India vs England LIVE: স্পিন ফাঁদেই কুপোকাত ইংল্যান্ড, অক্ষর, কুলদীপের দাপটে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত
IND vs ENG Live: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পোঁছে গেল ভারত। শনিবার ট্রফির লড়াইয়ে বার্বাডোজ়ে রোহিতদের সামনে দক্ষিণ আফ্রিকা।
লড়াই করছিলেন জোফা আর্চার। তবে তিনিও বেশিক্ষণ লড়তে পারলেন না। বুমরার ফুলটস বল মিস করে ২১ রানে এলবিডব্লু আউট হলেন আর্চার। ১০৩ রানেই অল আউট হয়ে গেল ইংল্যান্ড। ৬৮ রানে জিতে ফাইনালে ভারত।
চার বলের ব্যবধানে দুই রান আউট। আর তাতেই ভারতের জয় কার্যত নিশ্চিত। আর্চারের সঙ্গে বোঝাপড়ার ভুলে ১১ রানে সাজঘরে ফিরতে হল লিভিংস্টোনকে। সূর্যকুমারের ব্যাক হ্যান্ড ফ্লিকে ডিরেক্ট হিটে রান আউট হয়ে দুই রানে ফিরলেন আদিল রশিদ। ১৬ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১০০/৯।
কুলদীপের বলে বোল্ড ক্রিস জর্ডান। ১৩ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৭৩/৭।
কুলদীপের বলে মাত্র ২ রানে এলবিডব্লিউ স্যাম কারান। হ্যারি ব্রুককে (২৫ রান) বোল্ড করে দিলেন কুলদীপ। ১১ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৬৮/৬।
অক্ষর পটেলের বলে ৮ রানে স্টাম্পড মঈন আলি। ৮ ওভারের শেষে ইংল্য়ান্ডের স্কোর ৪৯/৪।
অক্ষর পটেলের বলে ০ রানে বোল্ড বেয়ারস্টো। ৬ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৩৯/৩।
ফিল সল্টকে (৮ বলে ৫ রান) বোল্ড করে দিলেন বুমরা। ৫ ওভারের শেষে ইংল্য়ান্ডের স্কোর ৩৫/২।
ঝোড়ো ব্যাটিং জস বাটলারের। ১৪ বলে ২৩ রানে ক্রিজে। ৩ ওভারে ইংল্যান্ডের স্কোর ২৬/০।
৬ বলে ১০ রান করে ফিরলেন অক্ষর। ১৭ রানে অপরাজিত জাডেজা। ২০ ওভারে ভারত তুলল ১৭১/৭।
জর্ডানকে জোড়া ছক্কা মারার পর ফিরলেন হার্দিক। ১৩ বলে ২৩ রান করে। প্রথম বলেই ফিরলেন শিবম দুবে। ১৮ ওভারের শেষে ভারতের স্কোর ১৪৭/৬।
৩৯ বলে ৫৭ রান করে ফিরলেন রোহিত। ৩৬ বলে ৪৭ রানে ফিরলেন সূর্যকুমার। ১৫.৪ ওভারের ভারতের স্কোর ১২৪/৪।
স্যাম কারানকে ছক্কা মেরে ৩৬ বলে হাফসেঞ্চুরি রোহিতের। ১৩ ওভারের শেষে ভারতের স্কোর ১১০/২।
১১ ওভারের শেষে ভারতের স্কোর ৮৬/২। ৩৩ বলে ৪৮ রান করে ক্রিজে রোহিত। সঙ্গে ১৮ বলে ২৩ রান করে সূর্যকুমার।
অবশেষে সুখবর। থেমেছে বৃষ্টি। ভারতীয় সময় অনুযায়ী আর ১১.১০ পুনরায় খেলা শুরু হবে। প্রাথমিকভাবে ১০.৪৫-এ খেলা আবার চালু হওয়ার কথা থাকলেও, তা পিছিয়ে ২৫মিনিট পরে শুরু হচ্ছে।
২৬ বলে ৩৭ রান করে ক্রিজে রোহিত। সঙ্গে সূর্যকুমার যাদব ১৩ রানে অপরাজিত। বৃষ্টি থেমেছে। মাঠ ভিজে থাকায় এখনও বন্ধ খেলা।
২৬ বলে ৩৭ রান করে ক্রিজে রোহিত। সঙ্গে সূর্যকুমার যাদব ১৩ রানে অপরাজিত। বৃষ্টি থেমেছে। মাঠ ভিজে থাকায় এখনও বন্ধ খেলা।
৮ ওভারের শেষে ভারতের স্কোর ৬৫/২, ফের বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে গেল।
৭ ওভারের শেষে ভারতের স্কোর ৫৫/২। ক্রিজে রোহিতের সঙ্গে সূর্যকুমার যাদব।
টপলিকে জোড়া বাউন্ডারি রোহিতের। স্যাম কারানের বলে মাত্র ৪ রান করে ফিরলেন ঋষভ পন্থ। ৫.২ ওভারে ভারতের স্কোর ৪০/২।
