মুম্বই: তাঁর ফিটনেস নিয়ে নির্বাচকরাও সন্দিহান। টি-টোয়েন্টি ও ওয়ান ডে ফর্ম্যাটে জাতীয় দলের ভাবনা চিন্তায় তিনি থাকেন না আজকার। কিন্তু দেশের সর্বকালের সেরা অফস্পিনার হিসেবে ইতিমধ্যেই নিজের সুনাম কুড়িয়েছেন। শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বই টেস্টে এক অবিশ্বাস্য ক্যাচ লুফলেন। যা ম্য়াচের সেরা ক্যাচও মনে করা হচ্ছে। পেছন দিকে দৌড়ে জাডেজার বলে এক দুরন্ত ক্যাচ লুফে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছিলেন ড্য়ারেল মিচেলকে। বিসিসিআই তাদের সোশ্যাল মিডিয়ায় অশ্বিনের ক্যাচের ভিডিও পোস্ট করেছিলেন।


রবীন্দ্র জাডেজার বলে ড্যারিল মিচেল স্টেপ আপ করে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন। কিন্তু তা মিসটাইম হয়ে যায়। অশ্বিন বলটি ধরতে পেছন দিকে দৌড়াচ্ছিলেন। শেষ পর্যন্ত মাটিতে পড়ে গেলেও দুরন্ত ক্যাচ লুফে নেন তারকা অফস্পিনার। দিনের শেষে অশ্বিন বলছেন, ''আমার নিজের ওপর বিশ্বাস ছিল। কী করতে পারব জানতাম না। কিন্তু চেষ্টা করছিলাম বলের যত কাছে যাওয়া সম্ভব হয়। আমার ভাল হাত রয়েছে। এটা আমি জানতাম। সেই মতই বলের কাছে গেলে ক্যাচ ধরতে পারব জানতাম।''


 






এদিকে, নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ড্যারেল মিচেল, টম ব্লান্ডেল, ইশ সোধি ও ম্য়াট হেনরির উইকেট নেন জাডেজা। তার সঙ্গে সঙ্গেই ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত ৫০ উইকেটের মালিক হয়ে গেলেন বাঁহাতি ক্রিকেটার। এর আগে ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৩ ম্য়াচে ৪৭ উইকেট নিয়েছিলেন জাডেজা। তালিকায় সবার ওপরে আছেন অশ্বিন। তিনি এখনও পর্যন্ত ৬২ উইকেট নিয়েছেন। তালিকায় দ্বিতীয় স্থানে হ্যাজেলউড। তাঁর ঝুলিতে রয়েছে ৫১ উইকেট।


প্রথম ইনিংসে নিউজিল্য়ান্ড ২৩৫ রানে অল আউট হয়ে গিয়েছিল। তার জবাবে প্রথম ইনিংসে ভারত এদিন ২৬৩ রান বোর্ডে তুলতে পারে। ভারতের হয়ে সর্বাধিক ৯০ রানের ইনিংস খেলেন শুভমন গিল। ১০ রানের জন্য নিজের টেস্ট সেঞ্চুরি হাতছাড়া করলেন তরুণ ব্যাটার। তাঁকে যোগ্য সঙ্গ দেন ঋষভ পন্থ। একটু মারমুখি মেজাজেই টেস্টের ব্যাটিং করছিলেন বাঁহাতি উইকেট কিপার ব্যাটার। ৫৯ বলে ৬০ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শনিবার দিনের শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৭১ রান বোর্ডে তুলে নিয়েছে কিউয়িরা। এখনও ১৪৩ রানে এগিয়ে রয়েছে তারা।