India vs England Live: স্পিনের ধাঁধা আর সুপার সাবের ধাক্কায় চুরমার ইংল্যান্ড, এক ম্যাচ বাকি থাকতেই ট্রফি ভারতের

Ind vs Eng Live Score: শুক্রবার পুণের গাহুঞ্জেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে দিল ভারত। এক ম্যাচ বাকি থাকতেই টিম ইন্ডিয়া সিরিজ জিতে নিল।

ABP Ananda Last Updated: 31 Jan 2025 10:32 PM
India vs England Live Score: ১৫ রানে ম্যাচ জিতে সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলল ভারত

১৯.৪ ওভারে ১৬৬ রানে অল আউট হয়ে গেল ইংল্যান্ড। ১৫ রানে ম্যাচ জিতে সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলল ভারত। পাঁচ ম্যাচের সিরিজে ভারত এখন ৩-১ এগিয়ে।

Ind vs Eng T20I Live: শেষ ওভারে ম্যাচ জিততে ইংল্যান্ডের চাই ১৯ রান

জেমি ওভার্টনের ক্যাচ ফেললেন সঞ্জু। ১৯তম ওভারের শেষ বলে তাঁকে বোল্ড করলেন হর্ষিত। শেষ ওভারে ম্যাচ জিততে ইংল্যান্ডের চাই ১৯ রান।

Ind vs Eng T20I Live: ১৬ ওভারে ইংল্যান্ডের স্কোর ১৩৭/৭

জেকব বেথেলকে ফেরালেন হর্ষিত। ১৬ ওভারে ইংল্যান্ডের স্কোর ১৩৭/৭। ২৪ বলে আর ৪৫ রান চাই ইংল্যান্ডের।

Ind vs Eng T20I Live: ১৬ ওভারে ইংল্যান্ডের স্কোর ১৩৭/৭

জেকব বেথেলকে ফেরালেন হর্ষিত। ১৬ ওভারে ইংল্যান্ডের স্কোর ১৩৭/৭। ২৪ বলে আর ৪৫ রান চাই ইংল্যান্ডের।

Ind vs Eng T20I Live: ১৫ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ১৩৩/৬

মাত্র ২৫ বলে হাফসেঞ্চুরি হ্যারি ব্রুকের। ফেরালেন বরুণ চক্রবর্তী। একই ওভারে ব্রাইডন কার্সকে ফেরালেন তিনি। ১৫ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ১৩৩/৬।

India Vs England Live Score: কনকাশন সাব হিসাবে নেমেই উইকেট হর্ষিত রানার

জেমি ওভার্টনের বাউন্সারে মাথায় চোট পেয়েছিলেন শিবম দুবে। তাঁর পরিবর্তে কনকাশন সাব হিসাবে নেমেই উইকেট হর্ষিত রানার। ফেরালেন লিয়াম লিভিংস্টোনকে। ১২ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৯৯/৪।

India vs England Live Score: ফের স্পিন অস্ত্রে ঘায়েল

অক্ষর পটেল ফেরালেন ফিল সল্টকে। বাটলারকে তুলে নিলেন বিষ্ণোই। ৮ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৬৭/৩।

Ind vs Eng T20I Live: ইংল্যান্ড ইনিংসে প্রথম ধাক্কা রবি বিষ্ণোইয়ের

ইংল্যান্ড ইনিংসে প্রথম ধাক্কা রবি বিষ্ণোইয়ের। ফেরালেন বেন ডাকেটকে। ৬ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৬২/১।

India vs England Live Score: ঝোড়ো শুরু ইংল্যান্ডের

ঝোড়ো শুরু ইংল্যান্ডের। ৩ ওভারের শেষে স্কোর ৩২/০।

Ind vs Eng T20I Live: ষষ্ঠ উইকেটে ৪৫ বলে ৮৭ রান যোগ করে ম্যাচের রং পাল্টে দিলেন হার্দিক ও শিবম

