India vs New Zealand Live: ৬ বল বাকি থাকতে লক্ষ্যপূরণ, নিউজ়িল্যান্ডকে হারিয়ে শাপমোচন ভারতের, লাইভ আপডেট

Champions Trophy Final Live Score: দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) ফাইনালে নিউজ়িল্যান্ডকে (India vs New Zealand) ৪ উইকেটে হারাল ভারত।

ABP Ananda Last Updated: 09 Mar 2025 10:44 PM
India vs New Zealand Live Score: অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হল ভারত

রোহিত শর্মা - তাঁরও কি শাপমোচন হল না? অধিনায়ক হিসাবে বারবার আইসিসি ইভেন্টের ফাইনালে উঠেছেন। টি-২০ বিশ্বকাপ জিতেছেন। তবে যে টুর্নামেন্ট ঘিরে আসমুদ্রহিমাচল উদ্বেলিত হয়েছিল, সেই ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হয়েছিল ভারত। ঘরের মাঠে স্বপ্নভঙ্গ হয়েছিল টিম ইন্ডিয়ার। গোটা টুর্নামেন্টে অপরাজিত থেকেও ফাইনালে হারতে হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্রিকেট ঈশ্বর যেন হিটম্যানের সেই আক্ষেপও মিটিয়ে দিলেন। অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হল ভারত।

Ind vs NZ Live: ২৫ বছরের শাপমুক্তি

সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, যুবরাজ সিংহ, অনিল কুম্বলেরা রবিবার রাতে হয়তো স্বস্তিতে ঘুমোতে পারবেন। ২৫ বছর ধরে যে যন্ত্রণা কুড়ে কুড়ে খেয়েছে, মরুশহরে তার থেকে মুক্তি দিলেন রোহিত শর্মারা (Rohit Sharma)। ২০০০ সালে যে নিউজ়িল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) হারাতে হয়েছিল সৌরভের টিম ইন্ডিয়াকে, সেই প্রতিপক্ষকে হারিয়েই শাপমোচন হল। নিউজ়িল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিল ভারত। রেকর্ড তৃতীয়বারের জন্য। ভেঙে দিল অস্ট্রেলিয়ার নজির। ২ বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন অজিরা। ভারত জিতল তিনবার।

India vs New Zealand Live Score: ৬ বল বাকি থাকতে লক্ষ্যপূরণ ভারতের

৪ উইকেটে নিউজ়িল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলল ভারত। ৬ বল বাকি থাকতে লক্ষ্যপূরণ ভারতের।

Champions Trophy Final Live: ম্যাচ জিততে ৩ ওভারে আর ১২ রান চাই ভারতের

ম্যাচ জিততে ৩ ওভারে আর ১২ রান চাই ভারতের। জয় কার্যত হাতের মুঠোয়।

Champions Trophy Final Live: ৪২ ওভারে ভারতের স্কোর ২০৩/৫

৪০ বলে ২৯ রান করে ব্রেসওয়েলের শিকার অক্ষর পটেল। ৪২ ওভারে ভারতের স্কোর ২০৩/৫। ক্রিজে রাহুল ও হার্দিক। ম্যাচ জিততে আর ৪৮ বলে ৪৯ রান চাই ভারতের।

India vs New Zealand Live Score: ফিরলেন শ্রেয়স, ম্যাচ জিততে আর ৬০ বলে ৬১ রান চাই ভারতের

৬২ বলে ৪৮ রান করে ফিরলেন শ্রেয়স। ম্যাচ জিততে আর ৬০ বলে ৬১ রান চাই ভারতের।

IND vs NZ Live Score: ম্যাচ জিততে আর ৭২ বলে ৬৯ রান চাই ভারতের

৩৮ ওভারের শেষে ভারতের স্কোর ১৮৩/৩। ক্রিজে শ্রেয়স আইয়ার ও অক্ষর পটেল। ম্যাচ জিততে আর ৭২ বলে ৬৯ রান চাই ভারতের।

