IND vs NZ: হল না শেষরক্ষা, বেঙ্গালুরু টেস্টে কিউয়িদের বিরুদ্ধে হার ভারতের
India vs New Zealand Test: নিউজ়িল্যান্ডের ম্যাচ জয়ের জন্য প্রয়োজন ১০৭ রান। ম্যাচের জয়ের নিরিখে কিন্তু কিউয়িদের সম্ভাবনাই বেশি। তবে ভারতীয় দলের আশা ক্ষীণ হলেও, সেই সম্ভাবনা কিন্তু শূন্য নয়।
৮ উইকেটে বেঙ্গালুরু টেস্টে জয় ছিনিয়ে নিল নিউজিল্য়ান্ড।
১৭ রান করে প্যাভিলিয়নে ফিরলেন ডেভন কনওয়ে। লেগবিফোর হয়ে আউট হন বাঁহাতি কিউয়ি ওপেনার।
প্রথম ওভাররের শেষ বলে বুমরার শিকার হয়ে প্য়াভিলিয়ন ফিরলেন টম ল্যাথাম।
বৃষ্টি কমে গিয়েছে পুরোপুরি। মাঠ থেকেও সরছে কভার। ১০.১৫ থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্টের পঞ্চম দিনের খেলা।
সকাল থেকে চিন্নাস্বামীতে বৃষ্টি হয়েছে। তবে বর্তমানে কিছুটা কমেছ বৃষ্টি। পরবর্তী পিচ পর্যবেক্ষণ করা হবে সকাল ৯.৪৫ এ। ১০ টা থেকে ম্য়াচ শুরু হতে পারে।
প্রেক্ষাপট
বেঙ্গালুরু: আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে গোটা দিনই আকাশ মেঘলা তো থাকবেই, পাশাপাশি বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েইছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ম্যাচের চতুর্থ দিনের মতো পঞ্চম দিনেও আকাশ মেঘলা তো থাকবেই, পাশাপাশি ম্যাচের সময় দুই একবার ব্রজবিদুৎসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। Accuweather-র পূর্বাভাসও কিন্তু অনেকটা একই। শনিবার রাত থেকে রবিবার সন্ধে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে আখেরে বর্তমান পরিস্থিতির নিরিখে লাভ কিন্তু ভারতীয় দলেরই।
নিউজ়িল্যান্ডের ম্যাচ জয়ের জন্য প্রয়োজন ১০৭ রান। ম্যাচের জয়ের নিরিখে কিন্তু কিউয়িদের সম্ভাবনাই বেশি। তবে ভারতীয় দলের আশা ক্ষীণ হলেও, সেই সম্ভাবনা কিন্তু শূন্য নয়। অতীতেও ১০৬ রানের পুঁজি নিয়ে ভারতের টেস্ট ম্যাচ জয়ের কৃতিত্ব রয়েছে। কিউয়িদের সামনে জয়ের জন্য লক্ষ্য বড় নয়। কিন্তু ইতিহাস ভারতীয় সমর্থকদের মনে আশার আলো জাগাবে। ভারতীয় দল অতীতেও ১০৬ রানের পুঁজি নিয়ে ম্যাচ জিতেছে। সেক্ষেত্রে প্রতিপক্ষ যে সে দল নয়, বিপক্ষে ছিল অস্ট্রেলিয়া।
ঘটনাটি দুই দশক আগের। ২০০৪ সালে ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ১০৪ রানে অল আউট হয়ে যায় ভারত। সেক্ষেত্রে অস্ট্রেলিয়াকে ২০৩ রানেই সীমাবদ্ধ রাখতে সক্ষম হয় ভারত। মাইকেল ক্লার্কের নয় রানে ছয় উইকেটের জেরে দ্বিতীয় ইনিংসেও ২০৫ রানের বেশি করতে পারেনি ভারত। সেক্ষেত্রে জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে ১০৭ রানের লক্ষ্যমাত্র ছিল।
এত কম রান নিয়ে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। সৌজন্যে দলের স্পিনাররা। হরভজন সিংহের পাঁচ উইকেটসহ ভারতীয় স্পিনাররা দ্বিতীয় ইনিংসে মোট নয় উইকেট নেয়। ভারতীয় স্পিন ফাঁদে মাত্র ৯৩ রানেই অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ১৩ রানে জয় পায় ভারত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -