বেঙ্গালুরু: ভারতীয় দলের কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকেই একটা ব্যাপার স্পষ্ট করে দিয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। মাঠে নেমে আগ্রাসী ক্রিকেট খেলে প্রতিপক্ষকে ঘায়েল করবে ভারত। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর দুদিন আগে ফের সেই বার্তাই দিলেন গুরু গম্ভীর। জানিয়ে দিলেন, টেস্ট ক্রিকেটে কোনও গতানুগতিক ধাঁচ মেনে এগতে চান না। প্রয়োজন পড়লে ভারতীয় ব্যাটাররা টানা দুদিন ব্যাট করে ম্যাচ বাঁচাতে পারেন। আবার একদিনে চারশো রানও তুলতে পারেন।


কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ওভার প্রতি ৮ রানেরও বেশি করে তুলেছিলেন ভারতীয় ব্যাটাররা। দুদিনের মতো সময় পেয়েও টেস্ট ম্যাচ জিতে নাজমুলস হোসেন শান্তদের ২-০ সিরিজ হারিয়েছে ভারত। 





বেঙ্গালুরুতে সাংবাদিকদের গম্ভীর বলেছেন, 'আমরা এমন একটা দল হতে চাই যারা টেস্টে একদিনে চারশো রান তুলতে পারে। আবার টেস্ট ম্যাচ বাঁচাতে ২ দিন ধরে ব্যাটও করতে পারে। এই মানিয়ে নেওয়াটা আয়ত্ত করতে হবে আমাদের। এটাই টেস্ট ক্রিকেট। আমাদের ড্রেসিংরুমে এমন ব্যাটার আছে যারা দুটোই করতে পারে। আমাদের সব সময় প্রধান লক্ষ্য হল ম্যাচ জেতা। তবে যদি কোথাও ম্যাচ বাঁচিয়ে ড্র করার মতো পরিস্থিতি তৈরি হয়, তা হলে সেটা সব সময় আমাদের দ্বিতীয় ও তৃতীয় বিকল্প।'


 




গম্ভীর নিজে ব্যাটার হিসাবে আগ্রাসী ছিলেন। কোচ হিসাবেও সেই মন্ত্র আঁকড়েই এগতে চান। বলেছেন, 'যে সমস্ত ক্রিকেটার নিজেদের সহজাত খেলা খেলতে চায় তাদের আটকাতে চাই না। ক্রিকেটারেরা একদিনে ৪০০ বা ৫০০ রান তুলতে পারলে তাদের আটকাব কেন? আর টি-২০ ক্রিকেটে সব সময় বলি প্রবল ঝুঁকিপূর্ণ ক্রিকেট খেলব, তাতে পুরস্কৃত হওয়ার সুযোগও বেশি। তাতে হয়তো এমন দিনও আসবে যেদিন আমরা একশো রানে অল আউট হয়ে যাব। তবে এভাবেই খেলে যেতে চাই। এভাবেই বিনোদন দিয়ে যেতে চাই।'




 




আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।