IND vs ENG 1st Test Live: জাডেজাদের ঘূর্ণির পর যশস্বীর দাপট, প্রথম দিনশেষে ১২৭ রানে পিছিয়ে ভারত

IND vs ENG 1st Test Live Updates: প্রথম দুই ম্যাচে বিশ্রাম নিয়েছেন ভারতের মহাতারকা বিরাট কোহলি। জেমস অ্যান্ডারসনকে প্রথম একাদশে রাখেনি ইংল্যান্ড।

ABP Ananda Last Updated: 25 Jan 2024 04:59 PM
IND vs ENG Live Score: প্রথম দিনের খেলা শেষ

প্রথম দিনের খেলা শেষে ভারতের স্কোর ১১৯/১। ভারত আপাতত ১২৭ রানে পিছিয়ে রয়েছে। দিনশেষে যশস্বী ৭৬ ও গিল ১৪ রানে অপরাজিত রয়েছেন।

IND vs ENG LIVE: ৮০ রানের পার্টনারশিপ ভাঙল

৮০ রানে ভারতের ওপেনিং পার্টনারশিপ ভাঙলেন জ্যাক লিচ। ২৪ রানে আউট হলেন রোহিত। তবে আরেক ওপেনার যশস্বী জয়সওয়াল ইতিমধ্যেই অর্ধশতরানের গণ্ডি পার করে ফেলছেন। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ৮৪/১। যশস্বী বর্তমানে ৫১ বলে ৫৪ রানে ব্যাট করছেন।

IND vs ENG Live Score: ৪৭ বলে হাফসেঞ্চুরি জয়সওয়ালের

বাজবল থিওরি যেন ইংল্যান্ডের ওপর পাল্টা প্রয়োগ করলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। মাত্র ১২ ওভারে ৮০ রান তুলে ফেলল ভারত। ওভার প্রতি সাত ছুঁই ছুঁই রান তুলল। ৪৭ বলে হাফসেঞ্চুরি জয়সওয়ালের।

IND vs ENG 1st Test Updates: ভাল শুরু

ইনিংসের শুরুটা বেশ ভালই করেছেন যশস্বী জয়সওয়াল। টম হার্টলিকে দুইটি ছক্কা হাঁকালেন তিনি। দুই ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৯। 

IND vs ENG LIVE: ২৪৬ রানে অল আউট ইংল্যান্ড

৭০ রানে শেষ হল বেন স্টোকসের লড়াকু ইনিংস। ২৫০ রানের গণ্ডি পার করতে পারল না ইংল্যান্ড। ২৪৬ রানেই অল আউট হল ইংল্যান্ড।

IND vs ENG 1st Test Updates: প্রয়োজন ১

স্টোকস-উডের লড়াকু ৪১ রানের পার্টনারশিপ ভাঙলেন আর অশ্বিন। ম্যাচের তৃতীয় সাফল্য পেলেন ভারতীয় অফস্পিনার। ২৩৪ রানে নয় উইকেট হারাল ইংল্যান্ড।  

IND vs ENG LIVE: স্টোকসের অর্ধশতরান

ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে যেখানে রান করতে নাকানি চোবানি খাচ্ছে সিংহভাগ ব্য়াটার, সেখানে মাত্র ৬৯ বলে ছক্কা হাঁকিয়ে নিজের অর্ধশতরান পূরণ করলেন অধিনায়ক বেন স্টোকস। বর্তমানে তিনি ৫৭ রানে ব্যাট করছেন। ইংল্যান্ডের স্কোর ২৩৩/৮।

IND vs ENG 1st Test Updates: চা পানের বিরতি

প্রথম দিনে চা পানের বিরতিতে আট উইকেটের বিনিময়ে ২১৫ রান তুলে কার্যত ধুঁকছে ইংল্যান্ড। দ্বিতীয় সেশনে ইংল্যান্ড ৩১ ওভারে ১০৭ রানের বিনিময়ে ৫ উইকেট তুলল। দলের হয়ে ব্যাট হাতে লড়ছেন অধিনায়ক স্টোকস। তিনি ৪৩ রানে অপরাজিত রয়েছেন।

