IND vs ENG 4th Test Live: গিল, জুরেলের পরিপক্কতায় রাঁচিতেই সিরিজ় জিতল ভারত

IND vs ENG 4th Test: রোহিত ২৪ ও যশস্বী ১৬ রানে চতুর্থ দিনের খেলা শুরু করবেন। বিনা উইকেটে ৪০ রান থেকে চতুর্থ দিনের খেলা শুরু করবে টিম ইন্ডিয়া।

ABP Ananda Last Updated: 26 Feb 2024 01:55 PM
IND vs ENG Live: সিরিজ় জয়

পাঁচ ম্যাচের সিরিজ়ে টেস্ট সিরিজ়ে প্রথম ম্যাচ ইংল্যান্ডের কাছে হারলেও, এই নিয়ে নাগাড়ে তৃতীয় টেস্ট জিতল ভারত। সঙ্গে সঙ্গে সিরিজ়ও পকেটে পুরে ফেলল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল।

IND vs ENG Live Updates: ৫ উইকেটে জয়

অপরাজিত ৭২ রানের পার্টনারশিপে ভারতের জয় সুনিশ্চিত করলেন গিল-জুরেল।  ভারতের হয়ে জয়সূচক রানটি করলেন জুরেল। তিনি ৩৯ ও গিল ৫২ রানে অপরাজিত রইলেন। পাঁচ উইকেটে ম্যাচ জিতল ভারত।

IND vs ENG Live: অর্ধশতরানের পার্টনরশিপ

চাপের মুখে ষষ্ঠ উইকেটে অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে ভারতের জয় কার্যত নিশ্চিত করে দিয়েছেন গিল ও জুরেল। ১২২ বলে  দুরন্ত হাফসেঞ্চুরি পূরণ করলেন গিলও।

IND vs ENG Live Updates: অর্ধশতরানের দোরগোড়ায় পার্টনারশিপ

ভারতের হয়ে প্রথম ইনিংসে চাপের মুখে অনবদ্য ৯০ রান করেছিলেন জুরেল। ফের একবার তিনি দুরন্ত এক ইনিংস খেলছেন। মধ্যাহ্নভোজের পরে পর পর দুই উইকেট হারিয়ে যাওয়া ভারত চাপেই ছিল। কিন্তু জুরেলের সঙ্গে মিলে ষষ্ঠ উইকেটে ৪৮ রান যোগ করে ফেলেছেন তিনি। ৫৬ ওভারে ভারতের স্কোর ১৬৮/৫। জুরেল ৩০ রানে ব্যাট করছেন। অপরদিকে, গিলের সংগ্রহ ৩৮ রাম। ম্যাচ জিততে আর ২৪ রান করতে হবে ভারতকে।

IND vs ENG Live: হাল ধরেছেন গিল-জুরেল

১৫০ রানের গণ্ডি পার করল ভারতীয় দল। মধ্যাহ্নভোজের পর নাগাড়ে দুই উইকেট হারানোর পর ভারতীয় দলের হয়ে বর্তমানে শুভমন গিল ও ধ্রুব জুরেল ইনিংসের হাল ধরেছেন। দুই তরুণ ইতিমধ্যেই ৩২ রান যোগ করে ফেলেছেন। ৪৯ ওভার শেষে ভারতের স্কোর ১৫২/৫। গিল ৩০ ও জুরেল ২১ রানে ব্যাট করছেন। টিম ইন্ডিয়ার ম্যাচ জেতার জন্য আর ৪০ রানের প্রয়োজন। 

IND vs ENG Live Updates: বশিরের জোড়া সাফল্য

মধ্যাহ্নভোজের পরেই জোড়া ধাক্কা। পরপর বলে জাডেজাকে চার ও সরফরাজ খানকে শূন্য রানে ফেরালেন বশির। ভারতের বর্তমান স্কোর ১২৬/৫। টিম ইন্ডিয়া যে বর্তমানে বেশ চাপে, তা বলাই বাহুল্য

