লর্ডস: বার্মিংহ্যাম টেস্টে ৩৩৬ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। লিডসে ভারত হারের পর বার্মিংহ্যামে গিলের নেতৃত্বে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারত। সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ভারতীয় দল। কিন্তু এবার সেই ধারাই কি টিম ইন্ডিয়া ধরে রাখতে পারবে লর্ডসে? আগামী ১০ জুলাই থেকে শুরু হতে চলেছে লর্ডস টেস্টে। সেই মাঠে কেমন রেকর্ড ভারতীয় দলের?
লর্ডসকে বিশ্ব ক্রিকেটের মক্কা বলা হয়। ভারতীয় ক্রিকেট দল এই মাঠে এখনও পর্যন্ত মোট ১৯টি ম্য়াচ খেলেছে। কিন্তু এই মাঠে মাত্র দুটো ম্যাচ জিতেছে ভারত। ১২টি ম্য়াচ হেরেছে টিম ইন্ডিয়া। আর ৫টি ম্য়াচে ড্র করেছে তারা। অর্থাৎ জয়ের শতকরা হার ১০.৫ শতাংশ।
শেষ তিনবার লর্ডসে ভারতের ম্য়াচের ফল কী বলছে? ২০১৪ সালে লর্ডস টেস্টে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ৯৫ রানে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। ২০১৮ সালে ইনিংস ও ১৫৯ রানে হারতে হয় ভারতকে। ২০২১ সালে ১৫১ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। অর্থাৎ এই দুটো জয়ই একমাত্র ছিনিয়ে নিতে পেরেছে ভারতীয় দল লর্ডসে টেস্ট খেলতে নেমে।
লিডসে রান তাড়া করে ম্য়াচ জিতেছিল ইংল্যান্ড। তাও আবার ৩৭১ রান। এজবাস্টনে অঙ্কটা আরও কঠিন ছিল। ৬০৮ রান লক্ষ্যমাত্রা ছিল। এত রানের লক্ষ্যমাত্রা এর আগে কোনও টেস্টে কোনও প্রতিপক্ষ তাড়া করেনি। জেতা তো দূর অস্ত। তবুও ব্রেন্ডন ম্য়াকলামের কোচিংয়ে যে বাজবল স্ট্র্যাটেজিতে খেলে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্য়ান্ড অধিনায়ক বেন স্টোকস। প্রথমে ব্য়াটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতকে। প্রথম ইনিংসে ভারত ৫৮৭ রান বোর্ডে তুলে নিয়েছিল। ২৬৯ রানের রেকর্ড গড়া ইনিংস খেলেছিলেন শুভমন গিল। প্রথম টেস্টেও শতরান হাঁকিয়েছিলেন প্রথম ইনিংসে। গিলকে যোগ্য সঙ্গ দিয়ে ৮৯ রানের ইনিংস খেলেন জাডেজা ও ৪২ রান করেন সুন্দর।
জবাবে ব্যাটিং করতে নেমে ইংল্য়ান্ডের টপ অর্ডার দ্রুত ভেঙে পড়লেও, বাধ সাধে লোয়ার অর্ডার। জেমি স্মিথ ১৮৪ ও হ্যারি ব্রুক ১৫৮ রানের ইনিংস খেলেন। ইংল্যান্ড ৪০৭ রান বোর্ডে তোলে প্রথম ইনিংসে। বুমরা এই ম্য়াচে খেলেননি। কিন্তু সেই অভাব বোধ করতে দেননি মহম্মদ সিরাজ ও আকাশ দীপ। সিরাজ ৬ উইকেট নেন। আকাশ দীপ ৫ উইকেট নেন। ১৮০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে ভারত। দ্বিতীয় ইনিংসেও শতরান হাঁকান গিল। ১৬১ রানের ইনিংস খেলেন তিনি। তবে ঋষভ পন্থ সময়োপযোগী ঝোড়ো ইনিংস খেলে গিলকে সঙ্গ দেন। তিনি আটটি বাউন্ডারি ও তিনটি ছক্কার সাহায্য়ে ৫৮ বলে ৬৫ রানের ইনিংস খেলেন। জাডেজা ৬৯ রান করেন। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে বাের্ডে ৪২৭ রান তুলে ডিক্লেয়ার ঘোষণা করেন গিল। রান তাড়া করতে নেমে ৩৩৬ রান আগেই থেমে যায় ইংল্য়ান্ড।