মুম্বই: ম্যাচের পর ধারাভাষ্যকার হর্ষ ভোগলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে একটি পরিসংখ্যান দিচ্ছিলেন। শেষ ৩১টি টি-২০ ম্যাচের মধ্যে ২৮টিতে জিতেছে ভারত।
টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরই একসঙ্গে ক্রিকেটের এই ফর্ম্যাট থেকে অবসর গ্রহণ করেছিলেন তিন সুপারস্টার - বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma) ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। কিন্তু টি-২০ বিশ্বচ্যাম্পিয়নদের (T20 World Champion) যে দাপট কমেনি, তা ওপরের পরিসংখ্যান থেকেি স্পষ্ট।
ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজ জয় চতুর্থ ম্যাচেি নিশ্চিত করে ফেলেছিল টিম ইন্ডিয়া। রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছিল কার্যত নিয়মরক্ষার লড়াই। যদিও ইংরেজ ক্রিকেটপ্রেমীরা আশা করেছিলেন, শেষ ম্যাচ জিতে যদি কিছুটা হলেও সম্মান পুনরূদ্ধার করা যায়।
সম্মান পুনরুদ্ধার তো দূর অস্ত, বরং ওয়াংখেড়ে স্টেডিয়ামে লজ্জায় ঢাকল ইংল্যান্ড ক্রিকেট। ভারতের ২৪৭/৯ স্কোর তাড়া করতে নেমে ইংল্যান্ড ১০.৩ ওভারে মাত্র ৯৭ রানে অল আউট হয়ে গেল। দেড়শো রানে ম্যাচ হারলেন জস বাটলাররা। যা রানের নিরিখে টি-২০ ক্রিকেটে অংল্যান্ডের বৃহত্তম পরাজয়। ৯৭ রানের মধ্যে ফিল সল্ট একাই করলেন ৫৫ রান।
বাকিদের মধ্যে দুই অঙ্কের রান স্পর্শ করেছেন একমাত্র জেকব বেথেল। তিনি করেন ১০ রান। বাকি ব্য়াটারদের আর কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।
ভারতীয় বোলারদের মধ্যে তিন উইকেট মহম্মদ শামির। যিনি চলতি টি-২০ সিরিজে ২টি ম্যাচ খেললেন। পুণেতে প্রথম একাদশে ছিলেন না। মুম্বইয়ে দলে ফিরেই তিন উইকেট। সঙ্গে বল হাতে ২ উইকেট অভিষেক শর্মার। যিনি ব্যাট হাতে একাই ইংরেজ বোলিংকে ছারখার করে দিয়েছেন। ৫৪ বলে ১৩৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। বল হাতেও জোড়া শিকার। ম্যাচের সেরা তাঁকে ছাড়া আর কাউকে বাছার উপায়ই ছিল না ।
রবিবার ২ উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী। গোটা সিরিজে ১৪ উইকেট নিয়ে সিরিজের সেরাও হয়েছেন তিনি। সিরিজ সেরার পুরস্কার যিনি উৎসর্গ করছেন স্ত্রী ও পুত্রসন্তানকে ।
আরও পড়ুন: রোহিতের পাড়ায় অন্য শর্মাজির ব্যাটে ধুন্ধুমার, অল্পের জন্য বাঁচল হিটম্যানের রেকর্ড