India vs England LIVE: বৃথা গেল বরুণের ভেল্কি, তৃতীয় টি২০-তে ২৬ রানে ইংল্যান্ডের কাছে হার ভারতের

India vs England 3rd T20I Live Updates: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ়ে আপাতত ২-০ এগিয়ে রয়েছে ভারতীয় দল।

ABP Ananda Last Updated: 28 Jan 2025 10:32 PM

প্রেক্ষাপট

রাজকোট: গত বছরের জুনে টি-২০ বিশ্বকাপ জেতা ইস্তক ক্রিকেটের এই ফর্ম্যাটে ১৭টি ম্যাচ খেলেছে ভারত (India vs England)। তার মধ্যে ১৫টি জয়, ২টি পরাজয়। ক্রিকেটের এই ফর্ম্যাটে অপ্রতিরোধ্য হয়ে উঠছে ভারত।...More

IND vs ENG T20 Live Score: বৃথা গেল বরুণের ভেল্কি, তৃতীয় টি২০-তে ২৬ রানে ইংল্যান্ডের কাছে হার ভারতের

জলে গেল বরুণ চক্রবর্তীর দাপট। ২৬ রানে ইংল্যান্ডের কাছে হার ভারতের