থাকবেই।
তবে রোহিত রান পেলেও গত ম্যাচে কোহলি রান পাননি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই ভারতের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। তাই কোহলিও নিঃসন্দেহে এই ম্যাচের মাধ্যমে ফর্মে ফিরতে মরিয়া হবেন। সাফল্য আসে কি না, সেটাই দেখার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -