India vs England LIVE: বৃথা গেল বরুণের ভেল্কি, তৃতীয় টি২০-তে ২৬ রানে ইংল্যান্ডের কাছে হার ভারতের

India vs England 3rd T20I Live Updates: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ়ে আপাতত ২-০ এগিয়ে রয়েছে ভারতীয় দল।

ABP Ananda Last Updated: 28 Jan 2025 10:32 PM
IND vs ENG T20 Live Score: বৃথা গেল বরুণের ভেল্কি, তৃতীয় টি২০-তে ২৬ রানে ইংল্যান্ডের কাছে হার ভারতের

জলে গেল বরুণ চক্রবর্তীর দাপট। ২৬ রানে ইংল্যান্ডের কাছে হার ভারতের

IND vs ENG 3rd T20I: আধা দল সাজঘরে

৮৫ রানেই আধা ভারতীয় দল সাজঘরে ফিরল। ১২.১ ওভারে ভারতের স্কোর ৮৫। এখনও প্রয়োজনীয় রানের আধা রাস্তাও পার করতে পারেনি টিম ইন্ডিয়া। এবার ছয় রানে সাজঘরে ফিরলেন ওয়াশিংটন সুন্দর। 

IND vs ENG T20 Live Score: গত ম্যাচের নায়ক আউট

গত ম্।যাচে টিম ইন্ডিয়ার ত্রাতা হয়ে উঠেছিলেন। তবে এই ম্য়াচে আদিল রাশিদের ঘূর্ণিতে ১৮ রানে সাজঘরে ফিরলেন তিলক। ৬৮ রানে চার উইকেট হারিয়ে ফেলল ভারত।

IND vs ENG 3rd T20I: চাপে ভারত

ক্রমশ চাপ বাড়ছে ভারতের। ৫০ পার করলেও ইতিমধ্যেই তিন উইকেট হারিয়ে ফেলেছে টিম ইন্ডিয়া। স্যামসন, অভিষেক শর্মার পাশাপাশি সাজঘরে ফিরেছেন সূর্যকুমার যাদবও। ৭ ওভার শেষে ভারতের স্কোর ৬২/৩।   

IND vs ENG T20 Live Score: অভিষেক আউট

কার্সের বলে সরে গিয়ে বড় শট মারতে গিয়ে ২৪ রানে আউট হলেন অভিষেক শর্মা। জোফ্রা আর্চার পিছনে ছুটে দুরন্ত এক ক্যাচ ধরলেন।

IND vs ENG 3rd T20I: প্রথম ধাক্কা

প্রথম ধাক্কা খেল ভারতীয় দল। তিন রানে ফিরলেন সঞ্জু স্য়ামসন। ১৬ রানে প্রথম উইকেট হারাল ভারত। 

IND vs ENG T20 Live Score: ২০ ওভার শেষ

২০ ওভার শেষে ১৭১ রান তুলল ইংল্যান্ড দল। শেষ উইকেটে ২৪ রানের পার্টনারশিপ কিন্তু ইংল্যান্ডকে বেশ লড়াইয়ের জায়গা করে দিল। 

IND vs ENG 3rd T20I: বরুণের পঞ্চম উইকেট

ফের একবার বরুণের স্পিন ভেল্কিতে কুপোকাত ইংল্যান্ড। পাঁচ উইকেট নিলেন ভারতের তারকা স্পিনার। জোফ্রা আর্চারকে আউটকে পঞ্চম উইকেট নিলেন তিনি।  

IND vs ENG T20 Live Score: স্পিন ভেল্কিতে নাকানিচোবানি

ফের একবার ভারতের স্পিনারদের দাপটে কোণঠাসা ইংল্যান্ড। গত ওভারে বিষ্ণোইয়ের বলে হ্যারি ব্রুক ফেরার পরের ওভারেই দুই বলে দুই উইকেট নিলেন বরুণ চক্রবর্তী। ফেরালেন দুই জেমিকে।  ১১৫ রানে ছয় উইকেট হারিয়ে ফেলেছে ইংল্যান্ড। 

IND vs ENG 3rd T20I: পরপর ওভারে সাফল্য

পরপর সাফল্য। আগের ওভারেই বাটলারকে ফিরিয়েছিলেন বরুণ। পরের ওভারেই আরেক সেট ব্যাটার, বেন ডাকেটকে ৫১ রানে আউট করলেন অক্ষর পটেল। ব্যাটিং ইনিংসের মাঝপথে ইংল্যান্ডের স্কোর ৮৭/৩।