IND vs ENG Live: মধ্যাহ্নভোজ

চতুর্থ দিনের প্রথম সেশনে ভারত তিন উইকেটের বিনিময়ে ৭৮ রান তুলল। মধ্যাহ্নভোজের বিরতিতে টিম ইন্ডিয়ার বর্তমান স্কোর ১১৮/৩। গিল ১৮ ও জাডেজা নয় রানে ক্রিজে উপস্থিত রয়েছেন। ম্যাচ ও সিরিজ় জিততে ভারতের আর ৭৪ রানের প্রয়োজন।

IND vs ENG Live Updates: জয়ের দিকে ভারত

৩৬ ওভার শেষে ভারতের স্কোর ১১৭/৩। ভারতের জয়ের জন্য আর ৭৫ রানের প্রয়োজন রয়েছে। আপাতত গিল ১৭ ও রবীন্দ্র জাডেজা তিন রানে ব্যাট করছেন।

IND vs ENG Live: ১৬ রানে তিন উইকেট

টম হার্টলির বিরুদ্ধে বড় শট মারতে গিয়ে ৫৫ রানে স্টাম্পড হলেন রোহিত শর্মা। ৯৯ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত। ঠিক তার পরের ওভারেই খাতা খোলার আগে ফিরলেন রজত পাতিদার। ভাল শুরুর পর ১৬ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে খানিক চাপেই ভারত।

IND vs ENG Live Updates: রোহিতের অর্ধশতরান

৬৯ বলে নিজের কেরিয়ারের ১৭তম টেস্ট অর্ধশতরান পূরণ করলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ২১ ওভার শেষে ভারতের স্কোর ৯২/১। 

IND vs ENG Live: প্রথম সাফল্য

বল হাতে নিয়েই ইংল্যান্ডকে সাফল্য় এনে দিলেন জো রুট। বড় শট মারতে গিয়ে ব্যাটে বলে ঠিকঠাক সংযোগই ঘটাতে পারেননি যশস্বী জয়সওয়াল। বল তাঁর ব্যাটের কাণায় লেগে থার্ড ম্যানের দিকে চলে যায়। সেখানে সামনে দিকে ঝাঁপিয়ে অনবদ্য এক ক্যাচ নিলেন জেমস অ্যান্ডারসন। ৩৭ রানে আউট হলেন যশস্বী। ৮৪ রানে প্রথম উইকেট হারাল ভারত। 

IND vs ENG Live Updates: মেডেন দিয়ে শুরু

দিনের প্রথম ওভারে অ্যান্ডারসনের বিরুদ্ধে নিজের ডিফেন্সেই ভরসা রাখলেন রোহিত। মেডেন ওভার বল করলেন ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার।

IND vs ENG Live: খেলা শুরু করবেন রোহিত-যশস্বী

গতকাল দিনের শেষ লগ্নে আট ওভার ব্যাট করার সুযোগ পায় ভারত। দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল বিধ্বংসী মেজাজে পাঁচ রান প্রতি ওভার গড়ে তার মধ্যেই ৪০ রান তুলে ফেলে। রোহিত ২৪ ও যশস্বী ১৬ রানে আপাতত ক্রিজে উপস্থিত। তাঁরাই ভারতের হয়ে দিনের শুরটা করবেন।

প্রেক্ষাপট

রাঁচি: কোনও উইকেট না হারিয়ে ৪০ রানে তৃতীয় দিনের খেলা শেষ করে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট (IND vs ENG 4th Test) তথা সিরিজ় জয়ের জন্য ভারতের আর ১৫২ রানের প্রয়োজন। রোহিত ২৪ ও যশস্বী ১৬ রানে চতুর্থ দিনের খেলা শুরু করবেন। 


গতকাল, তৃতীয় দিনের শুরুটা ভারতই ব্যাট হাতে করেছিল। সাত উইকেটের বিনিময়ে ২১৯ রান থেকে খেলা শুরু করেন ধ্রুব জুরেল (Dhruv Jurel) ও কুলদীপ যাদব (Kuldeep Yadav)। দুইজনে মিলে অষ্টম উইকেটে ৭৬ রান যোগ করেন দুইজনে। দুভার্গ্যবশত ২৮ রানে প্লেড অন হন কুলদীপ। তবে জুরেল কিন্তু নিজের লড়াকু ইনিংস চালিয়ে যান। অর্ধশতরান পূরণ করেন তিনি। আকাশ দীপও তাঁকে সঙ্গ দেন। নবম উইকেটে ৪০ রান যোগ করেন তাঁরা। তিনশো রানের গণ্ডি পার করে ভারত। তবে জুরেল অল্পের জন্য নিজের শতরান হাতছাড়া করেন। প্রথম ইনিংসে শেষ ভারতীয় উইকেট হিসাবে তিনিই ৯০ রানে আউট হন।


