হেডিংলে: ইংল্যান্ডের (IND vs ENG) বিরুদ্ধে আগামী ২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারতের টেস্ট সিরিজ। পাঁচ ম্য়াচের সিরিজ খেলতে ইংল্যান্ডে উড়ে গিয়েছে ভারতীয় দল। শুভমন গিলের (Shubhman Gill) নেতৃত্বে এবার ভারতীয় দলে(Indian Cricket Team)  খেলতে নামবে। কিন্তু প্রথম টেস্টে নামার আগে টিম ম্য়ানেজমেন্টের চাপ বাড়তে পারে প্রথম একাদশ গঠন নিয়ে। বিশেষ করে অলরাউন্ডার হিসেবে নীতীশ রেড্ডি (Nitish Reddy) ও শার্দুল ঠাকুরের (Shardul Thakur) মধ্য়ে কাকে খেলানো হতে পারে, তা নিয়েই চাপ বাড়ছে। 

ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারতীয় একাদশে দুজনেই ছিলেন। দুটো প্রস্তুতি ম্য়াচেই পারফর্ম করেছেন তাঁরা। এই পরিস্থিতিতে লিডস টেস্টে প্রথম একাদশে কাকে সুযোগ দেওয়া হবে, তা দেখার। বর্ডার গাওস্কর ট্রফিতে সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক করেছিলেন নীতীশ। সেখানেই ভারতীয়দের মধ্য়ে সবচেয়ে বেশি রান করেছিলেন। মেলবোর্ন টেস্টে শতরানও হাঁকিয়েছিলেন। 

কিন্তু ইংল্যান্ডের পরিবেশে খেলার অভিজ্ঞতা নেই নীতীশের। এমনকী প্রস্তুতি ম্য়াচেই আচমকা বাউন্সে মাঝে মাঝে প্রস্তুতি ম্য়াচে সমস্যায় পড়তে হয়েছে এই ডানহাতি অলরাউন্ডারকে। তবে শার্দুলের থেকে তাঁর ব্যাটের হাত অনেক ভাল। তাই কিছুটা বাড়তি প্লাস পয়েন্ট থাকছে। 

আবার শার্দুল তাঁর কেরিয়ারের ১১ টেস্টের মধ্য়ে ৪টি টেস্ট খেলেছেন ইংল্য়ান্ডে। শার্দুল অনেক বেশি ওভারও বল করেছেন প্রস্তুতি ম্য়াচে। ২০২১ সালে ইংল্যান্ডে ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে ছিল ভারত। সেই সিরিজে শার্দুলের পারফরম্য়ান্স ছিল দুর্দান্ত। আসন্ন সফরেও ভারতের পঞ্চম বোলিং বিকল্প হতেই পারেন তিনি।

আইপিএল থেকে টেস্ট ম্যাচ, পরিবর্তনটা সহজ নয়। লম্বা ফর্ম্যাটের জন্য নিজের শরীরকে প্রস্তুত করা লাল বলের সঙ্গে মানিয়ে নেওয়াটা আপাতত অর্শদীপদের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যেই অনুশীলন সারছেন তিনি। ২৬ বছর বয়সি বাঁ-হাতি বোলার নেটে দলের টপ অর্ডার ব্যাটারদের বিরুদ্ধে লাল বলে বোলিং করাটা বেশ উপভোগ করেছেন বলেই জানান তিনি। 

বিসিসিআইয়ের আপলোড করা ভিডিওতে অর্শদীপ বলেন, 'ব্যাটারদের বিরুদ্ধে এই অনুশীলন সেশনে বেশ প্রতিদ্বন্দ্বিতা চলছিল। বোলার হিসাবে আমাদের পরিকল্পনা করেই তো ব্যাটারদের আউট করতে হয়। আমরা চ্যালেঞ্জটা বেশ উপভোগই করছিলাম। সাই প্রথমবার দলে যোগ দিয়েছে, ওকে বেশ মজবুত দেখায়। অধিনায়ক ভাল ছন্দে ছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে ধারটাও বাড়বে আমাদের এবং আশা করছি ব্যাটারদের আরও কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারব।'