IND vs ENG 4th Test Live: আকাশদীপের ৩ শিকার, রুটের সেঞ্চুরি, রাঁচি টেস্টে প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৩০২/৭

India vs England 4th Test: পাঁচ ম্যাচের সিরিজ়ে আপাতত ২-১ এগিয়ে রয়েছে ভারতীয় দল।

ABP Ananda Last Updated: 23 Feb 2024 04:30 PM
IND vs ENG Live Updates: প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৩০২/৭

দিনের শেষ ওভারে বল করতে এলেন যশস্বী জয়সওয়াল। ৭ উইকেট হারিয়ে তিনশো রানের গণ্ডি পেরল ইংল্যান্ড। রুটের সঙ্গে ক্রিজে অপরাজিত থাকলেন ওলি রবিনসন।

IND vs ENG Live: ইংল্যান্ডের স্কোর ২৮৯/৭

৮৭ ওভারে ৭ উইকেট হারিয়ে বোর্ডে ২৮৯ রান তুলে নিয়েছে ইংল্যান্ড। শতরান করে ক্রিজে আছেন জো রুট। তাঁর সঙ্গে ক্রিজে আছেন ওলি রবিনসন।

IND vs ENG Live Updates: শতরান হাঁকালেন রুট

ফর্মে ফিরলেন জো রুট। চলতি সিরিজে নিজের প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক। আকাশ দীপকে বাউন্ডারি হাঁকিয়ে পূরণ করলেন রুট। ইংল্যান্ডের স্কোর ৮৪ ওভার শেষে ২৭৯/৭। 

IND vs ENG Live: হার্টলিকে ফেরালেন সিরাজ

টম হার্টলিকে ফেরালেন মহম্মদ সিরাজ। ইংল্যান্ডের স্কোর ২৪৬/৭। 

IND vs ENG Live Updates: আউট ফোকস

পার্টনারশিপ ভাঙলেন মহম্মদ সিরাজ। ৪৭ রান করে জাডেজার হাতে ক্য়াচ দিয়ে ফিরলেন বেন ফোকস। 

IND vs ENG Live: ইংল্যান্ডের স্কোর ২২৪/৫

মারমুখি ব্যাটিং বেন ফোকস ও জো রুটের। চা পানের বিরতির পরই পার্টনারশিপ পেরল একশো রান। ৫ উইকেট হারিয়ে বোর্ডে ২২৪ রান তুলে ফেলল ইংল্যান্ড। 

IND vs ENG Live Updates: চা পানের বিরতি

প্রথম সেশনে যেখানে ভারতীয় বোলাররা দাপট দেখালেন, সেখানে দ্বিতীয় সেশনে দুরন্ত ব্যাটিংয়ে ইংল্যান্ডকে লড়াইয়ে ফেরালেন রুট-ফোকস। ৩৬.৫ ওভারে খানিকটা দেখেশুনেই ব্যাটিং সারলেন দুইজনে। ২.৩৩ রান প্রতি ওভারে দ্বিতীয় সেশনে ইংল্যান্ড কোনও উইকেট না হারিয়েই ৮৬ রান যোগ করল। চা বিরতিতে ইংল্যান্ডের স্কোর ১৯৮/৫। রুট ৬৭ ও ফোকস ২৮ রানে ব্যাট ক্রিজে উপস্থিত রয়েছেন।

IND vs ENG Live: রুটের অর্ধশতরান

চাপের মুখে অনবদ্য অর্ধশতরান জো রুটের। ১০৮ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করলেন তিনি। অর্ধশতরান পার করেছে ফোকস ও রুটের পার্টনারশিপও। ৫০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১৭৬/৫।

IND vs ENG Live Updates: ১৫০-র গণ্ডি পার

পাঁচ উইকেট হারিয়ে ১৫০ রানের গণ্ডি পার করল ইংল্যান্ড ক্রিকেট দল। দলের সেরা ব্যাটার জো রুট এবং বেন ফোকস ইংল্যান্ডের ইনিংস সামলাচ্ছেন। রুট ৪১ ও ফোকস ১৪ রানে ক্রিজে উপস্থিত রয়েছেন। ৪২ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১৫১/৫।