IND vs ENG T20 Live Score: দ্বিতীয় সাফল্য

বরুণের বলে কুপোকাত ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ২৪ রানে আউট হয়ে সাজঘরে ফিরলেন। আম্পায়ার তাঁকে আউট না দিলেও, রিভিউয়ের ফলে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন তৃতীয় আম্পায়ার।  

IND vs ENG 3rd T20I: পাওয়ার প্লে শেষ

পাওয়ার প্লের ছয় ওভার শেষ। ষষ্ঠ ওভারে বরুণ চক্রবর্তী মাত্র তিন রান দিলেও, এক উইকেটের বিনিময়ে ৫২ রান তুলে ফেলেছে ইংল্যান্ড। বেন ডাকেট ৩৯ রানে ব্যাট করছেন।

IND vs ENG T20 Live Score: ফের ব্যর্থ সল্ট

আবারও ব্যর্থ ফিল সল্ট। শামির প্রথম ওভারে মাত্র ছয় রান ওঠার পর দ্বিতীয় ওভারেই হার্দিক পাণ্ড্যর শিকার হলেন সল্ট। তাঁর সংগ্রহ পাঁচ রান। 

IND vs ENG 3rd T20I: শামির প্রত্যাবর্তন

১৪ মাসের প্রতীক্ষার অবসান। অবশেষে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামছেন মহম্মদ শামি। 

IND vs ENG T20 Live Score: টস জিতল ভারত

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত ভারতীয় দলের।

প্রেক্ষাপট

রাজকোট: গত বছরের জুনে টি-২০ বিশ্বকাপ জেতা ইস্তক ক্রিকেটের এই ফর্ম্যাটে ১৭টি ম্যাচ খেলেছে ভারত (India vs England)। তার মধ্যে ১৫টি জয়, ২টি পরাজয়। ক্রিকেটের এই ফর্ম্যাটে অপ্রতিরোধ্য হয়ে উঠছে ভারত। দলের একাধিক বড় তারকার অবসর ঘোষণা, ক্রিকেটারদের চোট-আঘাত, কোচ বদল, নেতৃত্বে নতুন মুখ - তাতেও ভারতের শাসন অক্ষুণ্ণ। অনেকে তো বলাবলি শুরু করে দিয়েছেন, যশপ্রীত বুমরা ও কুলদীপ যাদব এই ফর্ম্যাটে ফিরলে কী মারাত্মক দল হয়ে উঠতে পারে টিম ইন্ডিয়া।


সূর্যকুমার যাদবের নেতৃত্বে দল গুছিয়ে নিয়েছে ভারত। অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন ওপেনিংয়ে এত ভাল খেলছেন যে, যশস্বী জয়সওয়ালের মতো তরুণ প্রতিভাবান দলে কোথায় জায়গা পাবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ভয়ডরহীন ক্রিকেট খেলছে ভারত। যা অন্তত এই ফর্ম্যাটে গুরু গম্ভীরকে কিছুটা স্বস্তি দিচ্ছে। রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজার অবসরের পর এই ফর্ম্যাটে ভারতের সন্ধিক্ষণ মসৃণভাবেই হয়েছে।


যদিও ২০১৯ সালের ওয়ান ডে বিশ্বকাপ ও ২০২২ সালে টি-২০ বিশ্বকাপ জেতার পরেও সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের পারফরম্যান্সকে বারবার আতসকাচের তলায় ফেলা হচ্ছে। পরপর দুই বিশ্বকাপে অধিনায়ক জস বাটলারের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠেছে।


সাদা বলের ক্রিকেটে ব্রেন্ডন ম্যাকালামের কোচ হিসাবে প্রবেশ এখনও ছাপ ফেলতে পারেনি। টি-২০ বিশ্বকাপে হারের পর ভারতের মাটিতে সিরিজ হারলেও তা বেশ জোরাল ধাক্কা হবে ইংরেজদের কাছে। 


জোফ্রা আর্চার ও মার্ক উডের আগুনে গতি নজর কাড়লেও ব্যাটিং নিয়ে সমস্যা রয়েছে। ভারতীয় স্পিনারদের খেলতে পারছেন না ইংরেজ ব্যাটাররা। শেষ পাঁচ টি-২০ ম্যাচের তিনটিতেই হেরেছে ইংল্যান্ড। অন্যদিকে ভারত শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই জিতেছে। রাজকোটে তৃতীয় টি-২০ ম্যাচে স্পিন জালেই ফের ইংল্যান্ডকে ঘায়েল করতে চাইবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। টি-২০ সিরিজে কী ৩-০ হবে রাজকোটেই? দেখার অপেক্ষায় ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.