Ind vs NZ Live: ৩৩ ওভারের শেষে ভারতের স্কোর ১৫৪/৩

ক্রিজে শ্রেয়স আইয়ার ও অক্ষর পটেল। ৩৩ ওভারের শেষে ভারতের স্কোর ১৫৪/৩।

India vs New Zealand Live Score: ৭৬ রান করে স্টাম্পড রোহিত

৮৩ বলে ৭৬ রান করে রাচিন রবীন্দ্রকে স্টেপ আউট করতে গিয়ে স্টাম্পড রোহিত। ২৭ ওভারের শেষে ভারতের স্কোর ১২২/৩।

Ind vs NZ Live: ২০ ওভারের শেষে ভারতের স্কোর ১০৮/২

স্যান্টনারের বলে গিলের ক্যাচ অনবদ্য ক্ষিপ্রতায় ধরে ম্যাচ জমিয়ে দিলেন গ্লেন ফিলিপ্স। পরের ওভারেই ব্রেসওয়েল তুলে নিলেন কোহলিকে। এলবিডব্লিউ হলেন মাত্র ১ রান করে। রিভিউ নিয়েও শেষরক্ষা হল না কোহলির। ২০ ওভারের শেষে ভারতের স্কোর ১০৮/২।

India vs New Zealand Live Score: মাত্র ১৭ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১০০ ভারতের

হাফসেঞ্চুরি রোহিতের, মাত্র ১৭ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১০০ ভারতের, ম্যাচের লাইভ আপডেট।

Champions Trophy Final Live: ৪১ বলে হাফসেঞ্চুরি রোহিতের

৪১ বলে হাফসেঞ্চুরি রোহিতের। ১১ ওভারের শেষে ভারতের স্কোর ৬৫/০।

Ind vs NZ Live: ৮ ওভারের শেষে ভারতের রান ৫৯/০

নাথান স্মিথের এক ওভারে ১৪ রান নিলেন রোহিত। ১টি ছক্কা ও জোড়া বাউন্ডারি। ৮ ওভারের শেষে ভারতের রান ৫৯/০। ৩৫ বলে ৪৭ রানে ক্রিজে রোহিত।

Champions Trophy Final Live: ৪ ওভারের শেষে ভারতের স্কোর ৩০/০

৪ ওভারের শেষে ভারতের স্কোর ৩০/০। ১৬ বলে ২০ রান করে ক্রিজে রোহিত। সঙ্গে গিল।

Ind vs NZ Live: প্রথম ওভারের শেষে ভারতের স্কোর ৯/০

কাইল জেমিসনকে দ্বিতীয় বলেই ছক্কা রোহিত শর্মার। প্রথম ওভারের শেষে ভারতের স্কোর ৯/০।

India vs NZ Live: ভেল্কি দেখালেন ভারতীয় স্পিনাররা

ভেল্কি দেখালেন ভারতীয় স্পিনাররা। স্পিন চতুর্ভুজেই জব্দ হল নিউজ়িল্যান্ড। বরুণ, কুলদীপ যাদব, অক্ষর পটেল ও রবীন্দ্র জাডেজা - চার স্পিনার ৩৮ ওভারে খরচ করলেন মাত্র ১৪৪ রান। তুলে নিলেন ৫ উইকেট।

India vs New Zealand Live Score: ৫০ ওভারে নিউজ়িল্যান্ড তুলল ২৫১/৭

ঝোড়ো হাফসেঞ্চুরি ব্রেসওয়েলের। ৫০ ওভারে নিউজ়িল্যান্ড তুলল ২৫১/৭। ভারতকে ম্যাচ জিততে ২৫২ রান তুলতে হবে।

India vs New Zealand Live Score: আউট মিচেল

নিউজিল্যান্ডের ষষ্ঠ উইকেটের পতন। ১০১ বলে ৬৩ রানের ইনিংস খেলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে শামির বলে আউট হয়ে ফিরলেন ড্যারেল মিচেল। কিউয়িদের স্কোর বর্তমানে ৪৬ ওভার শেষে ২১২/৬।

