India vs England Live: জাডেজার লড়াইয়ে ভারতও তুলল ৩৮৭, দিনের শেষ ওভারে নাটক, লর্ডস টেস্টের লাইভ আপডেট

Ind vs Eng Live: প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৮৭ রানের জবাবে ভারতও অল আউট হল ৩৮৭ রানেই। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ২/০।

ABP Ananda Last Updated: 12 Jul 2025 11:05 PM

প্রেক্ষাপট

লন্ডন: খেলার কথা ৯০ ওভার কিন্তু লর্ডসে দ্বিতীয় খেলা হল মাত্র ৭৫ ওভার। তাতে অবশ্য রোমাঞ্চের অভাব হল না। ফের এক টানটান দিনের খেলাশেষে ম্যাচ একেবারে ৫০-৫০। প্রথম ইনিংসে ইংল্যান্ডের...More

Lords Test Live Score: বুমরার ১ ওভারে ২ রান তুলল ইংল্যান্ড

শনিবার ১ ওভারের খেলাই বাকি ছিল। যশপ্রীত বুমরার ১ ওভারে ২ রান তুলল ইংল্যান্ড। ইংরেজ ক্রিকেটারেরা সময় নষ্ট করছেন অভিযোগ তুলে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়ালেন শুভমন গিল।