মুম্বই: ইংল্য়ান্ড সফরের পরই টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে উড়ে যাবে ভারতীয় ক্রিকেট দল। শুভমন গিলের নেতৃত্বে সে দেশে উড়ে যাচ্ছে টিম ইন্ডিয়া। গৌতম গম্ভীরের কোচিংয়ে একেবারে নতুন দলের নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেলে প্রথম সিরিজ। অপেক্ষাকৃত অনভিজ্ঞ দল। রোহিত শর্মা ও বিরাট কোহলি আচমকা টেস্ট থেকে অবসর নেওয়ার পর কিছুটা চাপ নিয়েই মাঠে নামবে ভারতীয় ক্রিকেট দল।
বিরাট ও রোহিত টেস্ট ফর্ম্য়াট থেকে সরে যাওয়ার পর কাঁটছাঁট হয়েছে ভারতীয় কোচিং প্য়ানেলেও। ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব সামলানো অভিষেক নায়ারকে সরিয়ে দেওয়া হয়েছিল। এমনকী সরিয়ে দেওয়া হয়েছিল ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপকেও। যদিও সূত্রের খবর, টি দিলীপকে নাকি ফের একবার ইংল্যান্ড সফরের জন্য ফিল্ডিং কোচ হিসেবে পুণঃর্নিয়োগ করাতে চলেছে বিসিসিআই। ভাল কোনও বিকল্প না পাওয়াতেই নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এই বিষয়ে বিসিসিআই বিদেশী কোনও ফিল্ডিং কোচের খোঁজ করছিলেন। কিন্তু পর্যাপ্ত সময়ের মধ্য়ে তার খোঁজ পাওয়া যায়নি। শেষ পর্যন্ত বিসিসিআই টি দিলীপকেই এই দায়িত্বে ফের বহাল রাখতে চলেছে। এই বিষয়ে রোহিত শর্মার সঙ্গেও কথা বলেছে বোর্ড। তিনিও নাকি দিলীপকেই দায়িত্বে রাখার বিষয়ে সওয়াল করেছেন। সূত্রের খবর, রোহিত নাকি গম্ভীরকে অনুরোধ করেছিলেন যে দিলীপকে যেন আরও এক বছর দলের সঙ্গে রাখা হয়। রায়ান টেন দুশখাতেকে ফিল্ডিং কোচ হিসেবে দেখতে চাইছিল বোর্ড। যিনি বর্তমানে গম্ভীরের সহকারী কোচের দায়িত্ব সামলাচ্ছেন।
এদিকে, ইংল্যান্ড সফরের আগে যে ভারতীয় এ দলের ম্য়াচ রয়েছে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে। সেই চারদিনের ম্য়াচে হয়ত খেলতে পারবেন না শুভমন গিল ও সাই সুদর্শন। দুজনেই গুজরাত টাইটান্সের প্লেয়ার। গিল তো দলের অধিনায়কও। আগামী ৬ জুন থেকে শুরু হতে চলেছে এই ম্য়াচ। অন্য়দিকে আইপিএলের ফাইনাল ৩ জুন। যদি গুজরাত টাইটান্স ফাইনালে জায়গা করে নেয় তবে গিল ও সুদর্শনের পক্ষে ইংল্যান্ড লায়ন্সের পক্ষে ম্য়াচ খেলা চাপের।
এদিকে, টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ইংল্যান্ডের পেস বোলার মার্ক উড। আগামী ২০ জুন থেকে হেডিংলে টেস্ট দিয়ে শুরু ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। চার মাস মাঠের বাইরে থাকা মাসে উডের পক্ষে সম্ভব হবে না ভারতের বিরুদ্ধ টেস্ট সিরিজে খেলা। কিয়া ওভালে ৩১ জুলাই সিরিজের শেষ টেস্ট। শেষ টেস্টে দেখা যেতে পারে উডকে। তবে তা আগে ডারহাম কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্য়াচে সমারসেটের বিরুদ্ধে আগামী ২২ জুলাই খেলতে নামতে পারেন উড।