India vs England Test Live: বল হাতে সিরাজ, প্রসিদ্ধ, ব্যাটে যশস্বী, তারকা ত্রয়ীর দুরন্ত পারফরম্যান্সে ওভালে এগিয়ে ভারত

IND vs ENG Test Live Updates: প্রথম দিনশেষে ভারতীয় দলের স্কোর ছিল ছয় উইকেটে ২০৪ রান। করুণ নায়ার ৫২ এবং ওয়াশিংটন সুন্দর ব্যক্তিগত ১৯ রানে অপরাজিত ছিলেন।

ABP Ananda Last Updated: 02 Aug 2025 12:10 AM

প্রেক্ষাপট

লন্ডন: পঞ্চম টেস্টের (IND vs ENG 5th Test) প্রথম দিনের শুরুটা হতাশাজনকভাবে হয়েছিল। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে গোটা সিরিজ়েই ভারতীয় দলের মধ্যে যে লড়াইটা দেখা গিয়েছিল, ওভালেও সেই লড়াই ফের একবার চোখে পড়ল।...More

IND vs ENG Live: খারাপ আলোর জন্য খেলা শেষ

নির্ধারিত সময়ের খানিকটা আগেই খারাপ আলোর জন্য দিনের খেলা শেষ হল। ভারতীয় দল ৭৫ রানে দিন শেষ করল। লিড ৫২। আপাতত যশস্বী ৫১ ও আকাশ দীপ চার রানে অপরাজিত রয়েছেন।