ষষ্ঠ উইকেটে ৪৫ বলে ৮৭ রান যোগ করে ম্যাচের রং পাল্টে দিলেন হার্দিক ও শিবম। দুজনই করলেন ৫৩ রান। ভারতর তুলল ১৮১/৯।

India vs England Live Score: ৩১ বলে হাফসেঞ্চুরি শিবম দুবের

৩১ বলে হাফসেঞ্চুরি শিবম দুবের। ১৯ ওভারের শেষে ভারতের স্কোর ১৭৮/৬।

India vs England Live Score: ১৮ ওভারের শেষে ভারতের স্কোর ১৬৬/৬

২৭ বলে হাফসেঞ্চুরি হার্দিকের। টি-২০ ক্রিকেটে তাঁর পঞ্চম হাফসেঞ্চুরি। ১৮ ওভারের শেষে ভারতের স্কোর ১৬৬/৬।

Ind vs Eng T20I Live: ১৪ ওভারের শেষে ভারতের স্কোর ১১০/৫

২৬ বলে ৩০ রান করে আউট হলেন রিঙ্কু সিংহ। বিধ্বংসী ছন্দে শিবম দুবে। সঙ্গী হার্দিক পাণ্ড্য। ১৪ ওভারের শেষে ভারতের স্কোর ১১০/৫।

India vs England Live Score: ৯ ওভারের শেষে ভারতের স্কোর ৬৯/৪

১৯ বলে ২৯ রান করে ফিরলেন অভিষেক শর্মা। ৯ ওভারের শেষে ভারতের স্কোর ৬৯/৪। ক্রিজে রিঙ্কু সিংহ ও শিবম দুবে।

India vs England Live Score: এক ওভারে ভারতের তিন উইকেট তুলে নিলেন সাকিব

বিরাট ধাক্কা ভারতকে। পরপর ২ বলে সঞ্জু স্যামসন ও তিলক বর্মাকে তুলে নিলেন সাকিব মাহমুদ। একই ওভারে সূর্যকুমার যাদবকেও ফেরালেন তিনি। তিনটি উইকেট-সহ মেডেন ইংরেজ পেসারের। ২ ওভারের শেষে ভারতের স্কোর ১২/৩।

Ind vs Eng T20I Live: ১ ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১২ রান।

জোফ্রা আর্চারকে পরপর ছক্কা ও চার অভিষেক শর্মার। ১ ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১২ রান।

India vs England Live Score: টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের। ভারতীয় দলে তিন পরিবর্তন। মহম্মদ শামি, ওয়াশিংটন সুন্দর ও ধ্রুব জুরেলের পরিবর্তে প্রথম একাদশে এলেন অর্শদীপ সিংহ, শিবম দুবে ও রিঙ্কু সিংহ।

India vs England Live Score: সিরিজে ২-১ এগিয়ে রয়েছে ভারত

সিরিজে ২-১ এগিয়ে রয়েছে ভারত। পুণেতে আজ ম্যাচ জিতলেই টি-২০ সিরিজ জিতে নেবে ভারত।

India vs England Live: চোট সারিয়ে ফিট রিঙ্কু সিংহ

চোট সারিয়ে ফিট রিঙ্কু সিংহ। পুণেতে কি ভারতের একাদশে ফিরবেন?

প্রেক্ষাপট

পুণে: অনেকেই পূর্বাভাস করেছিলেন, ভারত বনাম ইংল্যান্ডের (India vs England T20 Preview) টি-২০ সিরিজে রানের ফোয়ারা দেখা যাবে। চার-ছক্কার বন্যা বইবে। কিন্তু পাঁচ ম্যাচের সিরিজে তিন ম্যাচ পার। এখনও পর্যন্ত বড় রানের লড়াই হয়নি। তবে সিরিজে রোমাঞ্চের অভাবও হয়নি।