Champions Trophy Final Live: ৪৫ ওভার শেষে কিউয়িদের স্কোর ২০১/৫

৪৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বোর্ডে ২০১ রান তুলে নিল নিউজিল্যান্ড। অর্ধশতরানের ইনিংস খেলে এখনও ক্রিজে আছেন ড্যারেল মিচেল।  

India vs New Zealand Live Score: নিউজ়িল্যান্ডের স্কোর ১৭৬/৫

নিউজ়িল্যান্ডের স্কোর ১৭৬/৫। এখনও বাকি ৫১ বলের খেলা।

Champions Trophy Final Live: ফিলিপ্সকে বোল্ড করে দিলেন বরুণ

ফিলিপ্সকে বোল্ড করে দিলেন বরুণ। প্রত্যাঘাত ভারতের। ৩৮ ওভারের শেষে নিউজ়িল্য়ান্ডের স্কোর ১৬৫/৫।

Champions Trophy Final Live: জাডেজার বলে ২৭ রানে থাকা গ্লেন ফিলিপ্সের ক্যাচ ফেললেন শুভমন গিল

জাডেজার বলে ২৭ রানে থাকা গ্লেন ফিলিপ্সের ক্যাচ ফেললেন শুভমন গিল। ৩৬ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ১৫৬/৪।

IND vs NZ Live: ৩০ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ১৩৫/৪

৩০ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ১৩৫/৪। ক্রিজে ডারিল মিচেল ও গ্লেন ফিলিপ্স।

Ind vs NZ Live: ল্যাথামকে তুলে নিলেন জাডেজা

টম ল্যাথামকে (১৪) তুলে নিলেন জাডেজা। ২৩.২ ওভারে নিউজ়িল্যান্ডের স্কোর ১০৮/৪।

India vs New Zealand Live Score: ২২ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ১০৪/৩

২২ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ১০৪/৩। ক্রিজে ল্যাথাম ও ডারিল মিচেল।

Ind vs NZ Live: ১৩ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ৭৩/৩

কুলদীপের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফিরলেন উইলিয়ামসন (১১ রান)। ১৩ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ৭৩/৩।

India vs New Zealand Live Score: রাচিন রবীন্দ্রকে বোল্ড করে দিলেন কুলদীপ

বিপজ্জনক রাচিন রবীন্দ্রকে বোল্ড করে দিলেন কুলদীপ। ৬৯ রানে ২ উইকেট হারাল নিউজ়িল্যান্ড।

Champions Trophy Final Live: ৮ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ৫৮/১

২৮ রানে নিজের বলে রবীন্দ্রর ক্যাচ ফেলেছিলেন শামি। ৩০ রানে বরুণের বলে তাঁর ক্যাচ ফেললেন শ্রেয়স। ১৫ রান করে বরুণের ওই ওভারেই এলবিডব্লিউ ইয়ং। ৮ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ৫৮/১।

Ind vs NZ Live: ৭ ওভারে ৫০ তুলে ফেলল নিউজ়িল্যান্ড

ঝোড়ো ব্যাটিং রাচিন রবীন্দ্রর। ৭ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫০ তুলে ফেলল নিউজ়িল্যান্ড।

India vs New Zealand Live Score: ২ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ৬/০

নতুন বল হাতে ভাল শুরু মহম্মদ শামি ও হার্দিক পাণ্ড্যর। ২ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ৬/০।

Champions Trophy Final Live: কেমন হল নিউজ়িল্যান্ডের একাদশ?

উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ডারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপ্স, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), নাথান স্মিথ, কাইল জেমিসন ও উইলিয়াম ও রুখ।

Ind vs NZ Live: ভারতের একাদশে কারা খেলছেন?

