IND vs IRE Live: ফাস্ট বোলারদের দৌরাত্ম্যের পর রোহিতের হাফসেঞ্চুরি, আয়ার্ল্য়ান্ডকে ৮ উইকেটে হারাল ভারত

India vs Ireland: আয়ার্ল্যান্ড বিরুদ্ধে বিশ ওভারের ফর্ম্যাটে সাতবার মুখোমুখি হয়ে সাত ম্যাচেই জয় পেয়েছে ভারতীয় দল।

ABP Ananda Last Updated: 05 Jun 2024 11:43 PM
IND vs IRE Scorecard Live updates: দুরন্ত জয়

৪৬ বল বাকি থাকতেই আট উইকেটে দুরন্ত জয় সুনিশ্চিত করল ভারতীয় দল। রোহিতের অর্ধশতরানের পর ৩৬ রানের অপরাজিত ইনিংসে ভারতের জয় সুনিশ্চিত করেই মাঠ ছাড়লেন ঋষভ পন্থ। 

IND vs IRE Live Update: অর্ধশতরান রোহিতের

কঠিন পিচে নিজের ক্লাস দেখালেন রোহিত। ৩৬ বলে করলেন দুরন্ত হাফসেঞ্চুরি। তবে তারপরেই ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন রোহিত। তিনি হাতে চোট পেয়েছিলেন। সেই কারণেই সম্ভবত মাঠ ছাড়তে বাধ্য হলেন তিনি। 

IND vs IRE Scorecard Live updates: ৫০ রানের গণ্ডি পার

অষ্টম ওভারে ৫০ রানের গণ্ডি পার করে ফেলল ভারতীয় দল। বর্তমান স্কোর ৫২/১। রোহিত শর্মা ৩০ ও ঋষভ পন্থ ১৭ রানে ব্যাট করছেন।

IND vs IRE Live Update: ৫ ওভারে ভারতের স্কোর ৩৩/১

৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বোর্ডে ৩৩ রান তুলে নিল ভারত। ২২ রান করে অপরাজিত রোহিত শর্মা। ৬ রান করে ক্রিজে আছেন ঋষভ পন্থ।

IND vs IRE Scorecard Live updates: ১ রান করে আউট বিরাট

ভারতের প্রথম উইকেটের পতন। ৫ বলে ১ রান করে প্যাভিলিয়নে ফিরলেন বিরাট কোহলি। জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ওপেন করতে নেমেই ব্যর্থ হলেন। 

IND vs IRE Live Update: ২ ওভারে ২২/০ ভারতের স্কোর

রান তাড়া করতে নামলেন রোহিত ও বিরাট। ২ ওভারে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ২২ রান তুলে নিল ভারত।

IND vs IRE Scorecard Live updates: ৯৬ অল আউট

লড়াই করছিলেন ডিলেনি। তবে তিনিও ২৬ রানে রান আউট হয়ে ফিরলেন। ৯৬ রানেই শেষ হয়ে গেল আইরিশদের ইনিংস।

IND vs IRE Live Update: নবম উইকেটের পতন

খাতা খোলার আগেই ব্যারি ম্যাকার্থিকে সাজঘরে ফেরান অক্ষর পটেল। ৫২ রানে আট উইকেট হারায় আয়ার্ল্যান্ড। এরপর জশুয়া লিটল এবং গ্যারেথ ডিলেনি মিলে আইরিশ ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বটে। তাঁরা দুইজনে ২৫ রান যোগও করে ফেলেন। তবে নিখুঁত ইয়র্কারে লিটলকে ১৪ রানে সাজঘরে ফেরালেন বুমরা।  

India vs Ireland LIVE: দুরন্ত হার্দিক

পরপর দুই বলে দুই উইকেট নিলেন হার্দিক পাণ্ড্য। এবার তাঁর শিকার মার্ক অ্যাডের। তিন রানে সাজঘরে ফিরলেন তিনি। তবে হ্যাটট্রিক করতে পারলেন না হার্দিক। ১১ ওভার শেষে আয়ার্ল্যান্ডের স্কোর ৪৯/৭।

