লর্ডস: ইংল্যান্ড সফরেই ভারতের টেস্ট দলের অধিনায়ক হিসাবে অভিষেক হয়েছে শুভমন গিলের (Shubman Gill) । সহ অধিনায়ক হিসাবে দায়িত্বে ঋষভ পন্থ (Rishabh Pant) । কোনও কারণে গিল মাঠের বাইরে গেলে নিয়ম অনুযায়ী দলকে সেই সময়ের জন্য নেতৃত্ব দিচ্ছেন পন্থ ।    

কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচে কে এল রাহুলকে (KL Rahul) টিম ইন্ডিয়ার নেতৃত্ব দিতে দেখা গিয়েছে । হ্যাঁ, লর্ডস টেস্টের মাঝেই ভারতীয় দলের অধিনায়ক পরিবর্তন করা হয় । যখন ভারতীয় অধিনায়ক শুভমন গিল এবং সহ অধিনায়ক ঋষভ পন্থ মাঠে ছিলেন না । মনে করিয়ে দেওয়া যাক, রোহিত শর্মার টেস্ট অবসর (Rohit Sharma Retirement) -এর পর রাহুলকে অধিনায়কত্বের বিকল্প হিসেবেও ভাবা হয়েছিল । যদিও রাহুল দায়িত্ব পাননি ।

কে এল রাহুল হলেন অধিনায়ক

লর্ডস টেস্টে ইংল্যান্ড দল প্রথমে ব্যাটিং বেছে নেয় । প্রথম দিনের দ্বিতীয় সেশনে ঋষভ পন্থকে বল ধরার সময় আঙুলে চোট লাগে । তাঁকে মাঠে যন্ত্রণায় কাতরাতে দেখা যায়, এরপর তিনি মাঠ ছেড়ে চলে যান, তাঁর জায়গায় ধ্রুব জুরেল টিম ইন্ডিয়ার হয়ে উইকেটকিপিং করেন । অন্যদিকে, শুভমন গিলও ম্যাচের মাঝে মাঠ ছেড়ে চলে যান । শুভমন গিল কেন মাঠের বাইরে গেলেন, তার কারণ জানা যায়নি । গিল এবং পন্থের অনুপস্থিতিতে কে এল রাহুলকে ভারতীয় দলের নেতৃত্ব দিতে দেখা যায় । 

 

রাহুল ভারতীয় দলের সহ-অধিনায়ক ছিলেন, তবে ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পর তাঁকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয় । এছাড়াও রাহুল ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কোনও টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি । রোহিত শর্মা এবং বিরাট কোহলির টেস্ট অবসরের পর কে এল রাহুল যশস্বী জয়সওয়ালের সঙ্গে ভারতীয় টেস্ট দলে ওপেনিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন । কে এল রাহুল বর্তমান সিরিজে এখন পর্যন্ত চারটি ইনিংসে মোট ২৩৬ রান করেছেন, যার মধ্যে একটি সেঞ্চুরি এবং একটি হাফ-সেঞ্চুরি রয়েছে ।