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর পটেল, কে এল রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি ও বরুণ চক্রবর্তী।

India vs New Zealand Live Score: ফের টস হারলেন রোহিত শর্মা

টস ভাগ্য ফিরল না ভারতের। ফের টস হারলেন রোহিত শর্মা। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিউজ়িল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনারের।

Ind vs NZ Live: বড় ধাক্কা খেতে পারে নিউজ়িল্যান্ড

বড় ধাক্কা খেতে পারে নিউজ়িল্যান্ড। ওয়ার্ম আপ করতে দেখা যাচ্ছে না ম্যাট হেনরিকে। ফাইনালে সম্ভবত খেলছেন না কিউয়ি পেসারকে।

Ind vs NZ Live: চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত ভারত

টানা চার ম্যাচ জিতে ফাইনালে খেলতে নামছে ভারত।

India vs New Zealand Live: নক আউট পর্বে সাক্ষাতের রেকর্ড কী?

আইসিসি ইভেন্টের নক আউট পর্বে ৪ বারের সাক্ষাতে তিনবারই ভারতকে হারিয়েছে নিউজ়িল্যান্ড। ১ বার মাত্র জিতেছে ভারত। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দেশ ইতিমধ্যেই একবার মুখোমুখি হয়েছে। গ্রুপ পর্বের সেই ম্যাচে নিউজ়িল্যান্ডকে ৪০ রানে হারিয়েছিল ভারত। বরুণ চক্রবর্তীর ৫ উইকেট নাড়িয়ে দিয়েছিল কিউয়ি ইনিংস। 

Virat Kohli Injury Update Live: হাঁটুতে চোট, আজ খেলবেন কোহলি?

শনিবার ভারতের নেট প্র্যাক্টিসের সময় হাঁটুতে বলের আঘাত পান বিরাট কোহলি। তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। তবে ভারতীয় শিবিরের খবর, কোহলি সুস্থ। ফাইনালে খেলবেন।

প্রেক্ষাপট

দুবাই: রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) ফাইনালে মাঠে নামছে ভারত ও নিউজ়িল্যান্ড। আর সেই ম্যাচে ভারত খেলবে পয়মন্ত বাইশ গজে।


কেন? কারণ, ভারত বনাম নিউজ়িল্যান্ড (Ind vs NZ) ফাইনাল হওয়ার কথা সেই পিচে, যেখানে ভারত খেলেছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। সেই ম্যাচে হেলায় চিরপ্রতিদ্বন্দ্বী দলকে উড়িয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া। 


২৩ ফেব্রুয়ারি, গ্রুপ এ-তে ছিল হাইভোল্টেজ ভারত বনাম পাকিস্তান দ্বৈরথ। সেই ম্যাচ খেলা হয়েছিল যে পিচে, তা ছিল মন্থর গতির। বল পড়ে থমকে আসছিল। স্পিনাররা বাড়তি সুবিধা পেয়েছিলেন। সেই পিচেই ভারত বনাম নিউজ়িল্যান্ড ফাইনাল হওয়ার কথা। আর তাতে যে ভারতের সুবিধাই হবে, মেনে নিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।


রবিবার মহারণ। দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজ়িল্যান্ড (India vs New Zealand)। যে দুই দল ২৫ বছর আগে, ২০০০ সালেও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলেছিল। সেবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিম ইন্ডিয়াকে হারিয়ে ট্রফি জিতেছিল নিউজ়িল্যান্ড।


টানা সাত ওয়ান ডে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নেমেছে ভারত। তবে আইসিসি টুর্নামেন্টের নক আউট পর্বে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের রেকর্ড মনে রাখতে চাইবেন না রোহিত শর্মা, বিরাট কোহলিরা।


কেন? আইসিসি ইভেন্টের নক আউট পর্বে ৪ বারের সাক্ষাতে তিনবারই ভারতকে হারিয়েছে নিউজ়িল্যান্ড। ১ বার মাত্র জিতেছে ভারত। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দেশ ইতিমধ্যেইউ একবার মুখোমুখি হয়েছে। গ্রুপ পর্বের সেই ম্যাচে নিউজ়িল্যান্ডকে ৪০ রানে হারিয়েছিল ভারত। বরুণ চক্রবর্তীর ৫ উইকেট নাড়িয়ে দিয়েছিল কিউয়ি ইনিংস। 


রবিবার কী হবে? দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.