লিডস: ইংল্যান্ডে তাঁর প্রথম টেস্ট (India vs England) ম্য়াচটা ব্যাট হাতে বেশ ভালই কেটেছে। প্রথম দিনেই শতরান হাঁকিয়েছিলেন ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তবে হেডিংলেতে ফিল্ডিংয়ের সময়টা অনেকটা দুঃস্বপ্নের মতোই কাটছে তরুণ ভারতীয় ক্রিকেটারের। এক লজ্জার রেকর্ডও গড়ে ফেললেন ফিল্ডার যশস্বী।

প্রথম ইনিংসে যশপ্রীত বুমরার বলে তিন তিনটি ক্যাচ ফেলেছিলেন যশস্বী। পরিসংখ্যান গ্রহণ হওয়া শুরুর পর এক ইনিংসে এতগুলি ক্যাচ কোনও ভারতীয় ফিল্ডার ফেলেননি। দ্বিতীয় ইনিংসেও ফের ক্যাচ ফস্কালেন যশস্বী। সেঞ্চুরির দিকে অগ্রসর বেন ডাকেটের বিরুদ্ধে শর্ট বল করেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ডাকেট শর্ট বলটির বিরুদ্ধে পুল মারেন বটে, তবে শটটি নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি। হাওয়ায় বেশ খানিকটা সময় বল ছিল। স্কোয়ার লেগে থাকা যশস্বী জয়সওয়াল বেশ খানিকটা ছুটে এসে বলের কাছে পৌঁছেও যান। তবে ডাইভ মেরে বল আর তালুবন্দি করতে পারেননি তিনি। ক্যাচ তাঁর হাত ফস্কে যায়।

এই ঘটনায় মাঠেই সিরাজকে বেশ বিরক্ত দেখায়। এরপর ক্যামেরা ভারতীয় সাজঘরের দিকে তাক করলে সেখানে কোচ গৌতম গম্ভীরকেও (Gautam Gambhir) বেশ ক্ষুব্ধ দেখায়। এই নিয়ে চলতি টেস্ট ম্যাচে মোট চারটি ক্যাচ ফেললেন যশস্বী। যুগ্মভাবে ভারতীয় হিসাবে এক টেস্টে এটিই কোনও ভারতীয় সর্বাধিক ক্যাচ মিস করার রেকর্ড। জীবনদান পেয়ে বেন ডাকেটও শতরান পূরণ করে ফেলেন। তিনি এখনও খেলা চালিয়ে যাচ্ছেন।

 

 

এই প্রতিবেদনটি লেখার সময় ইংল্যান্ডের স্কোর দুই উইকেটের বিনিময়ে ২৪৬ রান। ডাকেট আপাতত ১৪৩ ও জো রুট ১১ রানে ক্রিজে উপস্থিত রয়েছেন। ৩৭১ রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের জয়ের জন্য় আর মাত্র ১২৪ রানের প্রয়োজন। ভারতের অবস্থা যে একেবারেই ভাল নয়, তা বলাই বাহুল্য। 

প্রথম ইনিংসে একাধিক ক্য়াচ ফেলেছেন ভারতীয় ফিল্ডাররা। তার জেরেই ইংল্যান্ড একসময় চাপে পড়েও ৪৭৫ রান তুলতে সক্ষম হয়। ভারতীয় দলের দুই ইনিংসেই লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং ধস নামে। এর জেরেই শেষমেশ টিম ইন্ডিয়াকে খালি হাতেই না লিডস ছাড়তে হয়!