IND vs IRE Live Update: ৫০-র গণ্ডি পার করার আগেই ছয় সাফল্য

ব্যাটিং ইনিংসের মাঝপথে পৌঁছে গেলেও। আইরিশরা ৫০ রানের গণ্ডিও পার করতে পারেননি। তবে ছয় উইকেট হারিয়ে ফেলেছেন তাঁরা। ১০ ওভার শেষে স্কোর ৪৯/৬। পরপর দুই ওভারে ক্যাম্ফার ও ডকরেলকে যথাক্রমে ১২ ও তিন রানে ফেরালেন হার্দিক ও সিরাজ।

India vs Ireland LIVE: পরপর দুই ওভারে দুই সাফল্য

পরপর দুই সাফল্য পেল ভারতীয় দল। লর্কান টাকারকে ১০ রানে ফেরান হার্দিক পাণ্ড্য। ঠিক পরের ওভারেই হ্য়ারি টেক্টরকে চার রানে ফেরালেন যশপ্রীত বুমরা। আট ওভার শেষে আইরিশদের স্কোর চার উইকেটের বিনিময়ে ৩৬ রান।   

IND vs IRE Live Update: শুরুতেই চাপ

শুরুতেই বেশ চাপে আয়ারল্যান্ড শিবির। পাওয়ার প্লেতে ছয় ওভারে দুই উইকেট হারিয়ে মাত্র ২৬ রান তুলল আইরিশ শিবির। 

India vs Ireland LIVE: জোড়া সাফল্য

ভারতকে জোড়া সাফল্য এনে দিলেন অর্শদীপ সিংহ। স্টার্লিংয়ের পর আরেক ওপেনার অ্যান্ড্রু বালবার্নিকেও বোল্ড করলেন তিনি। বালবার্নিং সংগ্রহ পাঁচ রান। ৩ ওভার শেষে ভারতের স্কোর ৯/২।

IND vs IRE Live Update: প্রথম সাফল্য

ম্যাচে ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন অর্শদীপ সিংহ। দুই রানে সাজঘরে ফিরতে হল আইরিশ অধিনায়ক পল স্টার্লিংকে। বড় শট মারতে গিয়ে ঋষভ পন্থের হাতে ধরা দিলেন তিনি। সাত রানে প্রথম উইকেট হারাল আইরিশ দল।  

India vs Ireland LIVE: ওপেনিংয়ে রোহিত- বিরাট!

ম্যাচে ভারতীয় সমর্থকদের দিক থেকে উল্লেখযোগ্য বিষয়টি হল হয়তো রোহিতের সঙ্গে বিরাট কোহলিকেই আজ ওপেন করতে দেখা যাবে। কারণ যশস্বী জয়সওয়ালকে ভারতীয় একাদশেই রাখা হয়নি। আবার প্রস্তুতি ম্যাচে ওপেন করা সঞ্জু স্যামসনও নেই একাদশে। তবে ঋষভ পন্থ অতীতে ওপেন করেছেন। তাই তাঁকে কিন্তু একেবারে ওপেনিংয়ের দৌড় থেকে বাদ দেওয়া উচিত নয়।  