IND vs ENG LIVE: হার্টলির ইনিংসের সমাপ্তি

ব্যাট হাতে নিজের অভিষেক টেস্টে বেশ ভালই খেলছিলেন টম হার্টলি। ২৩ রানের ইনিংস খেলে আউট হলেন তিনি। রবীন্দ্র জাডেজা নিজের তৃতীয় উইকেট পেলেন। তবে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস এখনও ক্রিজে রয়েছেন। 

IND vs ENG 1st Test Updates: বুমরার প্রথম উইকেট

ম্যাচে নিজের প্রথম উইকেট পেলেন যশপ্রীত বুমরা। ১৩ রানে রেহান আমেদের ইনিংসের সমাপ্তি ঘটল। ৪৯ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১৫৫/৭। 

IND vs ENG LIVE: ১৫০-র গণ্ডি পার

ছয় উইকেট হারিয়ে ১৫০ রানের গণ্ডি পার করে ফেলল ইংল্যান্ড। বেন স্টোকস দেখেশুনে খেললেও, রেহান আমেদ আগ্রাসী ব্যাটিংয়ের পন্থা অবলম্বন করছেন। 

IND vs ENG 1st Test Updates: ষষ্ঠ সাফল্য

ভারতীয় বোলারদের ঘূর্ণির ফাঁদে নাজেহাল ইংল্যান্ড। এবার অক্ষর পটেল নিজের দ্বিতীয় উইকেট নিলেন। চার রানে সাজঘরে ফিরলেন বেন ফোকস। ৪৪ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১৪০/৬। 

IND vs ENG LIVE: বিরাট সাফল্য

রবীন্দ্র জাডেজার বিরুদ্ধে রিভার্স স্যুইপ মারতে গিয়ে আউট হলেন জো রুট। ১২৫ রানেই আধা ইংল্যান্ড দল সাজঘরে ফিরে গেল।

IND vs ENG 1st Test Updates: ভাঙল পার্টনারশিপ

বেশ খানিকক্ষণ ধরেই জনি বেয়ারস্টো স্পিন বোলিং খেলতে হিমশিম খাচ্ছিলেন। দেখেই মনে হচ্ছিল তাঁর উইকেট পাওয়া সময়ের অপেক্ষা। শেষমেশ হলও তাই। বেয়ারস্টোকে দুরন্ত এক বলে ৩৭ রানে ফেরালেন অক্ষর পটেল। ৬১ রানের পার্টনারশিপ ভাঙল। ১২১ রানে চতুর্থ উইকেট হারাল ইংল্যান্ড। 

IND vs ENG LIVE: মধ্যাহ্নভোজ

মধ্যাহ্নভোজে ইংল্যান্ডের স্কোর তিন উইকেটের বিনিময়ে ১০৮ রান। জনি বেয়ারস্টো ৩২ ও জো রুট ১৮ রানে ক্রিজে উপস্থিত ছিলেন।

IND vs ENG 1st Test Updates: দুইয়ে দুই

ভাল শুরুর পর একের পর এক উইকেট হারাচ্ছে ইংল্যান্ড। দুই ওভারে দুই উইকেট পড়ল। অলি পোপকে ১ রানে ফেরান জাডেজা। তারপরের ওভারেই ক্রাউলিকে ২০ রানে ফিরিয়ে দ্বিতীয় সাফল্যে পেলেন অশ্বিন।

IND vs ENG LIVE: প্রথম সাফল্য

ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন আর অশ্বিন। ছন্দে দেখানো বেন ডাকেটকে ৩৫ রানে এলবিডব্লু করলেন তিনি। ১৩ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৫৬/১। ক্রাউলি বর্তমানে ১৯ রানে ব্যাট করছেন।

IND vs ENG 1st Test Updates: দুই চার

জ্যাক ক্রাউলি ইংল্যান্ডের হয়ে শুরুটা মন্দ করেননি। দুইটি দৃষ্টিনন্দন চার মারলেন তিনি। এই চার দুইটি নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে তাঁর। ২ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৯ রান। 

IND vs ENG LIVE: রঞ্জি খেলবেন আবেশ, দলে পাতিদার

হায়দরাবাদে প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ডের প্রথম টেস্টের একাদশে সুযোগ পাননি আবেশ খান। তবে তাঁকে সাজঘরে বসিয়ে রাখার বদলে ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। সেই কারণেই তাঁকে দল থেকে ছেড়ে দেওয়া হল। আবেশ খান মধ্যপ্রদেশের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলবেন।


