মুম্বই: ভারতের বিরুদ্ধে সিরিজ খেলতে আসছে নিউজ়িল্যান্ড। সেই সফরের আগেই বড়সড় রদবদল ঘটে গেল ব্ল্যাক ক্যাপস শিবিরে?


নিউজ়িল্যান্ড টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দিলেন টিম সাউদি (Tim Southee)। সদ্য শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরেছে নিউজ়িল্যান্ড। সেই ব্যর্থতার পরই অধিনায়কত্ব ছাড়লেন সাউদি। তাঁর পরিবর্তে ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে কে হবেন নিউজ়িল্যান্ডের অধিনায়ক? সেটাও ঘোষণা হয়ে গেল। টম ল্যাথাম নেতৃত্ব দেবেন নিউজ়িল্যান্ডকে। এর আগেও টেস্টে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন ল্যাথাম। ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ৯টি টেস্টে নিউজ়িল্যান্ডের অধিনায়কত্ব করেছিলেন ল্যাথাম। দ্বিতীয়বারের জন্য এই দায়িত্ব নিলেন তিনি। ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউজ়িল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ।


সাউদি জানিয়েছেন, দলের স্বার্থেই নেতৃত্ব ছেড়েছেন তিনি। একটি বিবৃতিতে সাউদি বলেছেন, 'এমন একটা ফর্ম্যাটে ব্ল্যাক ক্যাপসকে নেতৃত্ব দিয়েছি যেটা আমার ভীষণ প্রিয়। আমি সম্মানিত মনে করছি। আমার গোটা কেরিয়ার দলের স্বার্থকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি এই সিদ্ধান্ত দলের জন্য সেরা। আমার মনে হয় সবচেয়ে ভালভাবে দলকে সেবা করতে পারি নিজের পারফরম্যান্স দিয়ে এবং সেরা ছন্দে ফিরে। উইকেট নিয়ে যেতে হবে। নিউজ়িল্যান্ডকে টেস্ট ম্যাচ জেতাতে হবে।'


২০২২ সালে কেন উইলিয়ামসন নেতৃত্ব ছাড়ার পর ৩৫ বছর বয়সী টিম সাউদি ১৪টি টেস্টে নিউজ়িল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন। অধিনায়ক হিসাবে তিনি ৬টি টেস্টে জিতেছেন, ৬টি ম্যাচে পরাজয় হজম করতে হয়েছে। ড্র হয়েছে দুটি ম্যাচ।


তবে অধিনায়ক হিসাবে সাউদির ব্যক্তিগত পারফরম্যান্স আকর্ষণীয় নয়। বরং বেশ হতাশাজনকই। ১৪ টেস্ট ম্যাচে তিনি নিয়েছেন মাত্র ৩৫ উইকেট। গড় ৩৮.৬০। যা তাঁর কেরিয়ারের বোলিং গড় ২৮.৯৯-এর থেকে অনেকটাই বেশি। শ্রীলঙ্কায় দুই টেস্টে ৪৯ ওভার বল করে মাত্র ০২টি উইকেট পেয়েছেন সাউদি।


বিবৃতিতে তিনি বলেছেন, 'আমি বরাবরের মতোই দলের সতীর্থদের সাহায্য করে যাব। বিশেষ করে যে সমস্ত তরুণ ও আকর্ষক বোলাররা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের জায়গা করে নিতে চাইছে। টমকেও শুভেচ্ছা জানিয়ে রাখলাম। ওকে সমর্থন করার জন্য আমি রয়েছি। ঠিক যেভাবে ও আমার পাশে থেকেছে।'





আরও পড়ুন: বেঙ্গল প্রো টি-২০-তে নজর কেড়েছিলেন, তরুণ ক্রিকেটারের মৃত্যুতে ময়দানে শোকের ছায়া






আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।