ভারতকে প্রথম সেশনে ৩০৭ রানে অল আউট করে দেওয়ার পর ব্যাটিং করতে নামে ইংল্যান্ড। ৪৬ রানে এগিয়ে থাকা ইংল্যান্ড দ্রুত গতিতে নিজেদের 'বাজ়বল' পরিকল্পনাতেই রান তোলার লক্ষ্যে ছিল। তবে নতুন বল হাতে আর অশ্বিন (R Ashwin) ভারতকে সাফল্য এনে দেন। তাও এক নয়, জোড়া সাফল্য। প্রথমে বেন ডাকেটকে ১৫ রানে ফেরান তিনি। ওই একই ওভারে অলি পোপকে খাতা খোলার আগে আউট করেন তারকা ভারতীয় অফস্পিনার।


প্রথম ইনিংসে অনবদ্য সেঞ্চুরি হাঁকানো ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুটও ক্রিজে দীর্ঘস্থায়ী হননি। তাঁকেও ১১ রানে ফেরান অশ্বিনই। এমন পরিস্থিতিতে পাল্টা আক্রমণ শুরু করেন ক্রলি ও জনি বেয়ারস্টো। ইনিংসের শুরুতেই শতাধিক স্ট্রাইক রেটে ব্যাটিং করছিলেন বেয়ারস্টো। ক্রলিও অনবদ্য ছিলেন। ৭১ বলে অর্ধশতরানও পূরণ করেন ক্রলি। 


ঠিক যখন মনে হচ্ছিল ক্রলি ও বেয়ারস্টো ইংল্যান্ডকে বড় রানের দিকে নিয়ে যাবেন, তখনই দুরন্ত স্পিন বোলিংয়ে ইংল্যান্ড ওপেনারের মিডল স্টাম্প ছিটকে দেন কুলদীপ যাদব। ৬০ রানে সাজঘরে ফিরতে হয় তাঁকে। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসও ব্যাট হাতে ফের একবার ব্যর্থ। ১২০ রানে পাঁচ উইকেট হারিয়ে দিনের দ্বিতীয় সেশন শেষ করে ইংল্যান্ড। সেশন বদল হলেও, বদলায়নি ভারতীয় স্পিনারদের দাপট।


তৃতীয় সেশনের শুরুতেই জনি বেয়ারস্টোকে ৩০ রানে ফেরান রবীন্দ্র জাডেজা। প্রথম ইনিংসে ৪৭ রান করা ফোকস ইংল্যান্ডের হয়ে খানিক লড়াইয়ের চেষ্টা করেন বটে। তবে ভারতীয় স্পিনারদের দাপটে খুব একটা বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ১৭ রান করে আউট হন ফোকস। ১৪৫ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। ম্যাচ জয়ের জন্য ভারতীয় দলের সামনে ১৯২ রানের টার্গেট নির্ধারিত হয়।


দিনের শেষবেলায় কয়েক ওভারের জন্য ব্যাটিং করাটা সবসময়ই চ্যালেঞ্জিং হয়। ভারতকেও বিপাকে ফেলার আশায় ছিলেন ইংল্যান্ড বোলাররা। তবে উইকেট বাঁচানো নয়, পাল্টা আক্রমণের পথ বেছে নেন দুই ভারতীয় ওপেনারই। আগ্রাসী মেজাজে ব্যাট করে আট ওভারে পাঁচ রান প্রতি ওভারে ৪০ রান বোর্ডে তুলে ফেলে ভারত। আজ, চতুর্থ দিনেই সিরিজ় পকেটে পুরে নেওয়ার লক্ষ্যে নামবে রোহিত বাহিনী। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.