IND vs ENG Live: ৩০ ওভার শেষ

৩০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১২৯/৫। বর্তমানে বেন ফোকস ছয় এবং জো রুট ২৭ রানে ব্যাট করছেন। 

IND vs ENG Live Updates: মধ্যাহ্নভোজের বিরতি

মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ১১২/৫। আকাশদীপের আগুনে স্পেলের পর ভারতের দুই স্পিনার অশ্বিন ও জাডেজা বাকি দুই উইকেট নেন। বেয়ারস্টোকে ৩৮ রানে এলবিডব্লু করেন অশ্বিন, স্টোকসকে তিন রানে ফেরান জাডেজা। 

IND vs ENG Live: আগুন ঝরাচ্ছেন আকাশ দীপ

নতুন বল হাতে আকাশ দীপের স্বপ্নের অভিষেক টেস্ট অব্যাহত। ম্যাচে নিজের তৃতীয় সাফল্য পেলেন আকাশ দীপ। দুরন্ত ইনসুইংয়ে সেট ক্রলির অফস্টাম্প উড়িয়ে দিলেন ফাস্ট বোলার। ৪২ রানে আউট হলেন ক্রলি। ৫৭ রানে তিন উইকেট হারাল ইংল্যান্ড। 

IND vs ENG Live Updates: জোড়া উইকেটের ওভার

দুরন্ত আকাশ। বেন ডাকেটের পরে একই ওভারে অলি পোপকেও খাতা খোলার আগেই ফেরালেন বাংলার ফাস্ট বোলার। আম্পায়ার আউট না দিলেও রিভিউয়ের মাধ্যমে বদলাল সিদ্ধান্ত। পরের বলেই জো রুটের বিরুদ্ধেও জোরাল আপিল হয়। ডিআরও নেয় ভারত। তবে এক্ষেত্রে ইমপ্যাক্ট লাইনের বাইরে হওয়ায় নট আউট সিদ্ধান্তই বহাল থাকে। ১০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৪৭/২।

IND vs ENG Live: প্রথম সাফল্য

দুরন্ত ওপেনিং পার্টনারশিপ ভাঙলেন আকাশ দীপ। বেন ডাকেটকে ১১ রানে আউট করে কেরিয়ারে প্রথম আন্তর্জাতিক উইকেট পেলেন আকাশ দীপ।

IND vs ENG Live Updates: আপিল নাকচ

বেন ডাকেটের বিরুদ্ধে রবীন্দ্র জাডেজা এলবিডব্লুর বিরাট আপিল করেন। ডিআরএসও নেয় ভারত। তবে তৃতীয় আম্পায়ারও অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন। ইংল্যান্ড শুরুটা খুবই ভাল করেছে। নয় ওভার শেষে স্কোর বিনা উইকেটে ৪৬। বেন ডাকেট ১১ ও জ্যাক ক্রলি ৩৪ রানে ব্যাট করছেন।  

IND vs ENG Live: আকাশ দীপের ভাল শুরু

নতুন বল হাতে শুরুটা ভালই করলেন আকাশ দীপ। তাঁর ওভার থেকে উঠল দুই রান। দুই ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে দুই রান।

IND vs ENG Live Updates: আকাশদীপের অভিষেক

যশপ্রীত বুমরার বদলে এই ম্যাচে ভারতের হয়ে নিজের অভিষেক ঘটানোর সুযোগ পেলেন বাংলার আকাশ দীপ।

IND vs ENG Live: টস জিতল ইংল্যান্ড

দুই ম্যাচ পরে টস জিতলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তিনি বিনা দ্বিধায় প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন।

IND vs ENG Live Updates: রোহিতের রেকর্ডের সুযোগ

এই ম্যাচে রোহিত আর ২২ রান করলে চার হাজার টেস্ট রানের গণ্ডিও পার করে ফেলবেন। পাশাপাশি সাতটি ছক্কা হাঁকালে প্রথম ব্যাটার হিসাবে আন্তর্জাতিক আঙিনায় ৬০০টি ছক্কা হাঁকানোর হাতছানি রয়েছে 'হিটম্যান'র সামনে।

