বার্মিংহ্যাম: টেস্টে প্রথমবার ভারতীয় ক্রিকেট দল জয় ছিনিয়ে নিয়েছে। নয় নম্বর বারের চেষ্টায় লাল বলের ফর্ম্য়াটে ইংল্যান্ডকে হারিয়ে ম্যাচ জিতেছে ভারত। যা পারেননি মহেন্দ্র সিংহ ধোনি, যা পারেননি বিরাট কোহলি। তা করে দেখালেন শুভমন গিল। ভারতীয় ক্রিকেট দলের টেস্ট ফর্ম্য়াটে অধিনায়ক হিসেবে প্রথম সফরই ছিল ইংল্যান্ডে। প্রথম টেস্টে লিডসে হারলেও বার্মিংহ্যামে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া।
আর ভারতের জয়ের পরই শুভেচ্ছাবার্তা পাঠালেন সচিন তেন্ডুলকর। তিনি নিজের সোশ্য়াল মিডিয়ায় পোস্টে লিখলেন, ''শুভমন গিলকে অসংখ্য় শুভেচ্ছা। অসাধারণ একটা ইনিংস খেলেছে ও। গিলের নেতৃত্বে ভারত দারুণ একটা জয় ছিনিয়ে নিল। দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থ, কে এল রাহুল ও রবীন্দ্র জাডেজা তিনজনেই দারুণ ব্যাটিং করেছে। ভারত যেভাবে খেলেছে গোটা ম্য়াচে তাতে নিশ্চিত করেছিল তাঁরা যে এই ম্যাচে তাঁরাই জয়ী হবে। বল হাতে সবাই দারুণ পারফর্ম করেছে। বিশেষ করে আকাশ দীপের কথা বলতেই হয়। জো রুটকে যে বলে আউট করেছে ও, তাতে এটাই সিরিজের সেরা বোলিং হতে পারে।''
সচিন ছাড়াও শুভেচ্ছা জানালেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় ও বিরাট কোহলি। প্রাক্তন বিসিসিআই সভাপতি তাঁর শুভেচ্ছাবার্তায় বলেন, ''শুভমন গিল ও তাঁর দলের দারুণ একটা পারফরম্য়ান্স। প্রথমে ব্যাটিং ও এরপরে বোলিং। আকাশ দীপ ও সিরাজ দুর্দান্ত পারফর্ম করেছে বল হাতে। ভারতের পেস অ্য়াটাককে ইংল্য়ান্ডের মাটিতেও দারণ পারফর্ম করতে দেখলাম। বুমরাকে ছাড়াই ভারত জয় ছিনিয়ে নিয়েছে। এর থেকে ভাল ফল হতে পারে না।''
বিরাট কোহলি তাঁর সোশ্য়াল মিডিয়া পোস্টে গিলকে শুভেচ্ছা জানিয়ে লেখেন