ম্যাঞ্চেস্টার: আগামী ২৩ জুলাই থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। তিন ম্য়াচ পরে সিরিজে এই মুহূর্তে ১-২ ব্য়বধানে পিছিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। এই ম্য়াচটি ভারতীয় দলের জন্য ডু অর ডাই ম্য়াচ। একটা হার বা ড্র সিরিজে ভারতের জন্য পরিস্থিতি আরও খারাপ করতে পারে। চতুর্থ টেস্টে যা হতে চলেছে ম্যাঞ্চেস্টারে, সেই মাঠে ভারত ও ইংল্যান্ডের মধ্যে কোন দল পারফরম্যান্সের নিরিখে এগিয়ে, তা একবার দেখে নেওয়া যাক - --
টেস্ট ফর্ম্য়াটে এখনও পর্যন্ত ভারত ও ইংল্যান্ড মোট ১৩৯ বার মুখোমুখি হয়েছে। তার মধ্য়ে ৫৩ বার জয় ছিনিয়ে নিয়েছে ইংল্য়ান্ড। ৩৬ বার জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। যদিও ৫০টি ম্য়াচের কোনও ফল বেরোয়নি। ড্র হয়েছে।
ম্য়াঞ্চেস্টারে এখনও পর্য়ন্ত দুটো দল মোট ৯ বার মুখোমুখি হয়েছে টেস্টে। তার মধ্য়ে ইংল্য়ান্ড ৪ বার জয় ছিনিয়ে নিয়েছে। বাকি পাঁচটি ম্য়াচ ড্র হয়েছে। একটি ম্য়াচেও জিততে পারেনি ভারত। এই মাঠে শেষবার ২০১৪ সালে ভারত ও ইংল্যান্ড মুখােমুখি হয়েছিল। এক ইনিংসে ইংল্যান্ড ৩৬৭ রান বোর্ডে তুলেছিল। জবাবে ব্যাটিং করতে নেমে ভারতীয় ক্রিকেট দল দুটো ইনিংস মিলিয়েও ৩৬৭ রান তুলতে পারেনি। শেষ পর্যন্ত ম্য়াচে ইনিংস ও ৫৪ রানে হেরে যায় ভারতীয় ক্রিকেট দল। এই মাঠে ভারতীয় ব্য়াটারদের মধ্য়ে সর্বাধিক রান রয়েছে সুনীল গাওস্করের। পাঁচ ইনিংস খেলতে নেমে ২৪২ রান ঝুলিতে পুরেছেন লিটল মাস্টার।
এদিকে ভারত অধিনায়ক শুভমন গিলের নেতৃত্বের প্রশংসা করলেন গ্যারি কার্স্টেন। ২০১১ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের কোচ ছিলেন প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার। এক সাক্ষাৎকারে কার্স্টেন বলছেন, ''গিল অধিনায়ক হিসেবে সবে দায়িত্ব পুেয়েছে। ক্যাপ্টেন্সি একেবারেই সহজ কাজ নয়। অনেক বিষয় মাথায় রাখতে হয় এই সময়। গিল তিনটি ম্য়াচে দারুণভাবে দলকে সামলেছে। মাঠে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক ইতিবাচক লেগেছে ওকে। গিল নিজে একজন দুর্দান্ত ব্য়াটার। তবে অনেকগুলো বিষয়ে মাথায় রাখতে হয়। আমার মনে হয় একজন সফল অধিনায়কের টিম ম্যানেজমেন্টের দিকেও লক্ষ্য় রাখা প্রয়োজন।''
তাঁর কোচিংয়ে ভারত যখন বিশ্বকাপ জিতেছিল সেই দলের নেতৃত্বে ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। সেই প্রসঙ্গ টেনে কার্স্টেন বলেন, ''ধোনি দুর্দান্ত ম্য়ান ম্য়ানেজার ছিল। দারুণভাবে দলকে নেতৃত্ব দিয়েছিল। আমি নিঃসন্দেহে বলতে পারি যে একজন সফল অধিনায়ক হওয়ার সব গুণই রয়েছে ধোনির মধ্য়ে। ও অবশ্যই ভারতের সবচেয়ে সফল অধিনায়ক।''