শুক্রবার যখন পুণের গাহুঞ্জেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড, টিম ইন্ডিয়া সিরিজে ২-১ এগিয়ে। এবং ভারতের জয় মানেই সিরিজের ফয়সালা হয়ে যাবে। 


আর সেই ম্যাচে জয়ের চাবিকাঠি রয়েছে দুই দলের বোলারদের হাতে। ভারতের স্পিন অস্ত্র ভয় ধরাচ্ছে। চার স্পিনারের অঙ্ক নিয়ে তৈরি থাকছে ভারত। অন্য দিকে ইংল্যান্ডের অস্ত্র গতির আগুন। মার্ক উড ও জোফ্রা আর্চার - দুই ইংরেজ পেসার ঘণ্টায় প্রায় দেড়শো কিলোমিটার গতিতে বল করছেন। মাঝের ওভারে নজর কেড়ে নিচ্ছেন ব্রাইডন কার্স ও জেমি ওভার্টন।


অন্য দিকে, ভারত একজন করে প্রথম সারির পেসার খেলাচ্ছে। প্রথম দুই ম্যাচে খেলানো হয়েছিল অর্শদীপ সিংহকে। পরের ম্যাচে রাজকোটে খেলানো হয় মহম্মদ শামিকে। ২০২৩ সালের ১৯ নভেম্বর ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালের পর যিনি টিম ইন্ডিয়ার জার্সিতে প্রত্যাবর্তন ঘটালেন। তবে সব স্পিনারদেরই সুযোগ দিয়েছে ভারত। আর তাঁদের সামলাতে গিয়ে বেশ বিব্রত হতে হয়েছে ইংল্যান্ডকে। তারা সিরিজ বাঁচিয়ে রাখতে পেরেছে রাজকোটে আদিল রশিদের দুরন্ত স্পেলের জন্য। তাঁর লেগস্পিন সামলাতে অস্বস্তিতে পড়েছেন ভারতীয় ব্যাটাররা। 


পুণের পিচ থেকেও স্পিনাররা বাড়তি সুযোগ পাবেন বলেই পূর্বাভাস। ফের কার্যকরী হয়ে উঠতে পারেন রশিদ। তবে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন স্বপ্নের ফর্মে থাকা বরুণ চক্রবর্তী ও তাঁর সঙ্গীরা।


আরও পড়ুন: মেসবাড়িতে ৮ বছর একসঙ্গে, বাজি জিতে ঋদ্ধিমানের কাছে এখনও ব্যাট পাওনা ডিন্ডার


ভারতকে চিন্তায় রাখবে ওপেনার সঞ্জু স্যামসন ও অধিনায়ক সূর্যকুমার যাদবের ফর্ম। গত বছর টি-২০ ক্রিকেটে তিনটি সেঞ্চুরি করেছিলেন সঞ্জু। জোহানেসবার্গে প্রোটিয়া পেসারদের ঠেঙিয়ে সেঞ্চুরি ছিল। কিন্তু উড ও আর্চারের বিরুদ্ধে সমস্যায় পড়ছেন চলতি সিরিজে। তিন ইনিংসে তাঁর রান যথাক্রমে ২৬, ৫ ও ৩। দেরিতে শট খেলতে গিয়ে আউট হয়েছেন। আগামী বছর টি-২০ বিশ্বকাপের অঙ্ক সাজাতে শুরু করে দিয়েছে ভারত। তার আগে সঞ্জুর ফর্ম চিন্তায় রাখবে টিম ম্যানেজমেন্টকে।


অন্যদিকে, গত আইপিএলে চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের হয়ে নজর কাড়া ফিল সল্ট তিন ইনিংসে ৯ রান করেছেন। পুণেতে হিসেব বদলের সুযোগ থাকবে। না পারলে? প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন ফিল সল্ট।


আরও পড়ুন: 'মানুষের চিৎকারে পার্টনারের কল শুনতে পাইনি', কোহলিকে ঘিরে উন্মাদনা দেখে মুগ্ধ বাংলার প্রতিপক্ষ

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.