কলকাতা: মহম্মদ শামির (Mohammed Shami) মাঠে ফেরা পিছিয়ে গেল আরও। বাংলার রঞ্জি ট্রফির (Ranji Trophy) পরের দুই ম্যাচের দলেও রাখা হল না শামিকে।
রঞ্জি ট্রফিতে বাংলার তিনটি ম্যাচ হয়ে গিয়েছে। কোনও ম্যাচেই সরাসরি ফয়সালা হয়নি। তার মধ্যে ঘরের মাঠে, কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমিতে বিহারের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টি ও ভেজা মাঠের জন্য পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। দুই দলের মধ্যে ১ পয়েন্ট করে ভাগাভাগি হয়ে গিয়েছে। কেরলের বিরুদ্ধে আগের ম্যাচও বৃষ্টি ও ভেজা মাঠের জন্য বিঘ্নিত হয়। যে সোয়া দুদিন খেলা হয়, তাতে দুই দলের একটি করে ইনিংসও শেষ হয়নি। তাই পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয় দুই দলের মধ্যে। উত্তর প্রদেশের বিরুদ্ধে বাংলার প্রথম ম্যাচটিও অমীমাংসিতভাবে শেষ হয়েছিল। তবে প্রথম ইনিংসে লিড নেওয়ায় বাংলা ৩ পয়েন্ট পায়।
সব মিলিয়ে রঞ্জি ট্রফিতে ৩ ম্যাচে ৫ পয়েন্ট বাংলার। বাংলার পরের দুই ম্যাচই অ্যাওয়ে ম্যাচ। প্রথমটি কর্নাটকের সঙ্গে। দ্বিতীয় ম্যাচে বাংলার প্রতিপক্ষ মধ্য প্রদেশ।
সেই দুই ম্যাচের দল নির্বাচন নিয়ে অনেকেই কৌতূহলী ছিলেন। কারণ, মহম্মদ শামিকে দলে রাখা হয় কি না, তা নিয়ে জোর জল্পনা ছিল। রঞ্জি ট্রফি শুরুর আগে শামি নিজেই জানিয়েছিলেন যে, তিনি বাংলার জার্সিতে অন্তত দুটি ম্যাচ খেলতে চান। নিজেকে ম্যাচ ফিট করে তুলতে চান। যদিও চলতি মরশুমে বাংলার প্রথম তিন ম্যাচের দলে ছিলেন না ডানহাতি পেসার।
শনিবার বাংলার পরের দুই ম্যাচের জন্য যে ১৬ সদস্যের দল ঘোষণা করা হল, সেখানেও নেই শামি। বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল কেরলের বিরুদ্ধে ম্যাচের পর জানিয়েছিলেন যে, তিনি নিজে শামির সঙ্গে কথা বলে জানবেন যে, কবে তিনি খেলতে পারবেন। তবে যা খবর, তাতে শামি-লক্ষ্মী কথোপকথনে ইতিবাচক কিছু জানা যায়নি। এখনও ম্য়াচ খেলার মতো ফিট নন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা পেসার।
আরও পড়ুন: ব্যাট-প্যাড কেনার টাকা ছিল না বলে হয়ে গেলেন পেসার! অবাক করবে কেকেআর তরুণের কাহিনি
বুধবার থেকে বেঙ্গালুরুতে বাংলা বনাম কর্নাটক ম্যাচ। ১৩ নভেম্বর থেকে ইনদওরে বাংলার প্রতিপক্ষ মধ্য প্রদেশ। রঞ্জি ট্রফির নক আউট পর্বে যাওয়ার ক্ষীণ সম্ভাবনা বাঁচিয়ে রাখতেও বাকি চার ম্যাচের অন্তত দুটিতে বাংলাকে সরাসরি জিততেই হবে।
আরও পড়ুন: ১৯ বছর বয়সে প্রথম সুযোগ, ৩১ ছুঁতে চললেন, বরাবরই স্পেশ্যাল হতে চেয়েছিলেন বুম বুম বুমরা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
বাংলার ঘোষিত দল: অনুষ্টুপ মজুমদার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা, সুদীপ চট্টোপাধ্যায়, সুদীপ কুমার ঘরামি, শাহবাজ আমেদ, ঋত্বিক চট্টোপাধ্যায়, অভিলীন ঘোষ, শুভম দে, শাকির হাবিব গাঁধী, প্রদীপ্ত প্রামাণিক, আমির গনি, ঈশান পোড়েল, সূরয সিন্ধু জয়সওয়াল, মহম্মদ কাইফ, রোহিত কুমার ও ঋষভ বিবেক।