ওভারের প্রথম বলে ছক্কা মেরেছিলেন। তবে ৯ বলে ৯ রান করে টপলির বলে বোল্ড কোহলি। ৩ ওভারের শেষে ভারতের স্কোর ২১/১।
আর্চারকে বাউন্ডারি রোহিতের। ২ ওভারের শেষে ভারতের স্কোর ১১/০।
মিসহিটে চার রোহিতের। রিস টপলির প্রথম ওভারের শেষে ভারতের স্কোর ৬/০।
পরিসংখ্যান অবশ্য উদ্বেগে রাখবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। ২০২১ সাল থেকে আইসিসি টুর্নামেন্টে যে ৫ ম্যাচে হেরেছে ভারত, প্রত্যেকবারই প্রথমে ব্যাটিং করেছে ভারত। অন্যদিকে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে তিনবার পরে ব্যাট করে তিনবারই জিতেছে ইংল্যান্ড।
টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠালেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। ভারতীয় সময় রাত ৯.১৫-তে শুরু ম্যাচ।
সুপার এইটে প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়েছিল ভারত।
ফ্লোরিডায় কানাডার বিরুদ্ধে ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। গ্রুপের শীর্ষে থেকেই সুপার এইটে উঠেছিল ভারত।
গায়ানায় দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সে কথা আবহাওয়া দফতর থেকে সাফ জানিয়ে রাখা হয়েছিল। আর তখন থেকেই ম্যাচ হওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। যে সমস্ত ক্রিকেটপ্রেমীরা একটি ধুন্ধুমার ক্রিকেটীয় দ্বৈরথ দেখার অপেক্ষায় ছিলেন, তাঁরা দুশ্চিন্তায় ছিলেন তখন থেকেই।
গায়ানায় সকাল থেকে দফায় দফায় বৃষ্টি। মাঠ ভিজে থাকায় পিছিয়ে গেল টসের সময়।
গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে নিউ ইয়র্কে আমেরিকাকে ৭ উইকেটে হারায় ভারত।
টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। নিউ ইয়র্কে সেই ম্যাচে পাকিস্তানকে ৬ রানে হারায় ভারত।
টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নিউ ইয়র্কে আয়ার্ল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছিল ভারত। প্রথমে ব্যাট করে মাত্র ৯৬ রানে অল আউট হয়ে যায় আয়ার্ল্যান্ড। ১২.২ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে রান তুলে নেয় ভারত।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, রবীন্দ্র জাডেজা, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা
বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) মহারণ। দ্বিতীয় সেমিফাইনালে ভারতের সামনে ইংল্যান্ড (IND vs ENG)। যদিও সেই ম্যাচে রয়েছে বৃষ্টির আশঙ্কা। এমনকী, বৃষ্টিতে ভেস্তেও যেতে পারে ম্যাচ। ক্রিকেটপ্রেমীদের উদ্বেগে রাখছে আইসিসি-র (ICC) একটি নিয়মও। দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনও রিজার্ভ ডে রাখেনি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। যদিও বাড়তি সময় রাখা হয়েছে। ম্যাচ শেষ করার জন্য নির্ধারিত সময়ের বাইরে সর্বোচ্চ আরও ৮ ঘণ্টা সময় পাবেন আম্পায়ার, ম্যাচ রেফারি।
টি-টোয়েন্টি ফর্ম্য়াটে এই দুই দল মোট ২৩ বার মুখোমুখি হয়েছে। ভারত ১২ ম্য়াচ জিতেছে। ১১ বার ইংল্যান্ড জিতেছে।