IND vs ENG Live: বুমরাকে বিশ্রাম

চলতি সিরিজ়ে ভারতের হয়ে অনবদ্য ফর্মে রয়েছেন যশপ্রীত বুমরা। তবে তাঁকে বাদেই এই ম্যাচে মাঠে নামতে হচ্ছে ভারতীয় দলকে। এই ম্যাচের জন্য বুমরাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা।   

প্রেক্ষাপট

রাঁচি: বাজ়বল (Bazball) জমানায় কোনও টেস্ট সিরিজ হারেনি ইংল্যান্ড। ব্রেন্ডন ম্যাকালাম টেস্ট দলের কোচ হয়ে আসার পর থেকে সাতটি টেস্ট সিরিজ খেলেছে ইংল্যান্ড। তার মধ্যে চারটি সিরিজ জিতেছে। ড্র করেছে বাকি তিন সিরিজ (IND vs ENG)। ইংরেজদের যে দর্পচূর্ণ করার সুযোগ ভারতের হাতে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত। রাঁচিতে চতুর্থ টেস্টে জিতলেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলবেন রোহিত শর্মারা। রাজকোটে ৪৩৪ রানে ইংল্যান্ডকে হারানোর পর আত্মবিশ্বাসে ফুটছে টিম ইন্ডিয়া।


সিরিজের শুরুর দিকে ভারতের ব্যাটিং লাইন আপ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। তবে রোহিত শর্মা, শুভমন গিলরা রানে ফেরার পর এবং সরফরাজ খান ও ধ্রুব জুরেলরা সুযোগ পেয়েই নিজেদের প্রমাণ করায় সেই থরহরিকম্প কেটে গিয়েছে। আর আইসিং অন দ্য কেক যশস্বী জয়সওয়াল। চলতি সিরিজে যিনি দুটি ডাবল সেঞ্চুরি করে বসে আছেন। সব মিলিয়ে ভারতের ব্যাটিং এই মুহূর্তে বেশ শক্তিশালী।


তবে রাঁচিতে ভারতের বোলিং শক্তি নিয়ে সংশয় থাকছে। চোটের জন্য মহম্মদ শামি গোটা সিরিজেই নেই। আইপিএলেও তিনি খেলতে পারবেন না। যশপ্রীত বুমরাকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। ১৭ উইকেট নিয়ে চলতি সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি বুমরাই। তাঁর অনুপস্থিতিতে মহম্মদ সিরাজের সঙ্গে ভারতের জোরে বোলিং আক্রমণ সামলাবেন কে? বাংলার দুই পেসার দলে। মুকেশ কুমার ও আকাশ দীপ। তবে ভারতের নেট প্র্যাক্টিস থেকে যা ইঙ্গিত, তাতে আকাশ দীপের অভিষেক হওয়ার সম্ভাবনাই বেশি। 


রাঁচির বাইশ গজ নিয়েও চলছে চর্চা। যে উইকেট দেখে বেন স্টোকস বলেছেন, 'এরকম উইকেট আগে দেখিনি।' জানা গেল, উইকেট শুকনো। ফাটলও রয়েছে। ম্যাচ যত গড়াবে, সেই ফাটল আরও বাড়বে। বল ঘুরবে, লাফাবে। ফের গুরুত্বপূর্ণ হয়ে উঠবে স্পিনারদের ভূমিকা।


ইংল্যান্ডের মিডল অর্ডার নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে। বুমরা না থাকায় অবশ্য কিছুটা স্বস্তি পাবে ইংরেজ শিবির। বিশেষ করে জো রুট। ১৩ টেস্টে ৯ বার বুমরার শিকার রুট। চলতি সিরিজেই তিনবার রুটকে ফিরিয়েছেন বুমরা। চলতি সিরিজে ৬ ইনিংসে ৭৭ রান করেছেন রুট। ব্যাটিং গড় ১২.৮৩। যা কোনও টেস্ট সিরিজে তাঁর কেরিয়ারে সবচেয়ে খারাপের তালিকায় দ্বিতীয়। পাশাপাশি ইংল্যান্ড শিবিরকে চনমনে করে তুলেছে স্টোকস বোলিং শুরু করায়।


সব মিলিয়ে মহেন্দ্র সিংহ ধোনির শহরে আগামী পাঁচদিন ধুন্ধুমার ক্রিকেটীয় টক্কর দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.