লিডস: মায়ের অসুস্থতার জন্য আচমকাই তিনি ইংল্যান্ড (India vs England) থেকে দেশে ফিরেছিলেন। শোনা গিয়েছিল, গৌতম গম্ভীরের (Team India Coach) মা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে আইসিইউতে ভর্তি। সেই কারণেই তড়িঘড়ি দেশে ফেরা তাঁর।
তবে প্রথম টেস্টের আগেই স্বস্তি ভারতীয় শিবিরে। শোনা যাচ্ছে, লিডসে ভারতীয় শিবিরে যোগ দিয়েছেন গুরু গম্ভীর। প্রথম টেস্টে ভারতীয় দলের কৌশল সাজাবেন তিনিই।
ইংল্যান্ডের মাটিতে সবে প্রস্তুতি শুরু করেছিল ভারতীয় দল। আচমকাই দেশে ফিরে আসতে হয়েছিল গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। পরে জানা যায়, আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন গম্ভীরের মা। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই কারণেই তড়িঘড়ি দেশে ফেরা গম্ভীরের। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছিল, কঠিন এই সফরে কি কোচকে ছাড়াই খেলতে হবে শুভমন গিলদের (Shubman Gill)?
জল্পনা শুরু হয়ে গিয়েছিল, গম্ভীর না থাকলে কে সামলাবেন ভারতীয় দলের কোচের দায়িত্ব? একটা সময় মনে করা হয়েছিল, ভি ভি এস লক্ষ্মণকে ভারতীয় দলের অস্থায়ী কোচ করা হতে পারে। ইংল্যান্ডেই আছেন লক্ষ্মণ। যদিও এটা স্পষ্ট নয় যে, লক্ষ্মণ ইংল্যান্ডে কেন গিয়েছেন। তবে মনে করা হচ্ছে যে, তিনি ক্রিকেট সম্পর্কিত অন্য কোনও কারণে ইংল্যান্ডে গিয়েছেন। বা এটা তাঁর ব্যক্তিগত ভ্রমণও হতে পারে। প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান। তিনি এর আগেও অনেক সিরিজে ভারতীয় ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন কোচের ভূমিকায় ছিলেন।
যদিও গম্ভীর ভারতীয় দলে যোগ দেওয়ায় সেই সম্ভাবনা আর থাকছে না। গম্ভীরের অনুপস্থিতিতে সহকারী কোচ রায়ান টেন দুশখাতে ও সীতাংশু কোটাক এবং বোলিং কোচ মর্নি মর্কেল ভারতীয় দলের প্র্যাক্টিস ও প্রস্তুতির দেখাশোনা করছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন ভারত এ দলের কোচ হৃষিকেষ কানিতকরও। ভারত বনাম ভারত এ দলের ম্যাচে তাঁরাই দায়িত্ব সামলান।
এদিকে, বুধবার ভারতীয় দলের সহ অধিনায়ক ঋষভ পন্থ জানিয়ে দিলেন, বিরাট কোহলির ফেলে যাওয়া চার নম্বর জায়গায় ব্যাট করবেন শুভমন গিল (Shubman Gill)। যিনি আগে টেস্টে ওপেন করেছেন। তিন নম্বরেও ব্যাট করেছেন। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন নম্বরে কে খেলবেন, তা এখনও নির্ধারিত হয়নি বলেই জানিয়েছেন পন্থ। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে তিন নম্বরে ব্যাট করতে পারেন করুণ নায়ার (Karun Nair)। তবে লড়াইয়ে রয়েছেন বি সাই সুদর্শনও (B Sai Sudharsan)।