ভারত ও ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারত ও ইংল্যান্ড মোট ৪ বার মুখোমুখি হয়েছিল। এর মধ্যে ২ বার জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। ২ বার জয় ছিনিয়ে নিয়েছিল ইংল্য়ান্ড শিবির।
প্রেক্ষাপট
গায়ানা: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে দিল ভারত। সেই সঙ্গে ২ বছর আগের সেমিফাইনালে পরাজয়ের প্রতিশোধও নিল টিম ইন্ডিয়া। অপরাজেয় থেকে পৌঁছে গেল ফাইনালে।
আজ মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড (India vs England)। প্রথম ম্য়াচে আফগানিস্তানের বিরুদ্ধে একেপেশে লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় সেমিফাইনালে যে কড়া টক্কর হতে চলেছে, তা নিশ্চিত। দুটো দলই ফর্মে রয়েছে চলতি টুর্নামেন্টে। একদিকে রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ তো অন্যদিক জোফ্রা আর্চার, আদিল রশিদ, ক্রিস জর্ডনরা রয়েছেন। ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপও কিন্তু একেবারেই হেলাফেলা করার মত নয়। বাটলার ও সল্ট ফর্মে আছেন। সঙ্গে ছন্দে ফিরছেন বেয়ারস্টো, লিভিংস্টােনরাও। তাঁরা নিজেদের দিনে যে কোনও বোলিং আক্রমণের সামনে আতঙ্ক।
বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) মহারণ। দ্বিতীয় সেমিফাইনালে ভারতের সামনে ইংল্যান্ড (IND vs ENG)। যদিও সেই ম্যাচে রয়েছে বৃষ্টির আশঙ্কা। এমনকী, বৃষ্টিতে ভেস্তেও যেতে পারে ম্যাচ। ক্রিকেটপ্রেমীদের উদ্বেগে রাখছে আইসিসি-র (ICC) একটি নিয়মও। দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনও রিজার্ভ ডে রাখেনি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। যদিও বাড়তি সময় রাখা হয়েছে। ম্যাচ শেষ করার জন্য নির্ধারিত সময়ের বাইরে সর্বোচ্চ আরও ৮ ঘণ্টা সময় পাবেন আম্পায়ার, ম্যাচ রেফারি।
তবে গায়ানায় বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনও কারণে যদি ম্যাচ ভেস্তে যায়? কারা উঠবে ফাইনালে? কপাল পুড়বে কোন দলের, কী বলছে নিয়ম?
আইসিসি পরিচালিত টি-২০ বিশ্বকাপের নিয়ম জানলে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মুখে হাসি ফুটবে। কারণ, নিয়ম বলছে, সুপার এইটে যে দলের ঝুলিতে বেশি পয়েন্ট ছিল, সেই দলই যাবে ফাইনালে।
টি-২০ বিশ্বকাপে ভারত এখনও পর্যন্ত অপরাজিত। একমাত্র দল হিসাবে সব ম্যাচ জিতেছেন রোহিত শর্মারা। গ্রুপ পর্বে শুধু কানাডার বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। সুপার এইটে তিন ম্যাচই জিতেছে ভারত। আফগানিস্তান, বাংলাদেশ ও অস্ট্রেলিয়া - তিন দলকেই হারিয়েছে ভারত। ৩ ম্যাচের শেষে ৬ পয়েন্ট পেয়ে সুপার এইট পর্বেও শীর্ষে ছিলেন রোহিত, বিরাট কোহলি, যশপ্রীত বুমরা, হার্দিক পাণ্ড্যরা।
বৃহস্পতিবার ভারতের প্রতিপক্ষ যারা, সেই ইংল্যান্ড অবশ্য সুপার এইট পর্বে গ্রুপে দুই নম্বরে ছিল। আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ়কে হারালেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গিয়েছিলেন জস বাটলাররা। সুপার এইট পর্বে ৩ ম্যাচের শেষে ইংল্যান্ডের পয়েন্ট ছিল ৪। গ্রুপের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -