ম্যাঞ্চেস্টার: একাই কুম্ভ হয়ে লড়াই করেছিলেন। ৬১ রানে অপরাজিত ছিলেন লর্ডস টেস্টের শেষে। কিন্তু ভারতের জন্য ম্য়াচ বাঁচাতে পারেননি। মাত্র ২২ রানে হেরে গিয়েছে ভারতীয় দল। প্রথমে বুমরা ও এরপর সিরাজের সঙ্গে শেষ দুটো উইকেটে একাই লড়ছিলেন রবীন্দ্র জাডেজা। কিন্তু ফল ভারতের পক্ষে যায়নি। তবে জাডেজার স্লথ গতির অর্ধশতরানের ইনিংসের অনেকে সমালোচনা করেছেন লর্ডসে হারের জন্য। কেন তিনি চালিয়ে খেললেন না, কেন তিনি টেল এন্ডারদের ওপর ভরসা রেখেছিলেন সেই প্রশ্নই তুলেছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞও। তবে সৌরাষ্ট্রের অলরাউন্ডারের ওপর ভরসা রাখলেন গৌতম গম্ভীর। ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ পাশে দাঁড়ালেন জাডেজার। 

বিসিসিআইয়ের তরফে এক ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে গম্ভীর বলছেন, ''জাডেজা এই দলের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। ওর লর্ডসে লড়াকু ইনিংসের জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। দ্বিতীয় ইনিংসে যে লড়াই ও করেছে , তার এক কথায় অসাধারণ।'' তারকা পেসার মহম্মদ শামিও জাডেজার প্রশংসা করে জানিয়েছেন, ''জাডেজার মত প্লেয়ার পাওয়া ভাগ্যের ব্যাপার। আমরা ভীষণ ভাগ্যবান যে আমাদের দলে জাডেজার মত প্লেয়ার রয়েছেন।'' দলের ব্য়াটিং কোচ সিতাংশু কোটাক জানিয়েছেন, ''আমি সবসময় বিশ্বাস করি যে জাডেজা মানসিকভাবে ভীষণ শক্ত একজন মানুষ। চাপ নিতে ভালবাসে। দলের যখনই ওকে প্রয়োজন পরে, তখনই ও নিজেকে মেলে ধরেছে। জাডেজা এই মুহূর্তে ভারতীয় দলের ভীষণ ভ্যালুয়েবল প্লেয়ার।''

বুমরা-সিরাজকে নিয়ে সমানে লড়াই দিয়ে গিয়েছিলেন জাডেজা। কিন্তু স্টোকসের বলে অহেতুক চালাতে গিয়ে আউট হলেন বুমরা। সিরাজের সঙ্গে যেভাবে এগোচ্ছিল তাঁর জুটি তাতে নতুন করে আশার সঞ্চার হয়। শেষ রক্ষা অবশ্য হয়নি। শোয়েব বশিরের বলে দুর্ভাগ্যজনকভাবে বোল্ড হয়ে যান সিরাজ। তাতেই স্বপ্নভঙ্গ কোটি কোটি ভারতীয়র। লর্ডস টেস্ট জিততে পারলে সিরিজ ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়া হত ভারতের। যা টিম ইন্ডিয়ার তরুণ ব্রিগেডকে আলাদা আত্মবিশ্বাস জোগাত। কিন্তু, তা আর হল না। যদিও টিম ইন্ডিয়ার এই লড়াইকে কুর্নিশ জানাচ্ছেন প্রাক্তনরা। 

ফেসবুক পোস্টে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় লিখলেন, "কী অসাধারণ টেস্ট ম্যাচ ! খুব হতাশা নিয়ে ভারত লর্ডস ছাড়বে। তিনটি টেস্ট ম্যাচেই খুব ভালো খেলেছে ওরা, কিন্তু, ২-১ ব্যবধানে পিছিয়ে গেছে। এই টেস্ট ম্যাচটা জেতার ছিল। কঠিন লড়াই করেছে জাডেজা এবং দেখিয়েছে যে ১৯৩ বড় রান নয়।"