পুণে: আগামীকাল বৃহস্পতিবার ২৪ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড (IND vs NZ) দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্ট হারের পর এই ম্যাচ জয় ছাড়া আর কোনও রাস্তা নেই ভারতের সামনে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Test Championship Final) জায়গা পাকা করার জন্য টিম ইন্ডিয়ার কাছে এই সিরিজের মাহাত্ম্য় বিশাল। বাকি দুটো ম্যাচেই জয় ছিনিয়ে নিতে মরিয়া থাকবে মেন ইন ব্লুজরা। ম্য়াচের আগের দিন সাংবাদিক বৈঠকেও সেই কথাই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ গৌতম গম্ভীরও।
কারা মুখোমুখি হবে
তিন ম্যাচের টেস্ট সিরিজ়ের দ্বিতীয় ম্যাচে নিউজ়িল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল
কোথায় ম্যাচ?
ম্য়াচটি আয়োজিত হবে মহারাষ্ট্রের পুণে ক্রিকেট স্টেডিয়ামে
কখন শুরু?
ম্যাচ শুরু হবে বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ভারতীয় সময় সকাল ৯.৩০টা থেকে
কোথায় দেখবেন ম্যাচ?
স্পোর্টস ১৮ নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার হবে ভারত বনাম নিউজ়িল্যান্ডের দ্বিতীয় টেস্ট
অনলাইনে কীভাবে দেখবেন ম্য়াচ?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটে অনলাইনে ২২ গজে দুই দেশের লড়াই দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা
বৃহস্পতিবার পুণেতে শুরু ভারত-নিউজ়িল্যান্ড দ্বিতীয় টেস্ট। সামনেই অস্ট্রেলিয়া সফর। সেখানে পাঁচ টেস্ট ম্যাচ খেলবে ভারত। সেই সিরিজের কথা মাথায় রেখে কি বুমরাকে বিশ্রাম দেওয়া হবে? গম্ভীর সাংবাদিকদের বলেছেন, 'এই সিরিজ শেষ হওয়ার পর অস্ট্রেলিয়া সিরিজ শুরু হওয়ার আগে ১০-১২ দিন সময় পাওয়া যাবে। আমাদের ফাস্টবোলারদের জন্য সেটা যথেষ্ট লম্বা বিরতি। তবে এই টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর যশপ্রীত বুমরার কী অবস্থা সেটা খতিয়ে দেখা হবে।'
ভারতীয় ক্রিকেটপ্রেমীরা উদ্বেগে ছিলেন, দ্বিতীয় টেস্টে পুণেতে পন্থ খেলতে পারবেন কি না। কারণ, আগের টেস্টে রবীন্দ্র জাডেজার বলে ডান হাঁটুতে চোট পেয়েছিলেন পন্থ। যন্ত্রণায় কাতরাতে দেখা গিয়েছিল তাঁকে। কারণ, গুরুতর গাড়ি দুর্ঘটনায় এই ডান হাঁটুতেই চোট পেয়েছিলেন পন্থ। ভারতের অধিনায়ক রোহিত শর্মা ম্যাচের পর জানিয়েছিলেন, পন্থের হাঁটু ফুলে রয়েছে। চিকিৎসা চলছে।
তবে পুণে টেস্টের আগের দিন ভাল খবর দিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। জানালেন, পন্থ ফিট। খেলবেন দ্বিতীয় টেস্টে। শুধু খেলবেনই না, উইকেটকিপিংও করবেন। সেই সঙ্গে ঘাড়ের ব্যথায় আগের টেস্টে খেলতে না পারা শুভমন গিলও সেরে উঠেছেন বলে জানিয়েছেন গৌতি।