ওভাল: ওভালে পিচ কিউরেটরের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন গৌতম গম্ভীর। ওভালের পিচ প্রস্তুতকারক লে ফর্টিস তর্কাতর্কিতে জড়ান বলে পিটিআইয়ের তরফে রিপোর্ট করা হয়। ফর্টিস ভারতীয় দলের একটি নির্দিষ্ট পিচে অনুশীলন করা নিয়ে অখুশি ছিলেন। সেই নিয়েই যত কাণ্ড। ক্ষীপ্ত গম্ভীরকে আঙুল উঁচিয়ে ফর্টিসের সঙ্গে তর্ক করতে দেখা যায়। যদিও এই ইস্যুতে গম্ভীরের পাশেই দাঁড়ালেন পার্থিব পটেল।

সংবাদসংস্থ ANI-কে দেওয়া সাক্ষাৎকারে পার্থিব বলেন, ''আমার মনে হয় না গৌতম গম্ভীর কোনও ভুল কিছু করেছেন। যেভাবে পিচ কিউরেটর ব্যবহার করছিলেন, তা দেখে মনে হচ্ছিল যে তিনি ভীষণ বিরক্ত। হয়ত ইংল্যান্ড ভেবেছিল যে ওরা সিরিজে ৫-০ ব্যবধানে জিতবে, আর ভারতকে দেশে ফেরত পাঠাবে। কিন্তু ফল তেমনটা হচ্ছে না।''

পিটিআইয়ের তরফে গোটা ঘটনার একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাককে ফর্টিসের সঙ্গে তর্কে জড়াতে দেখা যায়। দাবি করা হচ্ছে ওভালের পিচ প্রস্তুতকারকরা হয়তো এই বিষয়ে গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ জানাবেন। গম্ভীরকে উত্তপ্তভাবে ফর্টিসদের উদ্দেশে বারংবার বলতে শোনা যায়, 'আমরা কী করব না করব, তা আপনারা ঠিক করবেন না।' ভারতীয় দলের কোচ আরও বলেন, 'আপনি আমাদের কাউকেই কী করতে হবে সেই বিষয়ে নির্দেশ দিতে পারেন না। আপনি কেবল একজন পিচ প্রস্তুতকারক।'

এরপরেই কোটাককে এর মাঝে ঢুকে ফর্টিসকে এক কোণায় নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায়। এরপরেই ফর্টিস এবং গম্ভীর ভিন্ন দিকে চলে যান। গম্ভীর আবারও ভারতীয় দলের অনুশীলন পর্যবেক্ষণ করেন। ম্য়াচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে ভারত অধিনায়ক শুভমন গিল এই ইস্যুতে মুখ খোলেন। তিনি বলেন, ''আমি জানি না সেখানে কী হয়েছে এবং পিচ কিউরেটর যা করেছেন, তিনি কেন করেছেন। আমরা এখানে ৪টি ম্যাচ খেলেছি, কিন্তু কেউ আমাদের বাধা দেয়নি। এখানে প্রচুর ক্রিকেট খেলা হয়েছে, ক্যাপ্টেন এবং কোচ বহুবার পিচকে কাছ থেকে দেখেছেন। আমি জানি না কেন এই সব বিতর্ক তৈরি হয়েছে।''

ভারতের জন্য খুশির খবর যে ওভালে বেন স্টোকসকে পাওযা যাচ্ছে না। ইংল্যান্ড অধিনায়ক চোটের জন্য ছিটকে গিয়েছেন শেষ ম্য়াচ থেকে। যদিও জসপ্রীত বুমরাকেও দেখা যাবে না ম্য়াচে। ইংল্যান্ড খেলাচ্ছে না আর্চারকে।