লিডস: ২৪ ঘণ্টাও বাকি নেই, রাত পোহালেই শুরু হয়ে যাবে ভারত-ইংল্যান্ডের (India vs England) পাঁচ টেস্টের দ্বৈরথ। দুই শক্তিধর দেশের লাল বলের লড়াই দেখার জন্য গোটা ক্রিকেটবিশ্ব মুখিয়ে রয়েছে। এই সিরিজ় শুরুর আগেই কিন্তু ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট (Joe Root) ভারতীয় দলকে সতর্কবার্তাই দিয়ে রাখলেন বটে।
সিরিজ় প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রাথমিকভাবে জো রুটের গলায় দারুণ উচ্ছ্বাস ধরা পড়ে। Sky Sports-কে এক সাক্ষাৎকারে রুট জানান, 'এই সিরিজ়গুলির জন্যই সকলে মুখিয়ে থাকে, এগুলির জন্যই তো আমরা ক্রিকেটটা খেলি। আমাদের সামনে মহাকাব্যিক কিছু করার হাতছানি রয়েছে। সামনে অ্যাসেজও আসছে, সেই নিয়েও চর্চা তো হবেই। এই সিরিজ়ের সঙ্গে ওই সিরিজ়ের তুলনা টেনে অনেকে অনেক কিছু নির্ধারিত করার চেষ্টা করবেন। তবে সবার আগে এক দারুণ দলের বিরুদ্ধে এক কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে।'
নিজেদের ঘরের মাঠে ইংল্যান্ডের রেকর্ডের কথা মনে করিয়ে দিয়ে এরপরেই খানিক সতর্কবার্তা দেন রুট। 'সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের প্রতিটি ফর্ম্যাটে অগ্রগতির দিকে যদি দেখা যায়, তাহলে দেখা যাবে ওদের দলে কিন্তু কোনও দুর্বলতা নেই। ওদের ফাস্ট বোলিং আক্রমণটা দারুণ, প্রতিভাবান ব্যাটার রয়েছে দলে এবং স্পিন বিভাগও বেশ শক্তিশালী। ওরা নিঃসন্দেহে বিশ্বের যে কোনও প্রান্তে যে কোনও দলের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। তবে ঘরের মাঠে আমাদের রেকর্ডও দারুণ, ফলে এক টানটান সিরিজ় হওয়ার আশা করা যেতেই পারে। আমরা আত্মবিশ্বাস নিয়েই এই সিরিজ় খেলতে নামব, তবে প্রতিপক্ষের প্রতি আমরা শ্রদ্ধাশীল।' বলেন মহাতারকা।
এই সিরিজ়ে কিন্তু ভারতীয় দল আর জয়ের মাঝে সম্ভবত সবথেকে বড় কাঁটার নাম রুট। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে রুটের রেকর্ড অনবদ্য। ভারতের বিরুদ্ধে ৩০টি টেস্টে ৫৮.০৮ গড়ে ২৮৪৬ রান করেছেন রুট। ইংল্যান্ড তারকার ব্যাট থেকে ১০টি শতরানের পাশাপাশি ১১টি অর্ধশতরানও এসেছে। ঘরের মাটিতে এই রেকর্ড তো আরও ভয়ঙ্কর। ইংল্যান্ডের মাটিতে রুট ৭৪.৯৫ গড়ে ভারতের বিরুদ্ধে ২৫ ইনিংসে মোট ১৫৭৪ রান করেছেন। ফলে টিম ইন্ডিয়ার সামনে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে, তা কিন্তু বলার খুব একটা জো রাখে না।
রুট ইতিমধ্যেই টেস্টের পঞ্চম সর্বাধিক রানসংগ্রাহক (১৩০০৬ রান)। এই সিরিজ় তাঁকে শীর্ষে থাকা সচিন তেন্ডুলকরের ১৫৯২১ রানের দিকে আরও খানিকটা এগোনোর সুযোগও করে দেবে বটে।