IND vs ENG 4th Test Live: আকাশদীপের ৩ শিকার, রুটের সেঞ্চুরি, রাঁচি টেস্টে প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৩০২/৭

India vs England 4th Test: পাঁচ ম্যাচের সিরিজ়ে আপাতত ২-১ এগিয়ে রয়েছে ভারতীয় দল।

ABP Ananda Last Updated: 23 Feb 2024 04:30 PM

প্রেক্ষাপট

রাঁচি: বাজ়বল (Bazball) জমানায় কোনও টেস্ট সিরিজ হারেনি ইংল্যান্ড। ব্রেন্ডন ম্যাকালাম টেস্ট দলের কোচ হয়ে আসার পর থেকে সাতটি টেস্ট সিরিজ খেলেছে ইংল্যান্ড। তার মধ্যে চারটি সিরিজ জিতেছে। ড্র করেছে বাকি...More

IND vs ENG Live Updates: প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৩০২/৭

দিনের শেষ ওভারে বল করতে এলেন যশস্বী জয়সওয়াল। ৭ উইকেট হারিয়ে তিনশো রানের গণ্ডি পেরল ইংল্যান্ড। রুটের সঙ্গে ক্রিজে অপরাজিত থাকলেন ওলি রবিনসন।