অপরদিকে, বিরাট কোহলি প্রথম দুই টেস্ট ম্যাচ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর বদলে যে রজত পাতিদার প্রথমবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছেন, সেই জল্পনা ছিলই। হলও তাই। সরকারিভাবে কোহলির বদলি হিসাবে পাতিদারের নাম ঘোষণা করে দিল বিসিসিআই।

IND vs ENG 1st Test Updates: ভারতের একাদশ

তিন স্পিনার এবং দুই ফাস্ট বোলার নিয়ে মাঠে নামছে টিম ইন্ডিয়া। দস্তানা হাতে ভারতের হয়ে উইকেটের পিছনে কেএস ভারতকে দেখা যাবে।


ভারতের একাদশ:-


রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাডেজা, কেএস ভারত (উইকেটকিপার), আর অশ্বিন, অক্ষর পটেল, মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরা

IND vs ENG LIVE: টস জিতল ইংল্যান্ড

টস জিতলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন তিনি।

IND vs ENG 1st Test Updates: ইংল্যান্ডের একাদশ

ম্যাচের আগেরদিনই ইংল্যান্ড নিজেদের একাদশ ঘোষণা করে দিয়েছে। জেমস অ্যান্ডারসনকে বাদ দিয়েই একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড।


প্রথম টেস্টের জন্য ঘোষিত ইংল্যান্ড একাদশ:-


জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস, রেহান আমেদ, টম হার্টলি, মার্ক উড, জ্যাক লিচ 

IND vs ENG LIVE: আবহাওয়া

প্রথম টেস্টের পাঁচদিনের কোনওদিনই বৃষ্টির কোনওরকম সম্ভাবনা নেই। উষ্ণতা সর্বোচ্চ ৩২ ডিগ্রি থাকার পূর্বাভাস। মনোরম পরিবেশে দুর্দান্ত ক্রিকেটের আশা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা।

প্রেক্ষাপট

হায়দরাবাদ: প্রায় এক যুগ কেটে গিয়েছে। দেশের মাটিতে কোনও টেস্ট সিরিজ হারেনি ভারত (Team India)। ঘরের মাটিতে টানা ১৬টি টেস্ট সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া।


দেশের মাটিতে ভারত শেষ টেস্ট সিরিজ হেরেছিল ১২ বছর আগে। ২০১২ সালে। সেবার ভারতকে তাদের মাটিতেই হারিয়ে গিয়েছিল ইংল্যান্ড (IND vs ENG)। গ্রেম সোয়ান ও মন্টি পানেসরের জোড়া স্পিন ফলায় বিদ্ধ হয়েছিল ভারত। সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই দেশের মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। পাঁচ টেস্ট ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ শুরু হচ্ছে হায়দরাবাদে, বৃহস্পতিবার থেকে।


টেস্ট সিরিজে ভারতীয় স্পিন বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন তামিলনাড়ুর অফস্পিনার আর অশ্বিন (R Ashwin)। যিনি নিজে দাঁড়িয়ে রয়েছেন একাধিক মাইলফলকের সামনে। আর ১০ উইকেট পেলেই টেস্ট ক্রিকেটে পাঁচশো উইকেট হয়ে যাবে অফস্পিনার অশ্বিনের। ভারতের দ্বিতীয় বোলার হিসাবে এই কৃতিত্ব গড়বেন তিনি।


ইংল্যান্ডের টেস্ট দলের মাত্র দুই ক্রিকেটার এর আগে ভারতের মাটিতে টেস্ট খেলেছেন। জেমস অ্যান্ডারসন ও জ্যাক লিচ। বিপক্ষ শিবিরের এই অনভিজ্ঞতা কি সুবিধা দেবে ভারতকে? রোহিতের গলায় অবশ্য সতর্কতা। বলছেন, 'মার্ক উডও রয়েছে। টেস্ট না খেললেও ভারতে প্রচুর ক্রিকেট খেলেছে। আইপিএলে খেলেছে, ওয়ান ডে খেলেছে। তবে অন্যরাও রয়েছে। স্পিনাররা আছে। ওদের বোলিংকে উপেক্ষা করা যায় না। ওদের বোলিংয়ের সঙ্গে আমাদের ব্যাটিংয়ের এবং আমাদের বোলিংয়ের সঙ্গে ওদের ব্যাটিংয়ের ভাল লড়াই হবে।'           

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.