India vs England Live: ১৫০ রানে বিশাল জয়, ৪-১ ব্যবধানে টি-২০ সিরিজে ইংল্যান্ডকে দুরমুশ করল ভারত
India vs England T20I Live Score: ব্যাটে-বলে নায়ক অভিষেক শর্মা। ব্যাটে রেকর্ড সেঞ্চুরি। বল হাতে নিলেন দুই উইকেট। ইংল্যান্ডকে উড়িয়ে সিরিজ ভারতের।
ABP Ananda Last Updated: 02 Feb 2025 10:14 PM
প্রেক্ষাপট
মুম্বই: হার্দিক পাণ্ড্য ও শিবম দুবের ব্যাটিং এবং কনকাশন সাব হর্ষিত রানার দুরন্ত বোলিংয়ে ভর করে পুণেতেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় জিতেছে ভারতীয় দল (IND vs ENG 4th T20I)। আপাত অর্থে...More
মুম্বই: হার্দিক পাণ্ড্য ও শিবম দুবের ব্যাটিং এবং কনকাশন সাব হর্ষিত রানার দুরন্ত বোলিংয়ে ভর করে পুণেতেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় জিতেছে ভারতীয় দল (IND vs ENG 4th T20I)। আপাত অর্থে মুম্বইয়ে পাঁচ ম্যাচের সিরিজ়ের শেষ ম্যাচ তাই নিয়মরক্ষারই ম্যাচ। এই ম্যাচে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দিকে। কারণ দুই।ওয়াংখেড়ে সূর্যকুমারের ঘরের মাঠ। এখান থেকেই তাঁর উত্থান। নিজের পরিবার, পরিজনের সামনে প্রথমবার ভারতীয় অধিনায়ক হিসাবে মাঠে নামাটা নিঃসন্দেহে যে কোনও ক্রিকেটারের জন্য গর্বের এবং অবশ্যই আবেগের। তাই আজকের ম্যাচটা সূর্যর জন্য অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উপরন্তু, তাঁর ব্যাটিং ফর্মও আতসকাঁচের তলায়। সিরিজ়ের চার ম্যাচে ভারতীয় অধিনায়কের সংগ্রহ মাত্র ২৬ রান। গত সাত ইনিংসে তাঁর ব্যাট থেকে একটাই অর্ধশতরান নেই। দীর্ঘদিন ব়্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা সূর্যর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতগুলি ম্যাচে হাফসেঞ্চুরি না করার ঘটনা এর আগে ঘটেনি।তবে দলের ম্যানেজমেন্ট যে ধারাবাহিকতার বিষয়টা নিয়ে খুব একটা তৎপর নয়, তা আগেই জানিয়েছেন সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। তাই সূর্যকুমার অতীত পারফরম্যান্স ভুলে বরং এক প্রভাবশালী ইনিংস খেলারই চেষ্টা করবেন। গত ম্যাচে শিবম দুবে মাথায় চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পর তাঁকে আজ ম্যাচে খেলতে দেথা যায় কি না, সেই দিকে নজর থাকবে। তিনি খেলতে না পারলে রমনদীপ সুযোগ পেতে পারেন। মুম্বই ব্যাটারদের স্বর্গরাজ্য হলেও, ম্যাচে নজর থাকবে ভারতীয় স্পিনারদের দিকে। গোটা সিরিজ়ে তাঁরাই ইংল্যান্ড ব্যাটারদের চাপে ফেলেছেন। সিরিজ়ে মোট ২৪টি উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তীরা। দ্বিপাক্ষিক সিরিজ়ে ভারতীয় স্পিনারদের এতগুলি উইকেট নেওয়ার নজির এর আগে নেই। ফের একবার তাঁরা জস বাটলারদের নিজেদের স্পিন ফাঁদে ফেলতে সক্ষম হন কি না, সেটা দেখার বিষয়।ভারতের স্পিনারদের দিকে নজর থাকলেও, ইংল্যান্ড দলে নজরে ফাস্ট বোলাররা। গত ম্যাচে নতুন বল হাতে তিন উইকেট নিয়ে প্রথমেই ভারতকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন শাকিব মামুদ। ওয়াংখেড়ের উইকেটে আর্চারদের জন্যও ভাল বাউন্স থাকার কথা। সেটা তাঁরা কাজে লাগাতে পারেন। সিরিজ় হেরে গেলেও, অন্তত খাতায়-কলমে ১-৪ থেকে ২-৩ সিরিজ় হার অনেক বেশি সম্মানের। সেই লক্ষ্যেই নামবে বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
India vs England Live Score: ১৫০ রানে ম্যাচ জিতে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিল ভারত
১০.৩ ওভারে মাত্র ৯৭ রানে অল আউট ইংল্যান্ড। প্রথম একাদশে ফিরে তিন উইকেট মহম্মদ শামির। ২টি করে উইকেট বরুণ চক্রবর্তী, শিবম দুবে ও অভিষেক শর্মার। ১৫০ রানে ম্যাচ জিতে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিল ভারত।