India vs New Zealand Live: ৬ বল বাকি থাকতে লক্ষ্যপূরণ, নিউজ়িল্যান্ডকে হারিয়ে শাপমোচন ভারতের, লাইভ আপডেট

Champions Trophy Final Live Score: দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) ফাইনালে নিউজ়িল্যান্ডকে (India vs New Zealand) ৪ উইকেটে হারাল ভারত।

ABP Ananda Last Updated: 09 Mar 2025 10:44 PM

প্রেক্ষাপট

দুবাই: রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) ফাইনালে মাঠে নামছে ভারত ও নিউজ়িল্যান্ড। আর সেই ম্যাচে ভারত খেলবে পয়মন্ত বাইশ গজে।কেন? কারণ, ভারত বনাম নিউজ়িল্যান্ড (Ind vs NZ) ফাইনাল হওয়ার...More

India vs New Zealand Live Score: অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হল ভারত

রোহিত শর্মা - তাঁরও কি শাপমোচন হল না? অধিনায়ক হিসাবে বারবার আইসিসি ইভেন্টের ফাইনালে উঠেছেন। টি-২০ বিশ্বকাপ জিতেছেন। তবে যে টুর্নামেন্ট ঘিরে আসমুদ্রহিমাচল উদ্বেলিত হয়েছিল, সেই ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হয়েছিল ভারত। ঘরের মাঠে স্বপ্নভঙ্গ হয়েছিল টিম ইন্ডিয়ার। গোটা টুর্নামেন্টে অপরাজিত থেকেও ফাইনালে হারতে হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্রিকেট ঈশ্বর যেন হিটম্যানের সেই আক্ষেপও মিটিয়ে দিলেন। অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হল ভারত।