Ind vs Eng Live: দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ১৪৫/৩, ২৪২ রানে পিছিয়ে রাহুলরা, লাইভ আপডেট

India vs England Live Score: লর্ডসে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হল ৩৮৭ রানে।

ABP Ananda Last Updated: 11 Jul 2025 11:02 PM

প্রেক্ষাপট

লর্ডস: ব্রেন্ডন ম্যাকালাম ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হয়ে আসা ইস্তক আগ্রাসী ক্রিকেটের মন্ত্র আঁকড়ে ধরেছে ইংরেজ শিবির। যেখানে টেস্ট ক্রিকেটও এমন আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা হয় যে, ম্যাচের ফয়সালা নিশ্চিত হয়ে...More

Ind vs Eng Live: হাফসেঞ্চুরি রাহুলের

হাফসেঞ্চুরি রাহুলের। ৪৩ ওভারের শেষে ভারতের স্কোর ১৪৫/৩। রাহুল ৫৩ রানে ও পন্থ ১৯ রানে ক্রিজে।