মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে হারের পর শুভমন গিলের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছিল। অনেকেই বলেছিলেন যে অনফিল্ড কিছু সিদ্ধান্ত ঠিকভাবে নিতে পারেননি গিল। এছাড়া মাত্র ১৯২ রান তাড়া করতে নেমে ২২ রানে হারতে হয়েছে ভারতকে। ব্যাটিং ব্যর্থতারও সমালোচনা হয়েছিল। সর্বোপরি ভারত ১-২ ব্যবধানে সিরিজে পিছিয়ে পড়েছে বর্তমানে। 

চলতি টেস্ট সিরিজে দু দল মিলিয়ে সর্বাধিক রান সংগ্রাহক গিলই। লর্ডসে আসার আগে দুটো টেস্ট থেকে সংগ্রহ করেছিলেন মোট ৪৫৮ রান। নিজের টেস্টে সেরা স্কোর ২৬৯ রানও করেছিলেন এজবাস্টন টেস্টেই। কিন্তু লর্ডসে দুই ইনিংস থেকে গিলের ব্যাট থেকে এসেছে যথাক্রমে ১৬ ও ৬। 

এক সাক্ষাৎকারে হরভজন বলেন, ''ফলাফল কখনওই কোনও দলের গভীরতা, সে দলটি কতটা ভাল তা নির্ণয় করতে পারে না। এটা একটা নতুন দল। অনেক তরুণ দল। বার্মিংহ্যামে যেভাবে ভারত ম্য়াচ জিতেছে। তা এক কথায় অসাধারণ। লর্ডসেও ভারত ভাল কিছু করতেই পারত। জয়ের অনেক কাছেও পৌঁছে গিয়েছিল তাঁরা। আমি নিশ্চিত এই হার থেকে শিক্ষা নেবে দল। ভবিষ্যতে যা ওদের কাজে লাগবে।''

শুভমন গিলের নেতৃত্ব নিয়েও কথা বলেছেন ভাজ্জি। তিনি বলছেন, ''শুভমন বড় প্লেয়ার। ও ভারতীয় ব্য়াটিং লাইন আপের স্তম্ভ হয়ে উঠবে আগামী কয়েক বছরে। কতজন ব্য়াটার আছেন যাঁরা ইংল্যান্ডে গিয়ে নিজেদের ছাপ রাখতে পারেন? আমি কোনওদিনই ওর প্রতিভা সম্পর্কে সন্দিহান ছিলাম না। ওর বাবা অনেক লড়াই করেছে ওর সঙ্গেই। শুভমনকে আজকের এই জায়গায় নিয়ে আসার পেছনে তাঁর অবদান বিশাল। যা এই মুহূর্তে দেখতেও পাওয়া যাচ্ছে।'' ২০১১ বিশ্বকাপজয়ী ভারতের কিংবদন্তি অফস্পিনার আরও বলেন, ''প্রত্যেকে আলাদা আলাদা হন। গিল কখনও সৌরভ, বিরাট, ধোনি হয়ে উঠতে পারবে না। ও নিজের পরিচিতি গড়ে তুলবে। আমি আশাবাদী এই বিষয়ে। কিন্তু সবে শুরু। ওকেও সময় দিতে হবে।''

 

"Everyone's methods are different. Their natures are different, their personalities are different. Shubman Gill cannot be Ganguly or Virat or Dhoni. They are all different. He needs to be the best version of himself, and he has that ability. And he will learn. I am telling you, Shubman will not only lead India well - he will take Indian cricket right to the top of the world," the spinner concluded.