টস জিতল ভারত

আর্য়াল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।  

IND vs IRE Live Update: ম্যাচের আবহাওয়া

স্থানীয় সময় অনুযায়ী সকাল ১০.৩০ টায় (ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টা) ভারত-আয়ার্ল্যান্ডের দ্বৈরথ শুরু হবে। ম্যাচের সময় তাপমাত্রা বেশ উপভোগ্যই থাকার কথা। যা পূর্বাভাস তাতে ম্যাচ চলাকালীন তাপমাত্রা ২১ ডিগ্রির আশেপাশে থাকার কথা। বাতাসে আদ্রর্তার পরিমাণ ৬৭ শতাংশ থাকবে। মেঘলা আকাশ থাকার সম্ভাবনা, সুতরাং শুরুর দিকে বল খানিকটা স্যুইং করবে। তবে বৃষ্টির পূর্বাভাস বললেই নেই। তাই সমর্থকরা ৪০ ওভারের ম্যাচ দেখার আশা করতেই পারেন। উপরন্তু, যেহেতু এটি ডে-ম্যাচ তাই ম্যাচের সময় ওশের কোনও প্রভাব পড়বে না।

প্রেক্ষাপট

নিউ ইয়র্ক: বুধবার, ৫ জুন আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে (IND vs IRE) ম্যাচ দিয়ে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) অভিযান শুরু করতে চলেছে। ১১ বছরের খরা কাটানোর লক্ষ্যে মাঠে নামা টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচে নজরে নাসাউ কাউন্টি স্টেডিয়ামের পিচ।


এই মাঠেই নিজেদের তিনটি ম্যাচ খেলতে হবে ভারতীয় দলকে। তবে মাঠের পিচ খুব একটা হাই স্কোরিং নয়। ভারতীয় দলের একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দল পাঁচ উইকেটের বিনিময়ে ১৮২ রান তুললেও, ইনিংসের শেষের দিকে রানের গতি বাড়াতে গিয়ে বেশ বেগ পেতে হয় টিম ইন্ডিয়াকে। বাংলাদেশ তো ১২২ রানেই থেমে যায়। এই মাঠেই আবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৭ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। একেবারে অল্প রান তাড়া করতে নামলেও ম্যাচ জিততে ১৭ ওভার লেগে যায় প্রোটিয়া শিবিরের। অনেকেই তাই এই পিচকে টি-টোয়েন্টির আদর্শ পিচ বলে মনে করছেন। টিম ইন্ডিয়ার ব্যাটাররা এই পিচে আইরিশদের বিরুদ্ধে বড় রান তুলতে পারে কি না, সেইদিকে নজর থাকবে।


আয়ার্ল্যান্ড কিন্তু বিশ ওভারের ফর্ম্যাটে এখনও পর্যন্ত ভারতীয় দলের বিরুদ্ধে একটি ম্যাচও জেতেনি। সাত ম্যাচের সাতটিতেই পরাজিত হয়েছেন তাঁরা। সেই রেকর্ড নিঃসন্দেহে বদলানোর জন্য মরিয়া হয়ে মাঠে নামবেন পল স্টার্লিংরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আবার ভারতীয় দলের একমাত্র প্রস্তুতি ম্যাচে বিরাট কোহলি খেলেননি। যশস্বী থাকলেও, রোহিতের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন সঞ্জু স্যামসন। প্রথম ম্যাচে রোহিতের ওপেনিং পার্টনার কে হবেন? সেই নিয়ে জল্পনা রয়েইছে। কোহলি আইপিএলে ওপেনারের ভূমিকাতেই অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন। তাঁকে কিন্তু বিকল্পের তালিকায় রেখেছেন দ্রাবিড়। 


টিম ইন্ডিয়া কি জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করতে পারবে? না জায়ান্ট কিলার আয়ার্ল্যান্ড ফের অঘটন ঘটাবে? এখন সেটাই দেখার বিষয়। ম্যাচের সময় তাপমাত্রা ২১ ডিগ্রির আশেপাশে থাকার কথা। বাতাসে আদ্রর্তার পরিমাণ ৬৭ শতাংশ থাকবে। মেঘলা আকাশ থাকার সম্ভাবনা, সুতরাং শুরুর দিকে বল খানিকটা স্যুইং করবে। তবে বৃষ্টির পূর্বাভাস নেই। তাই সমর্থকরা ৪০ ওভারের ম্যাচ দেখার আশা করতেই পারেন।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.